Ajker Patrika

বিয়ের দাওয়াত দিয়ে বাড়ি ফেরা হলো না প্রবাসী জুয়েলের

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
বিয়ের দাওয়াত দিয়ে বাড়ি ফেরা হলো না প্রবাসী জুয়েলের

চলতি মাসের ২৪ জুলাই বিয়ে দুবাই প্রবাসী জুয়েল মাহমুদের (৩৫)। নিজের বিয়ের দাওয়াত দিতে সকালে বাড়ি থেকে বের হন। ফেরার সময় সড়কে লরি চাপায় প্রাণ হারান এ প্রবাসী। 

ঘটনাটি ঘটে আজ বুধবার সীতাকুণ্ড উপজেলার পৌর বাসস্ট্যান্ড এলাকায়। 

জুয়েল ওই উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের পূর্ব ধর্মপুর এলাকার মোহাম্মদ শাহজাহানের একমাত্র ছেলে। 

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) আব্দুল হাকিম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যান। কিন্তু তার আগেই নিহতের স্বজনরা লাশ বাড়িতে নিয়ে গেছেন।’ 

প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানায়, বুধবার দুপুরে পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় চট্টগ্রামমুখী দ্রুতগামী লরির নিচে চাপা পড়েন জুয়েল। এতে লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

নিহত জুয়েলের বাবা শাহজাহান জানান, তার একমাত্র ছেলে জুয়েল চাকরির সুবাদে দীর্ঘদিন ধরে দুবাইতে ছিল। গত ৫ জুলাই বিয়ের জন্য দেশে আসেন। চট্টগ্রাম মহানগরীর একটি মেয়ের সঙ্গে পারিবারিকভাবে তার আক্দ সম্পূর্ণ হয়েছে। 

 ২৪ জুলাই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাই বিয়ের দাওয়াত দিতে সকালে ঘর থেকে বের হয় জুয়েল। আশা ছিল, ধুমধাম করে একমাত্র ছেলের বিয়ে দেবেন। কিন্তু মুহূর্তে সড়ক দুর্ঘটনায় তার সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। ছেলেকে ছাড়া কীভাবে বাঁচবেন, তা বলতেই অঝোরে কেঁদে ওঠেন এ বাবা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়া কেন এত কঠিন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত