হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালী হাতিয়ায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে গাছ ভেঙে পড়ে বেশ কয়েকটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এ ছাড়া গতকাল রাতে ঝড়ের তাণ্ডবে উপজেলার সোনাদিয়া ও চরঈশ্বর ইউনিয়নের বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।
জানা গেছে, ঝড়ে গাছ ভেঙে পড়ায় চরকিং, নলচিরা ও সোনাদিয়া ইউনিয়নের বেড়িবাঁধের পাশে বসবাস করা অনেকের ঘর ভেঙে গেছে। জোয়ারের পানিতে নলচিরা ইউনিয়নের বেড়িবাঁধের বাইরে অনেক গবাদিপশু মরে পানিতে ভাসতে দেখা গেছে। একই সঙ্গে বেড়িবাঁধ না থাকায় নিঝুম দ্বীপ ও চানন্দী ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে এবং কাঁচা ঘরবাড়ি স্রোতে ভেসে গেছে।
এ বিষয়ে সোনাদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদি হাসান বলেন, ‘ইউনিয়নের হোইকবাধা গ্রামের পাশে বেড়িবাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হয়েছে। রাতে হঠাৎ জোয়ারের পানি চলে আসায় স্থানীয়দের অনেকেই ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে চলে গেছেন। জোয়ারের পানিতে ইউনিয়নের পশ্চিম সোনাদিয়া, হোইকবাধা ও চরচেঙ্গা গ্রাম চার থেকে পাঁচ ফুট পানির নিচে তলিয়ে গেছে। এতে ভেসে গেছে পুকুরের মাছ ও আমনখেত।’
নিঝুম দ্বীপ ইউপির চেয়ারম্যান দিনাজ উদ্দিন বলেন, ‘এ এলাকায় কোনো বেড়িবাঁধ নেই। তাই রাতে এখানকার সব কটি ওয়ার্ড জোয়ারের পানিতে প্লাবিত হয়। দিনের চেয়ে রাতে জোয়ার বেশি হওয়ায় এলাকাবাসীকে বিপাকে পড়তে হয়েছে। শুধু তাই নয়, নদীর তীরে বসবাস করা অনেকের ঘরবাড়ি ভেসে গেছে। তবে গতকাল রাতে আশ্রয়কেন্দ্রে থাকা লোকজন আজ মঙ্গলবার সকালে বাড়ি ফিরতে শুরু করেছে। বাড়ি ফিরে রাস্তার ওপর পড়ে যাওয়া গাছপালা কেটে যান চলাচল স্বাভাবিক করছেন তাঁরা।
এ ব্যাপারে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম হোসেন বলেন, ‘বিদ্যুৎ বিভাগকে দ্রুত লাইন মেরামত করে বিদ্যুৎ সরবরাহ চালু করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকার তালিকা প্রস্তুত করার জন্য একটি টিম গঠন করে দেওয়া হয়েছে। তারা বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের সঙ্গে যোগাযোগ করে এলাকার ক্ষতিগ্রস্তদের একটি তালিকা তৈরি করবে। পরে তাদের আর্থিক সহযোগিতা করা হবে।’

নোয়াখালী হাতিয়ায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে গাছ ভেঙে পড়ে বেশ কয়েকটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এ ছাড়া গতকাল রাতে ঝড়ের তাণ্ডবে উপজেলার সোনাদিয়া ও চরঈশ্বর ইউনিয়নের বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।
জানা গেছে, ঝড়ে গাছ ভেঙে পড়ায় চরকিং, নলচিরা ও সোনাদিয়া ইউনিয়নের বেড়িবাঁধের পাশে বসবাস করা অনেকের ঘর ভেঙে গেছে। জোয়ারের পানিতে নলচিরা ইউনিয়নের বেড়িবাঁধের বাইরে অনেক গবাদিপশু মরে পানিতে ভাসতে দেখা গেছে। একই সঙ্গে বেড়িবাঁধ না থাকায় নিঝুম দ্বীপ ও চানন্দী ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে এবং কাঁচা ঘরবাড়ি স্রোতে ভেসে গেছে।
এ বিষয়ে সোনাদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদি হাসান বলেন, ‘ইউনিয়নের হোইকবাধা গ্রামের পাশে বেড়িবাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হয়েছে। রাতে হঠাৎ জোয়ারের পানি চলে আসায় স্থানীয়দের অনেকেই ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে চলে গেছেন। জোয়ারের পানিতে ইউনিয়নের পশ্চিম সোনাদিয়া, হোইকবাধা ও চরচেঙ্গা গ্রাম চার থেকে পাঁচ ফুট পানির নিচে তলিয়ে গেছে। এতে ভেসে গেছে পুকুরের মাছ ও আমনখেত।’
নিঝুম দ্বীপ ইউপির চেয়ারম্যান দিনাজ উদ্দিন বলেন, ‘এ এলাকায় কোনো বেড়িবাঁধ নেই। তাই রাতে এখানকার সব কটি ওয়ার্ড জোয়ারের পানিতে প্লাবিত হয়। দিনের চেয়ে রাতে জোয়ার বেশি হওয়ায় এলাকাবাসীকে বিপাকে পড়তে হয়েছে। শুধু তাই নয়, নদীর তীরে বসবাস করা অনেকের ঘরবাড়ি ভেসে গেছে। তবে গতকাল রাতে আশ্রয়কেন্দ্রে থাকা লোকজন আজ মঙ্গলবার সকালে বাড়ি ফিরতে শুরু করেছে। বাড়ি ফিরে রাস্তার ওপর পড়ে যাওয়া গাছপালা কেটে যান চলাচল স্বাভাবিক করছেন তাঁরা।
এ ব্যাপারে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম হোসেন বলেন, ‘বিদ্যুৎ বিভাগকে দ্রুত লাইন মেরামত করে বিদ্যুৎ সরবরাহ চালু করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকার তালিকা প্রস্তুত করার জন্য একটি টিম গঠন করে দেওয়া হয়েছে। তারা বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের সঙ্গে যোগাযোগ করে এলাকার ক্ষতিগ্রস্তদের একটি তালিকা তৈরি করবে। পরে তাদের আর্থিক সহযোগিতা করা হবে।’

রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
৩১ মিনিট আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া স্টেশনে ট্রেনের বগি থেকে মোজাহার আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।
১ ঘণ্টা আগে