ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সদ্য সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাশেম খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার ভোর ৫টা ১০ মিনিটে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর মেয়ে জিমাম আসফিয়া হাশেম।
জিমাম আসফিয়া জানান, তাঁরা বাবা আবুল হাশেম খান বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর আগে গত বছরের সেপ্টেম্বরে ঢাকার একটি হাসপাতালে তাঁর ওপেন হার্ট সার্জারি হয়। এরপর থেকে তিনি দেশে ও দেশের বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সর্বশেষ সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার ভোর ৫টা ১০ মিনিটে মারা যান।
জিমাম আসফিয়া হাশেম জানান, আবুল হাশেম খানের জানাজা ও দাফনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি পরিবারের পক্ষ থেকে পরবর্তীতে জানানো হবে।
আবুল হাশেম খান মৃত্যুকালে স্ত্রী ও চার মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু ২০২১ সালে মারা যাওয়ার পর কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাশেম খান নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে এ আসনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করলেও পরাজিত হন। আবুল হাশেম খান কুমিল্লার বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। এ ছাড়া তিনি কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ছিলেন।

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সদ্য সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাশেম খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার ভোর ৫টা ১০ মিনিটে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর মেয়ে জিমাম আসফিয়া হাশেম।
জিমাম আসফিয়া জানান, তাঁরা বাবা আবুল হাশেম খান বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর আগে গত বছরের সেপ্টেম্বরে ঢাকার একটি হাসপাতালে তাঁর ওপেন হার্ট সার্জারি হয়। এরপর থেকে তিনি দেশে ও দেশের বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সর্বশেষ সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার ভোর ৫টা ১০ মিনিটে মারা যান।
জিমাম আসফিয়া হাশেম জানান, আবুল হাশেম খানের জানাজা ও দাফনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি পরিবারের পক্ষ থেকে পরবর্তীতে জানানো হবে।
আবুল হাশেম খান মৃত্যুকালে স্ত্রী ও চার মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু ২০২১ সালে মারা যাওয়ার পর কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাশেম খান নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে এ আসনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করলেও পরাজিত হন। আবুল হাশেম খান কুমিল্লার বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। এ ছাড়া তিনি কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ছিলেন।

যশোরে গানে গানে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতা, হত্যা, ধর্ষণ ও লুটপাটের প্রতিবাদ জানানো হয়েছে। আজ সোমবার (১২ জানুয়ারি) দুপুরে নাগরিক সমাজের ব্যানারে যশোর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রতিবাদী গান পরিবেশন করা হয়। এ সময় বক্তারা সহিংসতার প্রতিবাদ ও জড়িত ব্যক্তিদের বিচারের
৩১ মিনিট আগে
মানিকগঞ্জে মোছাম্মৎ নুরজাহান (৬০) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোরে শহরের পৌলি এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পুলিশ বলছে, মৃতের গলায় ওড়না প্যাঁচানো ছিল এবং মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম সায়েদ আহমেদ বিল্লাল (৩০)। সায়েদ আহমেদ বিল্লাল গফরগাঁওয়ের বারবাড়িয়া ইউনিয়নের পাকাটি বাজার এলাকার মো. রুহুল আমিনের ছেলে। জীবিকার তাগিদে চার বছর আগে তিনি সৌদি আরবে পাড়ি জমান। চলতি মাসে তাঁর দেশের ফেরার কথা ছিল।
১ ঘণ্টা আগে
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডে গ্রেপ্তার শুটার জিন্নাত আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের খাসকামরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জিন্নাত।
১ ঘণ্টা আগে