Ajker Patrika

‘সামনে চমকপ্রদ বেশ কিছু ঘটনা ঘটবে, অনেক বিষয় আমি জানি’

ফেনী প্রতিনিধি
আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ১৫: ১৭
‘সামনে চমকপ্রদ বেশ কিছু ঘটনা ঘটবে, অনেক বিষয় আমি জানি’
মজিবুর রহমান মঞ্জু। ছবি: সংগৃহীত

‘সামনে চমকপ্রদ বেশ কিছু ঘটনা ঘটবে। অনেক বিষয় আমি জানি’—ফেসবুকে পোস্ট দিয়ে এমন মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। পোস্টে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ (সদর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানান।

আজ শুক্রবার দুপুরের দিকে তাঁর ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে দেওয়া স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরপাক খাচ্ছে। এ নিয়ে নেটিজেনরা নানা ধরনের মন্তব্য করছেন।

মজিবুর রহমান মঞ্জু লেখেন, ‘অনেকেই জানতে চান আমি নির্বাচন করব কি না। তাদের জ্ঞাতার্থে বলছি, হ‍্যাঁ, ইনশাআল্লাহ আমার পিতৃ ও মাতৃভূমি ফেনী-২ (সদর) আসন থেকে নির্বাচন করব।’

মঞ্জু বলেন, ‘সামনে চমকপ্রদ বেশ কিছু ঘটনা ঘটবে। অনেক বিষয় আমি জানি। কিন্তু সেটির দুটি দিক আছে। একটা হলো সাময়িক কল্যাণ ও দীর্ঘমেয়াদি চ‍্যালেঞ্জ। দ্বিতীয়টিকে বলা যায়, কণ্টকময় পথ পাড়ি দিয়ে সাসটেইনেবল অ্যাচিভমেন্ট অর্জন করা।

‘এসব নিয়ে আমার বন্ধুদের সঙ্গে খোলামেলা আলোচনা করতে চাই। তবে আজ পবিত্র জুমার দিনে শুধু এতটুকুই জানিয়ে রাখলাম, যদি নির্বাচন হয়, তাহলে প্রতিদ্বন্দ্বিতা করব ইনশাআল্লাহ।’

এবি পার্টির চেয়ারম্যান আরও বলেন, ‘আমাদের দল নতুন, বিকাশমান। এখনো আমাদের সাংগঠনিক শক্তি তেমন বিস্তৃত নয়। অর্থনৈতিক ভিত বলে কিছু এখনো তৈরিই হয়নি।

ফেসবুক পোস্ট। ছবি: সংগৃহীত
ফেসবুক পোস্ট। ছবি: সংগৃহীত

‘তাহলে কী হবে? কেউ বলবে—আরে মিয়া, নিশ্চিত আপনি জামানত হারাবেন। কেউ কেউ বলবে, এমপি দূরের কথা, আগে মেম্বার হইতে পারো কি না দেখো। হয়তো অল্পসংখ্যক লোক বলবে, কোনো সমস্যা নাই, সাফল্য রাতারাতি এক দিনে আসে না। আপনি অটল থাকুন, এগিয়ে ‍যান। যেকোনো নতুন কিছু শূন্য থেকেই শুরু করতে হয়।’  

মজিবুর রহমান বলেন, ‘সমালোচনা ও উৎসাহ দুটোই জীবনের গুরুত্বপূর্ণ অংশ। দুটোর সমন্বয় ও ভারসাম্য নিয়ে ধীরে ধীরে অগ্রসর হলে আজকে যে ক্ষুদ্র, কাল সে বৃহৎ পরিসরে ডানা মেলতে পারবে।

‘আমরা যখন নতুন রাজনৈতিক উদ্যোগ গ্রহণ করি, তখন প্রবল বিরোধিতা ও প্রতিকূলতা মোকাবিলা করতে হয়েছিল। খুব অল্পসংখ্যক মানুষ কাঁধে হাত রেখে বলেছিল, পৃথিবীতে বেশির ভাগ উদ‍্যোগই অল্প দিয়ে শুরু হয়েছে, সো ডোন্ট বি আপসেট, গো অ্যাহেড।’  

উল্লেখ্য, ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মজিবুর রহমান মঞ্জুসহ জামায়াতের বেশ কিছু নেতা দল ত্যাগ করে আমার বাংলাদেশ (এবি) পার্টি প্রতিষ্ঠা করেন। ২০২৪ সালের নির্বাচনের আগে দলটি নিবন্ধনের আবেদন করে। কিন্তু শেষ পর্যন্ত নিবন্ধন না পাওয়ায় আদালতের দ্বারস্থ হয়। ওই বছরের ১৯ আগস্ট হাইকোর্টের দেওয়া রায়ের পরিপ্রেক্ষিতে দলটিকে নিবন্ধন দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলপিজির কারসাজিতে অসহায় জনগণ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত