
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে পুলিশের গুলিতে শহীদ শাহাদাত হোসেন শাওনের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। সোমবার (২৬ মে) দুপুরে নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের খাজুরিয়া সর্দারপাড়া এলাকার শাওনের পারিবারিক কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলামের উপস্থিতিতে কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়। এ সময় সেনবাগ সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার কামাল উদ্দিন, সেনবাগ থানার পুলিশ পরিদর্শক হযরত আলী মিলন, স্থানীয় কেশারাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হক সুমন, যাত্রাবাড়ী থানার এসআই ইমরান হোসেন, সিআইডির একটি দল উপস্থিত ছিলেন।
শহীদ শাহাদাত হোসেন শাওন উপজেলার কেশারপাড় ইউনিয়নের খাজুরিয়া সর্দারপাড়ার বাছির আলমের ছেলে। চার ভাই, এক বোনের মধ্যে সে ছিল সবার ছোট। সে ঢাকার যাত্রাবাড়ীতে একটি মাদ্রাসার ছাত্র ছিল।
শাওনের বাবা বাছির আলম বলেন, ‘৫ আগস্ট বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীতে মিছিলে অংশগ্রহণ করেছিল আমার ছেলে। এ সময় পুলিশের এলোপাতাড়ি গুলিতে গুরুতর আহত হয় সে। তার মাথায় গুলি লেগেছিল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ময়নাতদন্ত ছাড়াই তাকে দাফন করা হয়।’
তিনি আরও বলেন, ‘আমার ছেলে পুলিশের গুলিতে নিহত হয়েছে, এটা সবাই জানে। ঘটনাটি তদন্ত করলে সঠিক কারণ বেরিয়ে আসবে। আমার ছেলের হত্যায় যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ এ ঘটনায় ২০২৪ সালে বাছির আলম বাদী হয়ে প্রথমে আদালতে, পরে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা করেন। দুটি মামলায় ৮২ জনের নাম উল্লেখ করা হয় বলে জানান তিনি।
দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল ইসলাম বলেন, ‘মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে গুলিবিদ্ধ হয়ে নিহত শাহাদাত হোসেন শাওনের মরদেহ উত্তোলন করা হয়েছে।’

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
১৭ মিনিট আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
২৭ মিনিট আগে
চট্টগ্রাম-৪ আসনটি সীতাকুণ্ড উপজেলা এবং নগরীর কিছু অংশ (আকবর শাহ-পাহাড়তলী আংশিক) নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রার্থী হয়েছেন ৯ জন। প্রার্থীরা নানা ধরনের প্রচারণার মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি আসনে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। দুটি পক্ষই জোর প্রচার চালিয়ে যাচ্ছে। দিচ্ছে নানা প্রতিশ্রুতি। তবে পিরোজপুর ১ ও ২ আসনে জামায়াতের প্রার্থী দুই সহোদর কাজে লাগাতে চান প্রয়াত বাবা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইমেজ।
১ ঘণ্টা আগে