কক্সবাজার প্রতিনিধি
ভ্রমণপিপাসু মানুষের পছন্দের তালিকায় শীর্ষে থাকে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার। কিন্তু ভ্রমণে এসে বা আসার আগে তথ্য না জানার কারণে নানা হয়রানি ও বিড়ম্বনার শিকার হন তাঁরা। এ নিয়ে অভিযোগের শেষ নেই। এবার এসবের মুক্তি মিলবে মোবাইল ফোনের একটি অ্যাপে। কক্সবাজার ভ্রমণের গাইড হিসেবে কাজ করবে অ্যাপটি।
এই অ্যাপে পর্যটকেরা কোথায় থাকবেন, কোথায় যাবেন, সৈকতের বাইরে আর কী কী দেখবেন, এ রকম নানা তথ্য জানতে আর বেগ পেতে হবে না। কক্সবাজার ভ্রমণের সব তথ্য নিয়ে মোবাইল ফোন অ্যাপটি চালু করেছে জেলা প্রশাসন। ভ্রমণিকা ট্রাভেল গাইডটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থেকে গুগল প্লে স্টোরে গিয়ে ইংরেজিতে ভ্রমণিকা (vromonika) লিখলেই পাওয়া যাবে।
আজ সোমবার কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে অ্যাপের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।
জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন এটুআই প্রকল্পের সিইও অতিরিক্ত সচিব মামুনুর রশীদ ভূঁইয়া, পুলিশ সুপার সাইফউদ্দীন শাহীন ও প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান। উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পর্যটন ব্যবসায়ীসহ সংশ্লিষ্টরা।
অ্যাপটিতে কক্সবাজারের দর্শনীয় স্থান, হোটেল–রিসোর্টের ঠিকানা, আবহাওয়ার পূর্বাভাস, ব্যাংক–এটিএম বুথের তথ্য, টিকিট কাউন্টার, ট্যুরিস্ট বাসের তথ্য, কিটকট চেয়ার, লকার সার্ভিসের তথ্য, জরুরি সেবা ও ঘোষণা দেওয়া রয়েছে। এসব প্রতিটির পাশে যোগাযোগের নম্বর ও ঠিকানা দেওয়া রয়েছে। ফলে সহজেই আগে থেকে সব বুক করে পর্যটকেরা কক্সবাজার ভ্রমণ করতে পারবেন।
এ বিষয়ে কক্সবাজার হোটেল-মোটেল গেস্টহাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার বলেন, কক্সবাজারে বিশেষ দিন বা ছুটিতে পর্যটকেরা তথ্য না জেনে এসে নানা ভোগান্তিতে পড়েন। ভ্রমণিকা অ্যাপটি ফলো করলে সব দুশ্চিন্তা কাটিয়ে ভ্রমণে আসতে পারবেন পর্যটকেরা।
জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, কক্সবাজার ভ্রমণে এসে যাতে পর্যটকেরা হয়রানি কিংবা বিড়ম্বনার শিকার না হন, তার জন্য ভ্রমণিকা অ্যাপটি ট্রাভেল গাইড হিসেবে কাজ করবে। এই গাইড ওয়ান স্টপ সার্ভিস হিসেবে পর্যটকদের প্রয়োজনীয় সব তথ্য দিতে তৈরি করা হয়েছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, বহুমুখী প্রযুক্তিনির্ভর ভ্রমণিকা মোবাইল অ্যাপটি কক্সবাজারের পর্যটনশিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ছাড়া অ্যাপটিতে পর্যটনসংশ্লিষ্ট আরও অপশন সংযুক্ত করার কথা জানান তিনি।
ভ্রমণপিপাসু মানুষের পছন্দের তালিকায় শীর্ষে থাকে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার। কিন্তু ভ্রমণে এসে বা আসার আগে তথ্য না জানার কারণে নানা হয়রানি ও বিড়ম্বনার শিকার হন তাঁরা। এ নিয়ে অভিযোগের শেষ নেই। এবার এসবের মুক্তি মিলবে মোবাইল ফোনের একটি অ্যাপে। কক্সবাজার ভ্রমণের গাইড হিসেবে কাজ করবে অ্যাপটি।
এই অ্যাপে পর্যটকেরা কোথায় থাকবেন, কোথায় যাবেন, সৈকতের বাইরে আর কী কী দেখবেন, এ রকম নানা তথ্য জানতে আর বেগ পেতে হবে না। কক্সবাজার ভ্রমণের সব তথ্য নিয়ে মোবাইল ফোন অ্যাপটি চালু করেছে জেলা প্রশাসন। ভ্রমণিকা ট্রাভেল গাইডটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থেকে গুগল প্লে স্টোরে গিয়ে ইংরেজিতে ভ্রমণিকা (vromonika) লিখলেই পাওয়া যাবে।
