বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর নবনির্মিত নাটক ‘বন্দী নম্বর-৭৩’ ফেনীতে মঞ্চায়িত হয়েছে। ফেনী জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে গতকাল শনিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির হলরুমে নাটকটি মঞ্চায়িত হয়। ফেনী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম জাকারিয়া নাটকটি মঞ্চায়নের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত জাতির পিতার জীবনীর ওপর ৬৪ জেলায় ৬৪টি মঞ্চনাটক নির্মিত হয়। তারই অংশ হিসেবে ফেনী জেলা শিল্পকলা একাডেমির প্রযোজনায় বঙ্গবন্ধুর জেলজীবন ও প্রেক্ষাপট নিয়ে নির্মিত নাটক ‘বন্দী নম্বর-৭৩’।
নাটক পরিবেশন করেছেন রেপার্টরি নাট্যদল ফেনীর ২৩ জন নাট্যকর্মী। নাটকটির রচয়িতা সুফি সুফিয়ান, নির্দেশনায় ছিলেন নাসির উদ্দিন সাইমুম। জেলা প্রশাসক ও নাটকের প্রধান উপদেষ্টা মো. আবু সেলিম মাহমুদ-উল হাসান। সমন্বয়কারী ছিলেন জেলা সাংস্কৃতিক কর্মকর্তা এস এম টি কামরান হাসান।
নির্দেশক নাসির উদ্দিন সাইমুম বলেন, ``আমরা নাটকটি শিল্পসম্মত করার জন্য চেষ্টা করেছি। নাটক 'বন্দী নম্বর-৭৩'-এর মধ্য দিয়ে বঙ্গবন্ধু আমাদের হৃদয়ের মধ্যে গভীরভাবে রেখাপাত করেছেন। তিনি আমাদের মনের মধ্যে, হৃদয়ের মধ্যে জাগরুক হয়ে থাকবেন।"
এ সময় অতিথি হিসেবে উপস্থিত থেকে নাটক উপভোগ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাকসুদুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সমর দেবনাথ, কবি ও সংগঠক ইকবাল চৌধুরী, প্রবীণ সংগীত শিল্পী শান্তি চৌধুরী, প্রবীণ নাট্যশিল্পী নারায়ণ নাগ, গণমাধ্যমকর্মী বখতেয়ার মুন্না, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সমরজিৎ দাশ টুটুল, বাপ্পী পোদ্দার, হুমায়ুন মজুমদার, কবি উত্তম দেবনাথ, রাজীব সরোয়ার, স্থানীয় নাট্যকর্মী, সাংস্কৃতিককর্মী, সংগঠকসহ শতাধিক দর্শক।

শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৪০) নিহতের ঘটনার ৩ দিন পর থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে নিহত রেজাউল করিমের স্ত্রী মোছা. মার্জিয়া (৩৪) বাদী হয়ে ঝিনাইগাতী থানায় এ হত্যা মামলা করেন।
১ ঘণ্টা আগে
বরগুনা-২ আসনে নির্বাচনী প্রচারকালে ইসলামী আন্দোলনের নেতা মাওলানা নাসির উদ্দিন ও তাঁর মায়ের ওপর জামায়াত কর্মীদের হামলার প্রতিবাদে বেতাগীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২ ঘণ্টা আগে
প্রায় আড়াই মাস ভারতের কারাগারে বন্দী থাকার পর অবশেষে দেশে ফিরেছেন ১২৮ জন মৎস্যজীবী। দুই দেশের মধ্যকার সমঝোতা ও বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার তাঁদের দেশে পাঠানো হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের এক নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় এলাকাসংলগ্ন মেহেরচণ্ডীর একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন
৪ ঘণ্টা আগে