কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের মহেশখালীতে তিনটি একনলা বন্দুকসহ শীর্ষ সন্ত্রাসী মো. মামুন (২৪) ও আব্দুল গফুরকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার হোয়ানক ইউনিয়নের কালালিয়া কাটা এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ শুক্রবার র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি গণমাধ্যমকে বলেন, দুই শীর্ষ সন্ত্রাসী সশস্ত্র অবস্থায় একটি বাড়িতে অবস্থানের খবর পেয়ে অভিযানে নামে র্যাব। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি দেশীয় এক নালা বন্দুক উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, তাদের বিরুদ্ধে অস্ত্র তৈরি ও বেচাকেনা, চিংড়ি ঘের দখল, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।’ এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে জানান তিনি।
এ ছাড়া একইদিন দিবাগত রাতে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরের ১৯ নম্বর ক্যাম্পে অভিযান চালিয়ে আমির হোসেন (৩২) নামে এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার রোহিঙ্গা ১৯ নম্বর ক্যাম্পের সি/ ১২ ব্লকের বাসিন্দা। তার কাছ থেকে গুলিসহ একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।
রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার মো. সালাহউদ্দিন কাদের এ তথ্য নিশ্চিত করেছে।
তিনি বলেন, গ্রেপ্তার আমির হোসেন আরকান স্যালভেশন আর্মির (আরসা) সদস্য। তার বিরুদ্ধ হত্যা ও বিভিন্ন অভিযোগে চারটি মামলা রয়েছে।

কক্সবাজারের মহেশখালীতে তিনটি একনলা বন্দুকসহ শীর্ষ সন্ত্রাসী মো. মামুন (২৪) ও আব্দুল গফুরকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার হোয়ানক ইউনিয়নের কালালিয়া কাটা এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ শুক্রবার র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি গণমাধ্যমকে বলেন, দুই শীর্ষ সন্ত্রাসী সশস্ত্র অবস্থায় একটি বাড়িতে অবস্থানের খবর পেয়ে অভিযানে নামে র্যাব। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি দেশীয় এক নালা বন্দুক উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, তাদের বিরুদ্ধে অস্ত্র তৈরি ও বেচাকেনা, চিংড়ি ঘের দখল, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।’ এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে জানান তিনি।
এ ছাড়া একইদিন দিবাগত রাতে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরের ১৯ নম্বর ক্যাম্পে অভিযান চালিয়ে আমির হোসেন (৩২) নামে এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার রোহিঙ্গা ১৯ নম্বর ক্যাম্পের সি/ ১২ ব্লকের বাসিন্দা। তার কাছ থেকে গুলিসহ একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।
রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার মো. সালাহউদ্দিন কাদের এ তথ্য নিশ্চিত করেছে।
তিনি বলেন, গ্রেপ্তার আমির হোসেন আরকান স্যালভেশন আর্মির (আরসা) সদস্য। তার বিরুদ্ধ হত্যা ও বিভিন্ন অভিযোগে চারটি মামলা রয়েছে।

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এবং রাজশাহী-২ (সদর) আসনের বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
১ ঘণ্টা আগে
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হুসাইন (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি একটি ট্রাকের চালকের সহকারী। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই ট্রাকের চালক ওবায়দুর রহমান। তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের বোয়ালখালীতে মুখোশধারীর ছুরিকাঘাতে বিএনপি নেতা আবুল বশর চৌধুরী (৪৫) জখম হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরীতে বেপরোয়া গতির ট্রাকচাপায় মোটরসাইকেলচালক ও আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) গভীর রাতে নগরীর রূপাতলী উকিলবাড়ির সামনে বরিশাল-ঝালকাঠি মহাসড়কে এই ঘটনা ঘটে। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
৩ ঘণ্টা আগে