নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের সাতকানিয়া আসনের সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর সেই পাকিস্তানি বন্ধু মোহাম্মদ আমিন নদভীর বিষয়ে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। আগামী তিন কার্যদিবসের মধ্যে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের (আইআইইউসি) রেজিস্ট্রারের কাছে এর ব্যাখ্যা চাওয়া হয়েছে।
আজ বুধবার ইউজিসির পরিচালক মো. ওমর ফারুখ স্বাক্ষরিত এই সংক্রান্ত একটি চিঠি আজকের পত্রিকার হাতে এসেছে।
ইউজিসির ব্যাখ্যা চাওয়া সংক্রান্ত চিঠিটি পেয়েছেন কি না জানতে চাইলে, ব্যস্ততা দেখিয়ে মোবাইল ফোনের কল কেটে দেন আইআইইউসির রেজিস্ট্রার আকতারুজ্জামান কায়সার। তিনি বলেন, ‘আমি একটি জরুরি মিটিং এ আছি। পরে আপনার সঙ্গে কথা বলব।’
এ দিকে ওই চিঠিতে পাকিস্তানি নাগরিক মোহাম্মদ আমিন নদভীকে বিশ্ববিদ্যালয়ে কোন প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া হয়েছে জানতে চেয়ে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি, সিলেকশন কমিটির সুপারিশ, সিন্ডিকেট ও বিওটি সভার কার্যবিবরণী চাওয়া হয়েছে। মোহাম্মদ আমিন নদভীকে যে সকল পদে নিয়োগ দেওয়া হয়েছিল, সে সকল পদ বিশ্ববিদ্যালয়ের জনবল কাঠামোর অন্তর্ভুক্ত কি না, তার ব্যাখ্যাও চাওয়া হয়েছে।
একই সঙ্গে পাকিস্তানি ওই নাগরিকের জীবনবৃত্তান্ত, নিয়োগপত্র, নিয়োগের শর্ত, শিক্ষাগত যোগ্যতা, নাগরিকত্ব, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট, ওয়ার্ক পারমিট ও ভিসার সত্যায়িত কপিও চেয়েছে ইউজিসি।
উল্লেখ্য, ‘ভ্রমণ ভিসায় এসে চাকরি করেন এমপি নদভীর পাকিস্তানি বন্ধু’ শিরোনামে দৈনিক আজকের পত্রিকায় ২১ নভেম্বর সংবাদ প্রকাশিত হওয়ার একদিন পর এই ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

চট্টগ্রামের সাতকানিয়া আসনের সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর সেই পাকিস্তানি বন্ধু মোহাম্মদ আমিন নদভীর বিষয়ে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। আগামী তিন কার্যদিবসের মধ্যে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের (আইআইইউসি) রেজিস্ট্রারের কাছে এর ব্যাখ্যা চাওয়া হয়েছে।
আজ বুধবার ইউজিসির পরিচালক মো. ওমর ফারুখ স্বাক্ষরিত এই সংক্রান্ত একটি চিঠি আজকের পত্রিকার হাতে এসেছে।
ইউজিসির ব্যাখ্যা চাওয়া সংক্রান্ত চিঠিটি পেয়েছেন কি না জানতে চাইলে, ব্যস্ততা দেখিয়ে মোবাইল ফোনের কল কেটে দেন আইআইইউসির রেজিস্ট্রার আকতারুজ্জামান কায়সার। তিনি বলেন, ‘আমি একটি জরুরি মিটিং এ আছি। পরে আপনার সঙ্গে কথা বলব।’
এ দিকে ওই চিঠিতে পাকিস্তানি নাগরিক মোহাম্মদ আমিন নদভীকে বিশ্ববিদ্যালয়ে কোন প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া হয়েছে জানতে চেয়ে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি, সিলেকশন কমিটির সুপারিশ, সিন্ডিকেট ও বিওটি সভার কার্যবিবরণী চাওয়া হয়েছে। মোহাম্মদ আমিন নদভীকে যে সকল পদে নিয়োগ দেওয়া হয়েছিল, সে সকল পদ বিশ্ববিদ্যালয়ের জনবল কাঠামোর অন্তর্ভুক্ত কি না, তার ব্যাখ্যাও চাওয়া হয়েছে।
একই সঙ্গে পাকিস্তানি ওই নাগরিকের জীবনবৃত্তান্ত, নিয়োগপত্র, নিয়োগের শর্ত, শিক্ষাগত যোগ্যতা, নাগরিকত্ব, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট, ওয়ার্ক পারমিট ও ভিসার সত্যায়িত কপিও চেয়েছে ইউজিসি।
উল্লেখ্য, ‘ভ্রমণ ভিসায় এসে চাকরি করেন এমপি নদভীর পাকিস্তানি বন্ধু’ শিরোনামে দৈনিক আজকের পত্রিকায় ২১ নভেম্বর সংবাদ প্রকাশিত হওয়ার একদিন পর এই ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

বিগত ২০২৫ সালে রাজধানীতে ৪০৯টি সড়ক দুর্ঘটনায় ২১৯ জন নিহত এবং ৫১১ জন আহত হয়েছেন। এসব দুর্ঘটনার বড় অংশ ঘটেছে রাত ও সকালে। আর দুর্ঘটনাপ্রবণ এলাকা চিহ্নিত করা হয়েছে যাত্রাবাড়ী, ডেমরা, মোহাম্মদপুর, কুড়িল বিশ্বরোড ও বিমানবন্দর সড়ককে। ২০২৫ সালে রাজধানীতে সড়ক দুর্ঘটনার প্রতিবেদনে এসব...
৪ মিনিট আগে
১ মাস ২০ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে শুল্কমুক্ত চাল আমদানি শুরু হয়েছে। আমদানির অনুমতি পাওয়ার তিন দিনের মাথায় আজ বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ভারত থেকে চাল নিয়ে দুটি ট্রাক বন্দরে প্রবেশ করে। বন্দরের ৩২ জন আমদানিকারক এখন পর্যন্ত ১৫ হাজার টন চাল আমদানির অনুমতি পেয়েছেন।
৬ মিনিট আগে
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ার্ড বয়কে দিয়ে চিকিৎসা করানোসহ নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত পাবনা-সিরাজগঞ্জের সমন্বিত জেলা কার্যালয়ের তিন সদস্যের একটি দল উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য
২৫ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, গতকাল তারেক রহমান একটা কার্ড দেখাচ্ছেন কড়াইল বস্তির ওই প্রোগ্রামে। দেখিয়ে বলছেন, এটা দিয়ে এই হবে, এই হবে, যেটা নির্বাচন আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
৩০ মিনিট আগে