নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জাতীয় পার্টির নেতা মাহমুদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা মামলায় চার্জ গঠনের জন্য ১৬ মার্চ নির্ধারণ করেছে আদালত। আজ রোববার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফরিদা ইয়াসমিনের আদালত নতুন তারিখ ধার্য করে এ আদেশ দেন।
চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের পিপি ও রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল আজকের পত্রিকাকে বলেন, ‘২০১৮ সালে বাঁশখালীতে দায়ের হওয়া মামলাটির আজ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে চার্জ গঠনের দিন ধার্য ছিল। এ সময় আদালতে শুনানি শেষে নতুন এ আদেশ দেন।’
শেখ ইফতেখার সাইমুল আরও বলেন, ‘এর আগে ২০১৯ সালে ১৭ অক্টোবর একই আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছিল। ওই আদেশের বিরুদ্ধে আসামিপক্ষ সংক্ষুব্ধ হয়ে জেলা ও দায়রা জজ আদালতে ফৌজদারি রিভিশন মামলা করেন। পরে ৫ম অতিরিক্ত জেলা ও দায়রা জজের আদালত মামলাটি অভিযোগ গঠন ও ডিসচার্জ শুনানির নির্দেশনা প্রদান করে মামলাটি নিম্ন বিচারিক আদালতে প্রেরণ করেন।’
মামলার নথি থেকে জানা যায়, ২০১৮ সালে দুর্গাপূজার সময় বাঁশখালী ৬ নম্বর বৈলছড়ি ইউনিয়নের পশ্চিম চেচুরিয়া গ্রামে একটি পূজা মণ্ডপে চসিকের সাবেক মেয়র মাহমুদুলের বিরুদ্ধে ধর্মীয় অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগ উঠে। ওই ঘটনায় বাঁশখালী পূজা উদ্যাপন পরিষদের তৎকালীন যুগ্ম আহ্বায়ক স্বপন দাশ বাদী হয়ে বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি নালিশি মামলা করেন। মামলায় একমাত্র আসামি করা হয় মাহমুদুল ইসলাম চৌধুরীকে।
উল্লেখ্য, জাতীয় পার্টির নেতা মাহমুদুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রথম মেয়র ছিলেন। তিনি ১৯৮৯ থেকে ১৯৯০ নাল পর্যন্ত মেয়রের দায়িত্ব পালন করেন।

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জাতীয় পার্টির নেতা মাহমুদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা মামলায় চার্জ গঠনের জন্য ১৬ মার্চ নির্ধারণ করেছে আদালত। আজ রোববার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফরিদা ইয়াসমিনের আদালত নতুন তারিখ ধার্য করে এ আদেশ দেন।
চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের পিপি ও রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল আজকের পত্রিকাকে বলেন, ‘২০১৮ সালে বাঁশখালীতে দায়ের হওয়া মামলাটির আজ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে চার্জ গঠনের দিন ধার্য ছিল। এ সময় আদালতে শুনানি শেষে নতুন এ আদেশ দেন।’
শেখ ইফতেখার সাইমুল আরও বলেন, ‘এর আগে ২০১৯ সালে ১৭ অক্টোবর একই আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছিল। ওই আদেশের বিরুদ্ধে আসামিপক্ষ সংক্ষুব্ধ হয়ে জেলা ও দায়রা জজ আদালতে ফৌজদারি রিভিশন মামলা করেন। পরে ৫ম অতিরিক্ত জেলা ও দায়রা জজের আদালত মামলাটি অভিযোগ গঠন ও ডিসচার্জ শুনানির নির্দেশনা প্রদান করে মামলাটি নিম্ন বিচারিক আদালতে প্রেরণ করেন।’
মামলার নথি থেকে জানা যায়, ২০১৮ সালে দুর্গাপূজার সময় বাঁশখালী ৬ নম্বর বৈলছড়ি ইউনিয়নের পশ্চিম চেচুরিয়া গ্রামে একটি পূজা মণ্ডপে চসিকের সাবেক মেয়র মাহমুদুলের বিরুদ্ধে ধর্মীয় অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগ উঠে। ওই ঘটনায় বাঁশখালী পূজা উদ্যাপন পরিষদের তৎকালীন যুগ্ম আহ্বায়ক স্বপন দাশ বাদী হয়ে বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি নালিশি মামলা করেন। মামলায় একমাত্র আসামি করা হয় মাহমুদুল ইসলাম চৌধুরীকে।
উল্লেখ্য, জাতীয় পার্টির নেতা মাহমুদুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রথম মেয়র ছিলেন। তিনি ১৯৮৯ থেকে ১৯৯০ নাল পর্যন্ত মেয়রের দায়িত্ব পালন করেন।

মাগুরার মহম্মদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশদ্বারের পাশেই সাধারণ মানুষের সুবিধার্থে নির্মাণ করা হয় একটি পাবলিক টয়লেট (ওয়াশ ব্লক)। কিন্তু উদ্বোধনের পর প্রায় আড়াই বছরেও ১৬ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত...
৩১ মিনিট আগে
ফিরোজ দীর্ঘ প্রায় ১০ বছর ধরে ঢাকায় থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদকের কারবার করে আসছিলেন। ঢাকায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা থাকায় প্রায় পাঁচ বছর আগে তিনি টঙ্গিবাড়ীর দক্ষিণ বেতকা গ্রামে খালুর বাড়িতে এসে বসবাস শুরু করেন। সেখানে থেকেই তিনি মাদকের কারবার চালিয়ে যাচ্ছিলেন।
৩৪ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৬ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৬ ঘণ্টা আগে