কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাই উপজেলার নতুনবাজার এলাকা থেকে জাহিদ হাসান জয় (২২) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে সেখানকার এক বাড়ির তৃতীয় তলার একটি কক্ষে সিলিংয়ের সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলে থাকা অবস্থায় মরদেহটি আবিষ্কার করে পুলিশ। কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেন।
নিহত জাহিদ হাসান জয় কাপ্তাইয়ের বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের (বিএসপিআই) মেকানিক্যাল ডিপার্টমেন্টের সপ্তম শিফটের শিক্ষার্থী ছিলেন। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের দত্তপাড়ায় মো. দুলাল উদ্দিনের ছেলে।
কাপ্তাই মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. নবী হোসেনের বাসায় ভাড়া থাকতেন জয়। মো. নবী হোসেন বলেন, ‘ছেলেটি আমার বাসার ওই কক্ষে একা ভাড়া থাকত। সে অত্যন্ত ভদ্র প্রকৃতির ছিল। নিয়মিত ভাড়া পরিশোধ করত। কিন্তু কেন সে আত্মহত্যা করেছে সে বিষয়ে বলতে পারছি না।’
স্থানীয় ইউপি সদস্য মো. ইমাম আলী জানান, একই ভবনে থাকা অন্য কয়েকজন শিক্ষার্থী ওই রুম থেকে গন্ধ বের হতে দেখে নিচে এসে বাজারের ব্যবসায়ীদের জানান। পরে বাড়ির মালিক পুলিশকে খবর দিলে তাঁরা এসে ঘরের তালা ভেঙে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন।
এদিকে ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মু. সাইফুল ইসলাম, কাপ্তাই থানার ওসি আবুল কালাম ঘটনাস্থলে পৌঁছান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মু. সাইফুল ইসলাম বলেন, ‘আমরা ধারণা করছি, গত ৬ এপ্রিল শবে কদরের রাতে আনুমানিক ১০টার দিকে ছেলেটা আত্মহত্যা করেছে। তবে কী কারণে আত্মহত্যা করেছে, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না, তদন্ত করে বিষয়টি নিশ্চিত করা যাবে।’
কাপ্তাই থানার ওসি আবুল কালাম জানান, লাশটি উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হবে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

রাঙামাটির কাপ্তাই উপজেলার নতুনবাজার এলাকা থেকে জাহিদ হাসান জয় (২২) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে সেখানকার এক বাড়ির তৃতীয় তলার একটি কক্ষে সিলিংয়ের সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলে থাকা অবস্থায় মরদেহটি আবিষ্কার করে পুলিশ। কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেন।
নিহত জাহিদ হাসান জয় কাপ্তাইয়ের বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের (বিএসপিআই) মেকানিক্যাল ডিপার্টমেন্টের সপ্তম শিফটের শিক্ষার্থী ছিলেন। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের দত্তপাড়ায় মো. দুলাল উদ্দিনের ছেলে।
কাপ্তাই মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. নবী হোসেনের বাসায় ভাড়া থাকতেন জয়। মো. নবী হোসেন বলেন, ‘ছেলেটি আমার বাসার ওই কক্ষে একা ভাড়া থাকত। সে অত্যন্ত ভদ্র প্রকৃতির ছিল। নিয়মিত ভাড়া পরিশোধ করত। কিন্তু কেন সে আত্মহত্যা করেছে সে বিষয়ে বলতে পারছি না।’
স্থানীয় ইউপি সদস্য মো. ইমাম আলী জানান, একই ভবনে থাকা অন্য কয়েকজন শিক্ষার্থী ওই রুম থেকে গন্ধ বের হতে দেখে নিচে এসে বাজারের ব্যবসায়ীদের জানান। পরে বাড়ির মালিক পুলিশকে খবর দিলে তাঁরা এসে ঘরের তালা ভেঙে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন।
এদিকে ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মু. সাইফুল ইসলাম, কাপ্তাই থানার ওসি আবুল কালাম ঘটনাস্থলে পৌঁছান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মু. সাইফুল ইসলাম বলেন, ‘আমরা ধারণা করছি, গত ৬ এপ্রিল শবে কদরের রাতে আনুমানিক ১০টার দিকে ছেলেটা আত্মহত্যা করেছে। তবে কী কারণে আত্মহত্যা করেছে, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না, তদন্ত করে বিষয়টি নিশ্চিত করা যাবে।’
কাপ্তাই থানার ওসি আবুল কালাম জানান, লাশটি উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হবে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

ঘন কুয়াশার কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান অংশে থেমে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী বাস। এতে বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। আহত হন অন্তত ছয় যাত্রী।
১ ঘণ্টা আগে
উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে হিমালয় থেকে নেমে আসা হিম বাতাস ও ঘন কুয়াশার প্রভাবে তীব্র শীত জেঁকে বসেছে। শীতের দাপটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ।
১ ঘণ্টা আগে
পটুয়াখালীর বাউফল উপজেলায় ট্রাকের চাপায় মো. মোতালেব মুন্সি (১৯) নামের ব্যাটারিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। এই ঘটনায় অটোরিকশার দুই যাত্রী গুরুতর আহত হন। গতকাল বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কালাইয়া ইউনিয়নের পঞ্চায়েত বাড়ি মসজিদের সামনে বাউফল-দশমিনা সড়কে এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক পিএলসির কাছ থেকে নেওয়া বিপুল অঙ্কের ঋণ পরিশোধ না করেই ব্যাংকের কাছে বন্ধক রাখা সম্পত্তি গোপনে ভেঙে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রামের খাতুনগঞ্জভিত্তিক ব্যবসায়িক প্রতিষ্ঠান মেসার্স জয়নব ট্রেডিং লিমিটেডের বিরুদ্ধে।
৭ ঘণ্টা আগে