রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাউজানে বাসের ধাক্কায় মো. সাব্বির উদ্দিন (১৭) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় ৩ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে রাউজান সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত সড়কে বাস আটকে রাখে। তবে অন্যান্য পরিবহন স্বাভাবিকভাবে চলাচল করতে দেয়।
নিহত সাব্বির উদ্দিন রাউজান সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। সে উপজেলার মোহাম্মদপুর গ্রামের মো. নাজিম উদ্দিনের ছেলে।
ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, আমাদের একজন সহপাঠী আজ দুর্ঘটনায় মারা গেছে। সড়ক পার হতে গেলে এক বাসচালক তাকে ধাক্কা দেয়। মাথায় আঘাত লেগে তার মৃত্যু হয়। আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি বাস চালাককে গ্রেপ্তার করা না হয় আমরা আন্দোলনে যাব।
শিক্ষার্থীরা আরও বলেন, আমাদের স্কুলের সামনে কোনো জেব্রা ক্রসিং নেই। দ্রুত সময়ে একটি জেব্রা ক্রসিংয়ের ব্যবস্থা যাতে করা হয়। একই সঙ্গে তারা একটি ফুটওভার ব্রিজের দাবি জানান।
কলেজের কর্মচারী সুমন চক্রবর্তী বলেন, আমরা তৎক্ষণাৎ সাব্বিরকে প্রথমে গহিরা জে. কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাই। পরে অবস্থার অবনতি দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়।
রাউজান হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এস আই) সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। বাসটি জব্দ করা হলেও চালক পালিয়েছে। আমরা চালককে গ্রেপ্তারের চেষ্টা করছি। বাংলাদেশ সেনাবাহিনীর উপস্থিতিতে শিক্ষার্থীদের সঙ্গে সমঝোতা করা হয়েছে। তারা আগামী ২৪ ঘণ্টার ভেতর ব্যবস্থা গ্রহণের দাবি দিয়ে অবরোধ তুলে নেয়।

চট্টগ্রামের রাউজানে বাসের ধাক্কায় মো. সাব্বির উদ্দিন (১৭) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় ৩ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে রাউজান সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত সড়কে বাস আটকে রাখে। তবে অন্যান্য পরিবহন স্বাভাবিকভাবে চলাচল করতে দেয়।
নিহত সাব্বির উদ্দিন রাউজান সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। সে উপজেলার মোহাম্মদপুর গ্রামের মো. নাজিম উদ্দিনের ছেলে।
ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, আমাদের একজন সহপাঠী আজ দুর্ঘটনায় মারা গেছে। সড়ক পার হতে গেলে এক বাসচালক তাকে ধাক্কা দেয়। মাথায় আঘাত লেগে তার মৃত্যু হয়। আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি বাস চালাককে গ্রেপ্তার করা না হয় আমরা আন্দোলনে যাব।
শিক্ষার্থীরা আরও বলেন, আমাদের স্কুলের সামনে কোনো জেব্রা ক্রসিং নেই। দ্রুত সময়ে একটি জেব্রা ক্রসিংয়ের ব্যবস্থা যাতে করা হয়। একই সঙ্গে তারা একটি ফুটওভার ব্রিজের দাবি জানান।
কলেজের কর্মচারী সুমন চক্রবর্তী বলেন, আমরা তৎক্ষণাৎ সাব্বিরকে প্রথমে গহিরা জে. কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাই। পরে অবস্থার অবনতি দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়।
রাউজান হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এস আই) সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। বাসটি জব্দ করা হলেও চালক পালিয়েছে। আমরা চালককে গ্রেপ্তারের চেষ্টা করছি। বাংলাদেশ সেনাবাহিনীর উপস্থিতিতে শিক্ষার্থীদের সঙ্গে সমঝোতা করা হয়েছে। তারা আগামী ২৪ ঘণ্টার ভেতর ব্যবস্থা গ্রহণের দাবি দিয়ে অবরোধ তুলে নেয়।

রাজধানীতে চলমান অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত মোট ৪৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যাত্রাবাড়ী, শেরেবাংলা নগর, খিলক্ষেত, বনানী ও মিরপুর থানা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৬ মিনিট আগে
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি শিশু নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। আজ রোববার সকালে কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক সহকারী প্রক্টর হাসান মুহাম্মদ রোমান শুভ ৯ ঘণ্টা প্রক্টর অফিসে অবরুদ্ধ থাকার পর প্রশাসনের সহযোগিতায় মুক্ত হয়েছেন। গতকাল শনিবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির একটি গাড়িতে করে তাঁকে নিজ বাসায় পৌঁছে দেওয়া হয়।
৩৪ মিনিট আগে
ঝালকাঠির নলছিটিতে বিদ্যুতায়িত হয়ে নাজমুল ইসলাম (২০) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে উপজেলার বৈচন্ডী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে