সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাসের ধাক্কায় একটি পিকআপ ভ্যান উল্টে গেছে। এতে ভ্যানের ওপরে থাকা এক শিশু নিহত এবং তার মা-বাবাসহ সাতজন আহত হয়েছেন। তাঁরা বাসা বদল করে মালপত্র নিয়ে ঢাকা থেকে চট্টগ্রামে যাচ্ছিলেন।
আজ শনিবার সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়ীয়া চৌধুরী মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম জাকিয়া ইসলাম (৫)। আহত হয়েছেন তার বাবা জামাল উদ্দিন, মা লাইজু বেগম, ভাই মো. ফয়সাল, নানি সেলিনা বেগম, খালা রিমা আক্তার, খালাতো বোন সুমাইয়া আক্তার ও গাড়িচালক মো. রায়হান।
জামাল ভোলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ঢাকার আশুলিয়ায় বসবাস করছিলেন। সম্প্রতি চট্টগ্রামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি হওয়ার সুবাদে তিনি পিকআপ ভ্যানে করে মালপত্র নিয়ে সেখানে যাচ্ছিলেন।
ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বাঁশবাড়ীয়া এলাকা অতিক্রমকালে পিকআপটিকে পাশ কাটানোর চেষ্টা করে একটি বাস। এতে বাসটির পেছনের অংশের সঙ্গে ধাক্কা লাগে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই শিশু জাকিয়া নিহত হয়। পরে কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
আহত জামাল বলেন, ‘ঢাকায় চাকরি হারিয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতরভাবে দিন যাপন করছিলাম। দীর্ঘ চেষ্টার পর চট্টগ্রামে চাকরি হলে আশায় বুক বাঁধি। স্ত্রী-সন্তানসহ নিকটাত্মীয়দের নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হই। কিন্তু মুহূর্তের দুর্ঘটনায় সবকিছু ধূলিসাৎ হয়ে গেছে। আমার কাছ থেকে হারিয়ে গেছে কলিজার টুকরা মেয়েটি।’

এ বিষয়ে বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন জানান, দুর্ঘটনাকবলিত পিকআপটি সরিয়ে থানায় এনে রাখা হয়েছে। আহতেরা চমেক হাসপাতালে চিকিৎসাধীন। শিশুটির মরদেহ রয়েছে চমেক হাসপাতাল মর্গে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাসের ধাক্কায় একটি পিকআপ ভ্যান উল্টে গেছে। এতে ভ্যানের ওপরে থাকা এক শিশু নিহত এবং তার মা-বাবাসহ সাতজন আহত হয়েছেন। তাঁরা বাসা বদল করে মালপত্র নিয়ে ঢাকা থেকে চট্টগ্রামে যাচ্ছিলেন।
আজ শনিবার সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়ীয়া চৌধুরী মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম জাকিয়া ইসলাম (৫)। আহত হয়েছেন তার বাবা জামাল উদ্দিন, মা লাইজু বেগম, ভাই মো. ফয়সাল, নানি সেলিনা বেগম, খালা রিমা আক্তার, খালাতো বোন সুমাইয়া আক্তার ও গাড়িচালক মো. রায়হান।
জামাল ভোলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ঢাকার আশুলিয়ায় বসবাস করছিলেন। সম্প্রতি চট্টগ্রামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি হওয়ার সুবাদে তিনি পিকআপ ভ্যানে করে মালপত্র নিয়ে সেখানে যাচ্ছিলেন।
ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বাঁশবাড়ীয়া এলাকা অতিক্রমকালে পিকআপটিকে পাশ কাটানোর চেষ্টা করে একটি বাস। এতে বাসটির পেছনের অংশের সঙ্গে ধাক্কা লাগে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই শিশু জাকিয়া নিহত হয়। পরে কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
আহত জামাল বলেন, ‘ঢাকায় চাকরি হারিয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতরভাবে দিন যাপন করছিলাম। দীর্ঘ চেষ্টার পর চট্টগ্রামে চাকরি হলে আশায় বুক বাঁধি। স্ত্রী-সন্তানসহ নিকটাত্মীয়দের নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হই। কিন্তু মুহূর্তের দুর্ঘটনায় সবকিছু ধূলিসাৎ হয়ে গেছে। আমার কাছ থেকে হারিয়ে গেছে কলিজার টুকরা মেয়েটি।’

এ বিষয়ে বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন জানান, দুর্ঘটনাকবলিত পিকআপটি সরিয়ে থানায় এনে রাখা হয়েছে। আহতেরা চমেক হাসপাতালে চিকিৎসাধীন। শিশুটির মরদেহ রয়েছে চমেক হাসপাতাল মর্গে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষ অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ২৫ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। বুধবার (১৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
১৪ মিনিট আগে
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অতিরিক্ত পরিচালক (জনসংযোগ, তথ্য ও প্রকাশনা) জাহাঙ্গীর কবির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটের দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
৩৬ মিনিট আগে
বগুড়ায় পুলিশ ও সাংবাদিক পরিচয়ে এক প্রকৌশলীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের কাছে ধরা পড়েছেন যুবদলের তিন নেতা-কর্মী। পরে ডিবি পুলিশ মুক্তিপণ হিসেবে আদায় করা টাকার মধ্যে ১ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার করেছে। অপহৃত প্রকৌশলীর নাম জাহাঙ্গীর আলম বিপ্লব (৫৫)।
৪৪ মিনিট আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে দায়িত্ব পালন করতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করা চারুকলা বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস মৌমিতার স্মরণে তাঁর নামে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১ ঘণ্টা আগে