চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে কলেজ অধ্যক্ষকে মারধরের অভিযোগ উঠেছে। আজ বুধবার দুপুরে চান্দিনা রেদোয়ান আহমেদ ডিগ্রি কলেজে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় আটককৃতরা হলেন, চান্দিনা উপজেলা ছাত্রলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক সামিরুল খন্দকার রবি, রেদোয়ান আহমেদ কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী জামিল ও ছাত্রলীগ নেতা রানা।
আহত ওই অধ্যক্ষের নাম মো. মনিরুল ইসলাম ভূইয়া। তিনি ওই কলেজের অধ্যক্ষ। বর্তমানে তিনি চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
কলেজ অধ্যক্ষ মনিরুল ইসলাম ভূইয়া বলেন, ‘বেশ কয়েক মাস যাবৎ কয়েকজন ছাত্র বহিরাগতদের নিয়ে ছাত্রলীগের ব্যানারে কলেজের শৃঙ্খলা ভঙ্গসহ বিভিন্ন অজুহাতে ছাত্রদের ক্লাস থেকে ডেকে বের করে নেয়। আমরা বিষয়টিকে বাধা দিলে ক্ষুব্ধ হয় তাঁরা। গত সোমবার সকালে কলেজের দ্বিতীয় ক্যাম্পাসের মূল ফটকে দুইটি মোটরসাইকেল রেখে শিক্ষার্থীদের পথরোধ করে দুজন। এ সময় কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী রাজন বাধা দিলে তাঁকে মারধর করে তাঁরা। মঙ্গলবার ওই ঘটনার রেশ ধরে আবারও তাঁর ওপর হামলা করে। এতে কলেজছাত্র আজাদ ও কর্মচারী রাজন আহত হয়। বুধবার দুপুরে কলেজের প্রধান ফটকের সামনে ছাত্রলীগ নেতা-কর্মীরা মানববন্ধন শুরু করে। এ সময় আমি তাঁদের বুঝিয়ে ক্লাসে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করতে গেলে ছাত্রলীগ নেতা রবি, রানা, জামিল আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে মারধর করে।’
ছাত্রলীগ নেতা সামিরুল খন্দকার রবি বলেন, ‘ওই সব ঘটনা মিথ্যা। ছাত্রলীগ নেতার ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা-কর্মীরা মানববন্ধন করলে সেখানে বাধা দেয় কলেজের শিক্ষক ও কর্মচারীরা। এ সময় অহেতুক আমাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।’
চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) রাকিব হাসান জানান, অধ্যক্ষের ওপর হামলার ঘটনায় তিনজনকে আটক করে থানায় আনা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
এ ব্যাপারে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমানের মোবাইলে একাধিকবার কল করলেও তিনি কল রিসিভ করেননি।

কুমিল্লার চান্দিনায় ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে কলেজ অধ্যক্ষকে মারধরের অভিযোগ উঠেছে। আজ বুধবার দুপুরে চান্দিনা রেদোয়ান আহমেদ ডিগ্রি কলেজে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় আটককৃতরা হলেন, চান্দিনা উপজেলা ছাত্রলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক সামিরুল খন্দকার রবি, রেদোয়ান আহমেদ কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী জামিল ও ছাত্রলীগ নেতা রানা।
আহত ওই অধ্যক্ষের নাম মো. মনিরুল ইসলাম ভূইয়া। তিনি ওই কলেজের অধ্যক্ষ। বর্তমানে তিনি চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
কলেজ অধ্যক্ষ মনিরুল ইসলাম ভূইয়া বলেন, ‘বেশ কয়েক মাস যাবৎ কয়েকজন ছাত্র বহিরাগতদের নিয়ে ছাত্রলীগের ব্যানারে কলেজের শৃঙ্খলা ভঙ্গসহ বিভিন্ন অজুহাতে ছাত্রদের ক্লাস থেকে ডেকে বের করে নেয়। আমরা বিষয়টিকে বাধা দিলে ক্ষুব্ধ হয় তাঁরা। গত সোমবার সকালে কলেজের দ্বিতীয় ক্যাম্পাসের মূল ফটকে দুইটি মোটরসাইকেল রেখে শিক্ষার্থীদের পথরোধ করে দুজন। এ সময় কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী রাজন বাধা দিলে তাঁকে মারধর করে তাঁরা। মঙ্গলবার ওই ঘটনার রেশ ধরে আবারও তাঁর ওপর হামলা করে। এতে কলেজছাত্র আজাদ ও কর্মচারী রাজন আহত হয়। বুধবার দুপুরে কলেজের প্রধান ফটকের সামনে ছাত্রলীগ নেতা-কর্মীরা মানববন্ধন শুরু করে। এ সময় আমি তাঁদের বুঝিয়ে ক্লাসে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করতে গেলে ছাত্রলীগ নেতা রবি, রানা, জামিল আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে মারধর করে।’
ছাত্রলীগ নেতা সামিরুল খন্দকার রবি বলেন, ‘ওই সব ঘটনা মিথ্যা। ছাত্রলীগ নেতার ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা-কর্মীরা মানববন্ধন করলে সেখানে বাধা দেয় কলেজের শিক্ষক ও কর্মচারীরা। এ সময় অহেতুক আমাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।’
চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) রাকিব হাসান জানান, অধ্যক্ষের ওপর হামলার ঘটনায় তিনজনকে আটক করে থানায় আনা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
এ ব্যাপারে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমানের মোবাইলে একাধিকবার কল করলেও তিনি কল রিসিভ করেননি।

অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২২ জুলাই জুলাই গণ-অভ্যুত্থানে ইন্টারনেট শাটডাউন চলাকালে এসব ব্যবসায়ী সাবেক স্বৈরাচার ও সাজাপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্দোলন দমনে সহায়তার প্রতিশ্রুতি ও সার্বিকভাবে পাশে থাকার জন্য ঢাকার ওসমানী মিলনায়তনে একত্রিত হন।
৮ মিনিট আগে
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে কাশেম মোল্লা (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার আশুতিয়ায় এ দুর্ঘটনা ঘটে। কাশেম আশুতিয়া গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে। তিনি পেশাগতভাবে অটোরিকশাচালক নন। শখের বসে চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানের (৯) অবস্থা এখনো সংকটাপন্ন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা হুজাইফার মস্তিষ্কের ‘চাপ কমাতে’ তার মাথার খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে।
২৩ মিনিট আগে
নোয়াখালীর কবিরহাট উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় বিপ্লব চন্দ্র শীল (৩৮) নামের এক ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনায় তাঁর ভগ্নিপতি পলাশ চন্দ্র শীল গুরুতর আহত হন। গতকাল সোমবার রাতে উপজেলার গলাকাটা পোল এলাকায় কবিরহাট-বসুরহাট সড়কে এই দুর্ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগে