নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ইমাম মুহাম্মদ রইস উদ্দিন হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ চলাকালে চট্টগ্রামে আহলে সুন্নাত ওয়াল জামাআতের ২১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার নগরীর মুরাদপুর ও বহদ্দারহাট মোড়ে সংঘর্ষের সময় তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে ও পরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া পৃথক দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে সোমবার নগরীর মুরাদপুর ও চান্দগাঁওয়ে সড়ক অবরোধ কর্মসূচি চলাকালে আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিপেটা, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। পরে আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ঘটনাস্থলে সেনাবাহিনীও পুলিশের সঙ্গে আন্দোলন দমনের চেষ্টা করে।
ঘটনার পর রাতে পাঁচলাইশ ও চান্দগাঁও থানায় পুলিশ বাদী হয়ে পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও নাশকতার অভিযোগ এনে বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা করে। ওই মামলায় ২১ জনকে গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যে পাঁচলাইশ থানার মামলায় ১২ জন ও চান্দগাঁও থানার মামলায় ৯ জন।
এ বিষয়ে পাঁচলাইশ ও চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান ও মো. আফতাব উদ্দিন বলেন, ইসলামী ছাত্রসেনা, ইসলামী ফ্রন্ট, আহলে সুন্নাত ওয়াল জামাআতের সদস্যরা যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া অবরোধ কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশের নামে হাতে লাঠি, ইটপাথর নিয়ে একটি মিছিল করেন। পরে মুরাদপুর মোড়ে জড়ো হয়ে বিভিন্ন স্থাপনা ও গণপরিবহন ভাঙচুর করেন।
পুলিশ সদস্যরা তাঁদের নিবৃত্তের চেষ্টা করলে দুষ্কৃতকারীরা পুলিশের ওপর চড়াও হয়। পরে পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ করে।
পাঁচলাইশ ও চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা বলেন, পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সরকারি-বেসরকারি জানমাল রক্ষায় ঘটনাস্থলে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে দুষ্কৃতকারীদের ছত্রভঙ্গ করা হয়।
এ সময় তাৎক্ষণিক ঘটনাস্থল ও এর আশপাশে অভিযান চালিয়ে ১২ জনকে আটক করা হয়। এ ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় পরে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

ইমাম মুহাম্মদ রইস উদ্দিন হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ চলাকালে চট্টগ্রামে আহলে সুন্নাত ওয়াল জামাআতের ২১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার নগরীর মুরাদপুর ও বহদ্দারহাট মোড়ে সংঘর্ষের সময় তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে ও পরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া পৃথক দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে সোমবার নগরীর মুরাদপুর ও চান্দগাঁওয়ে সড়ক অবরোধ কর্মসূচি চলাকালে আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিপেটা, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। পরে আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ঘটনাস্থলে সেনাবাহিনীও পুলিশের সঙ্গে আন্দোলন দমনের চেষ্টা করে।
ঘটনার পর রাতে পাঁচলাইশ ও চান্দগাঁও থানায় পুলিশ বাদী হয়ে পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও নাশকতার অভিযোগ এনে বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা করে। ওই মামলায় ২১ জনকে গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যে পাঁচলাইশ থানার মামলায় ১২ জন ও চান্দগাঁও থানার মামলায় ৯ জন।
এ বিষয়ে পাঁচলাইশ ও চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান ও মো. আফতাব উদ্দিন বলেন, ইসলামী ছাত্রসেনা, ইসলামী ফ্রন্ট, আহলে সুন্নাত ওয়াল জামাআতের সদস্যরা যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া অবরোধ কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশের নামে হাতে লাঠি, ইটপাথর নিয়ে একটি মিছিল করেন। পরে মুরাদপুর মোড়ে জড়ো হয়ে বিভিন্ন স্থাপনা ও গণপরিবহন ভাঙচুর করেন।
পুলিশ সদস্যরা তাঁদের নিবৃত্তের চেষ্টা করলে দুষ্কৃতকারীরা পুলিশের ওপর চড়াও হয়। পরে পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ করে।
পাঁচলাইশ ও চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা বলেন, পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সরকারি-বেসরকারি জানমাল রক্ষায় ঘটনাস্থলে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে দুষ্কৃতকারীদের ছত্রভঙ্গ করা হয়।
এ সময় তাৎক্ষণিক ঘটনাস্থল ও এর আশপাশে অভিযান চালিয়ে ১২ জনকে আটক করা হয়। এ ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় পরে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৭ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৭ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৭ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৭ ঘণ্টা আগে