আজ সোমবার কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে অ্যাপের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।
জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন এটুআই প্রকল্পের সিইও অতিরিক্ত সচিব মামুনুর রশীদ ভূঁইয়া, পুলিশ সুপার সাইফউদ্দীন শাহীন ও প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান। উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পর্যটন ব্যবসায়ীসহ সংশ্লিষ্টরা।
অ্যাপটিতে কক্সবাজারের দর্শনীয় স্থান, হোটেল–রিসোর্টের ঠিকানা, আবহাওয়ার পূর্বাভাস, ব্যাংক–এটিএম বুথের তথ্য, টিকিট কাউন্টার, ট্যুরিস্ট বাসের তথ্য, কিটকট চেয়ার, লকার সার্ভিসের তথ্য, জরুরি সেবা ও ঘোষণা দেওয়া রয়েছে। এসব প্রতিটির পাশে যোগাযোগের নম্বর ও ঠিকানা দেওয়া রয়েছে। ফলে সহজেই আগে থেকে সব বুক করে পর্যটকেরা কক্সবাজার ভ্রমণ করতে পারবেন।
এ বিষয়ে কক্সবাজার হোটেল-মোটেল গেস্টহাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার বলেন, কক্সবাজারে বিশেষ দিন বা ছুটিতে পর্যটকেরা তথ্য না জেনে এসে নানা ভোগান্তিতে পড়েন। ভ্রমণিকা অ্যাপটি ফলো করলে সব দুশ্চিন্তা কাটিয়ে ভ্রমণে আসতে পারবেন পর্যটকেরা।
জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, কক্সবাজার ভ্রমণে এসে যাতে পর্যটকেরা হয়রানি কিংবা বিড়ম্বনার শিকার না হন, তার জন্য ভ্রমণিকা অ্যাপটি ট্রাভেল গাইড হিসেবে কাজ করবে। এই গাইড ওয়ান স্টপ সার্ভিস হিসেবে পর্যটকদের প্রয়োজনীয় সব তথ্য দিতে তৈরি করা হয়েছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, বহুমুখী প্রযুক্তিনির্ভর ভ্রমণিকা মোবাইল অ্যাপটি কক্সবাজারের পর্যটনশিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ছাড়া অ্যাপটিতে পর্যটনসংশ্লিষ্ট আরও অপশন সংযুক্ত করার কথা জানান তিনি।
মাদারীপুরের সদর উপজেলায় পরিবারের সবাইকে অচেতন করে ঘর থেকে স্বর্ণালংকার ও টাকা লুট করে পালানোর সময় দুজনকে ধরে পিটুনি দিয়েছে গ্রামবাসী। পুলিশ তাঁদের আটক করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার ছিলারচর ইউনিয়নের পশ্চিম রঘুরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের সবাইকে
১ মিনিট আগেঢাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের ছাত্র আয়াজ হক হত্যা মামলায় দুই আসামির সাজা কমিয়েছেন হাইকোর্ট। এর মধ্যে ইনজামামুন ইসলাম ওরফে জিসানকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড থেকে ১২ বছর এবং তৌহিদুল ইসলামকে যাবজ্জীবন থেকে ১০ বছর করা হয়েছে।
৮ মিনিট আগেরংপুর মহানগর পুলিশের সদ্য প্রত্যাহার হওয়া উপকমিশনার মোহাম্মদ শিবলী কায়সারের বিরুদ্ধে ঘুষ-বাণিজ্যের অভিযোগ করা ব্যবসায়ী লিপি খান ভরসাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর গুলশান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১১ মিনিট আগেহবিগঞ্জের চুনারুঘাটে পাগলকে পেটানোর ঘটনায় দায়ের করা মামলায় চার আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেছেন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট। আজ রোববার মামলাটি দায়ের করেন দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি নুরুল আমিন। মামলাটি আমলে নিয়ে ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম মামলার আসামি মোতাল্লিব মিয়া, তাঁর পুত্র বকুল, মকুল ও সেকুল
১৪ মিনিট আগে