নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টেকনাফে নাফ নদী দিয়ে মাছ ধরার ছদ্মবেশে ইয়াবা পাচারের সময় দুই মিয়ানমার নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পাচারকারীদের কাছ থেকে জব্দ করা হয় ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট।
মঙ্গলবার (১৮ জুন) সকালে নাজিরপাড়া বিওপি এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমানের নির্দেশনায় নদী ও তীরবর্তী বিভিন্ন কৌশলগত পয়েন্টে অতিরিক্ত টহল বসানো হয়। বেলা আনুমানিক ১১টার দিকে একটি নৌকাকে সন্দেহজনক মনে হলে বিজিবির নৌ-টহল দল তাদের পিছু নেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালানোর চেষ্টা করলেও বাংলাদেশের জলসীমার প্রায় ১০০ গজ ভেতরে গিয়ে নৌকাটি আটক করা হয়।
তল্লাশির একপর্যায়ে নৌকার পাটাতনের নিচে বিশেষভাবে মোড়ানো অবস্থায় একটি জালের ভেতর থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ ইয়াবা। একই সময় মিয়ানমারের মংডু জেলার ডেইলপাড়া এলাকার দুই বাসিন্দা মো. জুবায়ের (২০) ও নুরুল আমিন (২২) নামের দুই যুবককে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে, তারা মিয়ানমার থেকে ইয়াবার চালান এনে নদীতে মাছ ধরার ভান করে অপেক্ষমাণ বাংলাদেশি পাচারকারীদের কাছে হস্তান্তরের পরিকল্পনা করেছিল।
বিজিবি আরও জানিয়েছে, এ ঘটনায় জড়িত বাংলাদেশি সহযোগীদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে।
বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

টেকনাফে নাফ নদী দিয়ে মাছ ধরার ছদ্মবেশে ইয়াবা পাচারের সময় দুই মিয়ানমার নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পাচারকারীদের কাছ থেকে জব্দ করা হয় ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট।
মঙ্গলবার (১৮ জুন) সকালে নাজিরপাড়া বিওপি এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমানের নির্দেশনায় নদী ও তীরবর্তী বিভিন্ন কৌশলগত পয়েন্টে অতিরিক্ত টহল বসানো হয়। বেলা আনুমানিক ১১টার দিকে একটি নৌকাকে সন্দেহজনক মনে হলে বিজিবির নৌ-টহল দল তাদের পিছু নেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালানোর চেষ্টা করলেও বাংলাদেশের জলসীমার প্রায় ১০০ গজ ভেতরে গিয়ে নৌকাটি আটক করা হয়।
তল্লাশির একপর্যায়ে নৌকার পাটাতনের নিচে বিশেষভাবে মোড়ানো অবস্থায় একটি জালের ভেতর থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ ইয়াবা। একই সময় মিয়ানমারের মংডু জেলার ডেইলপাড়া এলাকার দুই বাসিন্দা মো. জুবায়ের (২০) ও নুরুল আমিন (২২) নামের দুই যুবককে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে, তারা মিয়ানমার থেকে ইয়াবার চালান এনে নদীতে মাছ ধরার ভান করে অপেক্ষমাণ বাংলাদেশি পাচারকারীদের কাছে হস্তান্তরের পরিকল্পনা করেছিল।
বিজিবি আরও জানিয়েছে, এ ঘটনায় জড়িত বাংলাদেশি সহযোগীদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে।
বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শাকসু নির্বাচন কমিশনের মুখপাত্র অধ্যাপক ড. নজরুল ইসলাম বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে চেম্বার জজ আদালতে আপিল করা হয়েছে। আমরা শুনানির জন্য অপেক্ষায় আছি। চেম্বার জজ আদালত নির্বাচন আয়োজনের পক্ষে বা বিপক্ষে রায় দিলে, তখন একটা ফাইনাল জায়গায় আমরা যেতে পারি।
১১ মিনিট আগে
নতুন ভোটারদের উদ্দেশে তিনি বলেন, নতুন ভোটাররা প্রথমবার সংসদ সদস্য নির্বাচনের পাশাপাশি রাষ্ট্রের চরিত্র বদলে দেওয়ার সুযোগ পেয়েছেন। তাই দল-মতনির্বিশেষে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
৩৫ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, একটি গুলিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মনাইরকান্দি গ্রামের বাবুল মিয়ার ছেলে হাবিবুর রহমান শাকিল (৩৭)...
৩৮ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় আহমদুল কবির অপু (৪০) নামের জেল থেকে পলাতক এক আসামিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে রায়পুরা থানা-পুলিশ। নিহত অপু পাহাড় মরজাল গ্রামের হাবিবুর রহমানের ছেলে। অপু চব্বিশের গণ-অভ্যুত্থানের পর থেকে পলাতক ছিলেন।
৪০ মিনিট আগে