ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় অপহরণের চার দিনের মাথায় ফজলুল করিম (২০) নামের এক মাদ্রাসাছাত্রকে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারী তৌসিফ মাহবুব ওরফে হৃদয়কে (২৬) গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার (২৬ জুন) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার চিটাগাং রোডের শিমরাইল এলাকা থেকে ফজলুল করিমকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, মাদ্রাসাছাত্রের বাবার কাছে দুই কোটি টাকা মুক্তিপণ চেয়েছিলেন অপহরণকারী।
র্যাবের সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেনের নেতৃত্বে পুলিশ মাদ্রাসাছাত্রকে উদ্ধার করে। আজ শুক্রবার (২৭ জুন) ভোররাতে মাদ্রাসাছাত্রসহ ওই অপহরণকারীকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় আনা হয়।
উদ্ধার হওয়া ফজলুল করিম জেলার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মোহল্লা গ্রামের এম এ কাইয়ুম মিয়ার ছেলে। অপহরণকারী তৌসিফ মাহবুব ওরফে হৃদয় নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মো. মিজানের ছেলে। গ্রেপ্তারের পর তাঁকে ব্রাহ্মণবাড়িয়ার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, গত রবিবার (২২ জুন) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর সিরাজিয়া দারুল উলুম মাদ্রাসার সামনে থেকে ফজলুল করিম অপহৃত হয়। পরে ফজলুল করিমের বাবা এম এ কাইয়ুম মিয়ার মোবাইল নম্বরের ইমো আইডিতে ফোন দিয়ে দুই কোটি টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারী তৌসিফ মাহবুব ওরফে হৃদয়। টাকা না দিলে ফজলুল করিমকে হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় কাইয়ুম মিয়া বাদী হয়ে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি এবং পরে গত বুধবার সদর মডেল থানায় একটি অপহরণ মামলা করেন।
এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, ‘বাবার অসুখের কথা বলে ফজলুল করিমকে কৌশলে অপহরণ করে নিয়ে যায় তৌসিফ মাহবুব ওরফে হৃদয়। তথ্যপ্রযুক্তির মাধ্যমে আমরা তার অবস্থান শনাক্ত করে ভুক্তভোগীকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।’

ব্রাহ্মণবাড়িয়ায় অপহরণের চার দিনের মাথায় ফজলুল করিম (২০) নামের এক মাদ্রাসাছাত্রকে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারী তৌসিফ মাহবুব ওরফে হৃদয়কে (২৬) গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার (২৬ জুন) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার চিটাগাং রোডের শিমরাইল এলাকা থেকে ফজলুল করিমকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, মাদ্রাসাছাত্রের বাবার কাছে দুই কোটি টাকা মুক্তিপণ চেয়েছিলেন অপহরণকারী।
র্যাবের সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেনের নেতৃত্বে পুলিশ মাদ্রাসাছাত্রকে উদ্ধার করে। আজ শুক্রবার (২৭ জুন) ভোররাতে মাদ্রাসাছাত্রসহ ওই অপহরণকারীকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় আনা হয়।
উদ্ধার হওয়া ফজলুল করিম জেলার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মোহল্লা গ্রামের এম এ কাইয়ুম মিয়ার ছেলে। অপহরণকারী তৌসিফ মাহবুব ওরফে হৃদয় নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মো. মিজানের ছেলে। গ্রেপ্তারের পর তাঁকে ব্রাহ্মণবাড়িয়ার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, গত রবিবার (২২ জুন) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর সিরাজিয়া দারুল উলুম মাদ্রাসার সামনে থেকে ফজলুল করিম অপহৃত হয়। পরে ফজলুল করিমের বাবা এম এ কাইয়ুম মিয়ার মোবাইল নম্বরের ইমো আইডিতে ফোন দিয়ে দুই কোটি টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারী তৌসিফ মাহবুব ওরফে হৃদয়। টাকা না দিলে ফজলুল করিমকে হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় কাইয়ুম মিয়া বাদী হয়ে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি এবং পরে গত বুধবার সদর মডেল থানায় একটি অপহরণ মামলা করেন।
এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, ‘বাবার অসুখের কথা বলে ফজলুল করিমকে কৌশলে অপহরণ করে নিয়ে যায় তৌসিফ মাহবুব ওরফে হৃদয়। তথ্যপ্রযুক্তির মাধ্যমে আমরা তার অবস্থান শনাক্ত করে ভুক্তভোগীকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।’

যশোরে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুজন নিহত হয়েছেন। নিহতদের একজন রফিকুল ইসলাম (৪৫)। তিনি যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি গ্রামের তবজেল মল্লিকের ছেলে; অন্যজন আব্দুল আলিম পলাশ (৩৫)। তিনি একই গ্রামের হজরত আলীর ছেলে। পেশায় তিনি একজন মুদিদোকানদার।
১৩ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ১১টি বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে তাঁরা এ ঘোষণা দেন।
৩২ মিনিট আগে
খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা পরিচয়ে ২০ লাখ চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার পুলিশ তাঁদের আদালতে হাজির করলে শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।
১ ঘণ্টা আগে
ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মইনুল হক বলেন, সন্ধ্যায় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন। তবে কতজন আহত হয়েছেন, তা প্রাথমিকভাবে জানা যায়নি। পুলিশ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
১ ঘণ্টা আগে