Ajker Patrika

আইআইইউসিতে পাকিস্তানি নাগরিকের চাকরি, ৩ দিনের মধ্যে ব্যাখ্যা চাইল ইউজিসি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ২০: ৩৮
আইআইইউসিতে পাকিস্তানি নাগরিকের চাকরি, ৩ দিনের মধ্যে ব্যাখ্যা চাইল ইউজিসি

চট্টগ্রামের সাতকানিয়া আসনের সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর সেই পাকিস্তানি বন্ধু মোহাম্মদ আমিন নদভীর বিষয়ে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। আগামী তিন কার্যদিবসের মধ্যে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের (আইআইইউসি) রেজিস্ট্রারের কাছে এর ব্যাখ্যা চাওয়া হয়েছে।

আজ বুধবার ইউজিসির পরিচালক মো. ওমর ফারুখ স্বাক্ষরিত এই সংক্রান্ত একটি চিঠি আজকের পত্রিকার হাতে এসেছে।

ইউজিসির ব্যাখ্যা চাওয়া সংক্রান্ত চিঠিটি পেয়েছেন কি না জানতে চাইলে, ব্যস্ততা দেখিয়ে মোবাইল ফোনের কল কেটে দেন আইআইইউসির রেজিস্ট্রার আকতারুজ্জামান কায়সার। তিনি বলেন, ‘আমি একটি জরুরি মিটিং এ আছি। পরে আপনার সঙ্গে কথা বলব।’

এ দিকে ওই চিঠিতে পাকিস্তানি নাগরিক মোহাম্মদ আমিন নদভীকে বিশ্ববিদ্যালয়ে কোন প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া হয়েছে জানতে চেয়ে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি, সিলেকশন কমিটির সুপারিশ, সিন্ডিকেট ও বিওটি সভার কার্যবিবরণী চাওয়া হয়েছে। মোহাম্মদ আমিন নদভীকে যে সকল পদে নিয়োগ দেওয়া হয়েছিল, সে সকল পদ বিশ্ববিদ্যালয়ের জনবল কাঠামোর অন্তর্ভুক্ত কি না, তার ব্যাখ্যাও চাওয়া হয়েছে।

একই সঙ্গে পাকিস্তানি ওই নাগরিকের জীবনবৃত্তান্ত, নিয়োগপত্র, নিয়োগের শর্ত, শিক্ষাগত যোগ্যতা, নাগরিকত্ব, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট, ওয়ার্ক পারমিট ও ভিসার সত্যায়িত কপিও চেয়েছে ইউজিসি।

উল্লেখ্য, ‘ভ্রমণ ভিসায় এসে চাকরি করেন এমপি নদভীর পাকিস্তানি বন্ধু’ শিরোনামে দৈনিক আজকের পত্রিকায় ২১ নভেম্বর সংবাদ প্রকাশিত হওয়ার একদিন পর এই ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

রিয়াল-বার্সার খেলা দেখে উল্লাস, জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়রদের হামলা

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত