নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ‘তীর’ ব্রান্ডের সয়াবিন তেল ভিটামিন এ সমৃদ্ধ না করে বাজারজাত করার অভিযোগে সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ বৃহস্পতিবার চট্টগ্রামের ৪র্থ মহানগর হাকিম কাজী শরীফুল ইসলামের আদালত এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
বিএসটিআইয়ের আইনজীবী অ্যাডভোকেট আশরাফ খন্দকার আজকের পত্রিকাকে বলেন, ২০১৯ সালের ২০ অক্টোবর চট্টগ্রাম আদালতে ভিওটিটি ওয়েল রিফাইনারীজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিটি গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে বিএসটিআই আইনে একটি মামলা হয়। বিএসটিআই পরিদর্শক রাজীব দাশ গুপ্ত বাদী হয়ে এই মামলা করেন। ওই মামলায় মহানগর হাকিমের আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এর আগে চট্টগ্রামের উত্তর পতেঙ্গায় অবস্থিত এই রিফাইনারিতে বিএসটিআই’র একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে সংগ্রহকৃত ফর্টিফাইড সয়াবিন তেল ও ফর্টিফাইড পাম অলিন নমুনা পরীক্ষা করা হয়।
আশরাফ খন্দকার বলেন, নমুনা পরীক্ষায় ‘তীর’ ব্রান্ডের সয়াবিন তেলে মাত্র ৩ দশমিক ১৬ মিলিগ্রাম ভিটামিন ‘এ’ এর উপস্থিতি পাওয়া যায়। যেখানে বিএসটিআই’র স্ট্যান্ডার্ড মান রয়েছে ১৫ / ৩০ মিলিগ্রাম। ভিটামিন ‘এ’ সমৃদ্ধ না করে ওনারা দীর্ঘদিন ধরে এসব তেল বাজারজাত করে আসছিলেন। এটা ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ আইনে একটি শাস্তিযোগ্য অপরাধ।
এসব নিম্নমানের তেল খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে জানান তিনি।

চট্টগ্রামে ‘তীর’ ব্রান্ডের সয়াবিন তেল ভিটামিন এ সমৃদ্ধ না করে বাজারজাত করার অভিযোগে সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ বৃহস্পতিবার চট্টগ্রামের ৪র্থ মহানগর হাকিম কাজী শরীফুল ইসলামের আদালত এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
বিএসটিআইয়ের আইনজীবী অ্যাডভোকেট আশরাফ খন্দকার আজকের পত্রিকাকে বলেন, ২০১৯ সালের ২০ অক্টোবর চট্টগ্রাম আদালতে ভিওটিটি ওয়েল রিফাইনারীজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিটি গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে বিএসটিআই আইনে একটি মামলা হয়। বিএসটিআই পরিদর্শক রাজীব দাশ গুপ্ত বাদী হয়ে এই মামলা করেন। ওই মামলায় মহানগর হাকিমের আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এর আগে চট্টগ্রামের উত্তর পতেঙ্গায় অবস্থিত এই রিফাইনারিতে বিএসটিআই’র একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে সংগ্রহকৃত ফর্টিফাইড সয়াবিন তেল ও ফর্টিফাইড পাম অলিন নমুনা পরীক্ষা করা হয়।
আশরাফ খন্দকার বলেন, নমুনা পরীক্ষায় ‘তীর’ ব্রান্ডের সয়াবিন তেলে মাত্র ৩ দশমিক ১৬ মিলিগ্রাম ভিটামিন ‘এ’ এর উপস্থিতি পাওয়া যায়। যেখানে বিএসটিআই’র স্ট্যান্ডার্ড মান রয়েছে ১৫ / ৩০ মিলিগ্রাম। ভিটামিন ‘এ’ সমৃদ্ধ না করে ওনারা দীর্ঘদিন ধরে এসব তেল বাজারজাত করে আসছিলেন। এটা ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ আইনে একটি শাস্তিযোগ্য অপরাধ।
এসব নিম্নমানের তেল খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে জানান তিনি।

বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীমকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
১ মিনিট আগে
১৯ বছর পর নিজ জেলা বগুড়ায় আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই সফরকে ঘিরে জেলার নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। লন্ডন থেকে দেশে ফেরার পর ঢাকার বাইরে এটিই তাঁর প্রথম সফর।
৫ মিনিট আগে
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুনীল কুমার বড়ুয়ার বিরুদ্ধে দুর্নীতি ও ভর্তি-বাণিজ্যের অভিযোগ তুলে আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন দিদারুল আলম নামের এক অভিভাবক।
১০ মিনিট আগে
বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীমকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ড আবেদন শুনানির সময় আদালত আসামির কাছে একাধিক এনআইডি কার্ড রাখার কারণ জানতে চান। এ সময় হামীম আদালতকে বলেন, ‘একটি আমার আসল এনআইডি কার্ড আর অন্য দুটি গার্লফ্রেন্ড নিয়ে হোটেলে
১৩ মিনিট আগে