প্রতিনিধি, ফুলগাজী (ফেনী)

ফেনীর ফুলগাজীতে একদিনের বৃষ্টিতে ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুহুরি নদীর বাঁধ ভেঙে চার গ্রাম প্লাবিত হয়েছে। অথচ বাঁধটি মাত্র ১০ দিন আগে সংস্কার করা হয়েছিল।
গতকাল বুধবার রাত আনুমানিক ৮টার সময় মুহুরি নদীর বাঁধে ভাঙনের সৃষ্টি হয়। এতে ঘনিয়া মোড়া, কিসমত ঘনিয়া মোড়া, বৈরাগপুর, সাহপাড়াসহ প্রায় চারটি গ্রাম প্লাবিত হয়।
মাত্র দুই মাস আগে ওই বাঁধের একই স্থানে ভাঙনের সৃষ্টি হয়েছিল। এতে আশপাশের কিছু এলাকা প্লাবিত হয়। সে সময় তড়িঘড়ি করে পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদারি প্রতিষ্ঠান বাঁধটি মেরামত করে। দশ দিন আগে এই সংস্কারকাজ শেষ হয়। আর গতকাল বুধবার তড়িঘড়ি সংস্কার করা সেই অংশটিই আবার ভেঙে পড়েছে। এতে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে হাজারো মানুষ ও ফসলি জমি।
বুধবার সন্ধ্যার পরপরই নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে। ফুলগাজী বাজারে মুহুরি নদীর পানি প্রবেশ করে ৫০ টির বেশি কাপড়ের দোকান, মুদি ও ওষুধের দোকানে পানি ঢুকে মালপত্র ক্ষতিগ্রস্ত হয়।
বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. সেলিম আজকের পত্রিকাকে বলেন, একদিনের বৃষ্টিতে হঠাৎ করে উজান থেকে নেমে পাহাড়ি ঢল নেমে এসেছে। কিছু স্থানে গার্ডওয়ালের (বাঁধ) নিচ দিয়ে পানি প্রবেশ করে। এতে বাজারের ব্যবসায়ীদের প্রচুর ক্ষতি হয়েছে। আমরা বাজার ব্যবসায়ীদের পক্ষ থেকে পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ভাঙা বাঁধের নিচে থাকা মাটির স্থানগুলো চিহ্নিত করে সংস্কার করলে বাজারের ব্যবসায়ীদের দুর্ভোগ কিছুটা লাঘব হবে।
এই পরিস্থিতির জন্য বাঁধ সংস্কারে গাফিলতিকেই দায়ী করলেন ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম। তিনি বলেন, পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদারি প্রতিষ্ঠান গাফিলতির কারণে এই স্থান সংস্কারের পরও তা পুনরায় ভেঙেছে। ভেঙে যাওয়া স্থানটি যদি শক্ত, মজবুত ও টেকসইভাবে সতর্কতার সঙ্গে সংস্কার করত, তাহলে এ দুর্ভোগ পোহাতে হতো না। আমার এলাকায় এক হাজার পরিবার পানিবন্দী হয়ে আছে। মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানের কারও বক্তব্য পাওয়া যায়নি। পানি উন্নয়ন বোর্ডের সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার আক্তার হোসেন বলেন, কাল হঠাৎ করে পানি বিপৎসীমার ৭৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বাঁধটি ভেঙে গেছে। তিনি বলেন, ‘আসলে তেমন কোনো বৃষ্টিপাত হয়নি আমাদের এদিকে। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে বাঁধটি রক্ষা করা কঠিন হয়ে পড়ছিল।’
বাঁধ সংস্কারে গাফিলতির অভিযোগ সম্পর্কে আক্তার হোসেন বলেন, ‘বর্ষাকালে বাঁধ পুরোপুরি সংস্কার করা সম্ভব হয় না। তাই এটি পরিপূর্ণভাবে সংস্কার করা হয়নি।’
তবে কেন বর্ষা এলেই গুরুত্বপূর্ণ বাঁধগুলো সংস্কারের কথা মনে পড়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের, সে বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ফেনীর ফুলগাজীতে একদিনের বৃষ্টিতে ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুহুরি নদীর বাঁধ ভেঙে চার গ্রাম প্লাবিত হয়েছে। অথচ বাঁধটি মাত্র ১০ দিন আগে সংস্কার করা হয়েছিল।
গতকাল বুধবার রাত আনুমানিক ৮টার সময় মুহুরি নদীর বাঁধে ভাঙনের সৃষ্টি হয়। এতে ঘনিয়া মোড়া, কিসমত ঘনিয়া মোড়া, বৈরাগপুর, সাহপাড়াসহ প্রায় চারটি গ্রাম প্লাবিত হয়।
মাত্র দুই মাস আগে ওই বাঁধের একই স্থানে ভাঙনের সৃষ্টি হয়েছিল। এতে আশপাশের কিছু এলাকা প্লাবিত হয়। সে সময় তড়িঘড়ি করে পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদারি প্রতিষ্ঠান বাঁধটি মেরামত করে। দশ দিন আগে এই সংস্কারকাজ শেষ হয়। আর গতকাল বুধবার তড়িঘড়ি সংস্কার করা সেই অংশটিই আবার ভেঙে পড়েছে। এতে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে হাজারো মানুষ ও ফসলি জমি।
বুধবার সন্ধ্যার পরপরই নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে। ফুলগাজী বাজারে মুহুরি নদীর পানি প্রবেশ করে ৫০ টির বেশি কাপড়ের দোকান, মুদি ও ওষুধের দোকানে পানি ঢুকে মালপত্র ক্ষতিগ্রস্ত হয়।
বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. সেলিম আজকের পত্রিকাকে বলেন, একদিনের বৃষ্টিতে হঠাৎ করে উজান থেকে নেমে পাহাড়ি ঢল নেমে এসেছে। কিছু স্থানে গার্ডওয়ালের (বাঁধ) নিচ দিয়ে পানি প্রবেশ করে। এতে বাজারের ব্যবসায়ীদের প্রচুর ক্ষতি হয়েছে। আমরা বাজার ব্যবসায়ীদের পক্ষ থেকে পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ভাঙা বাঁধের নিচে থাকা মাটির স্থানগুলো চিহ্নিত করে সংস্কার করলে বাজারের ব্যবসায়ীদের দুর্ভোগ কিছুটা লাঘব হবে।
এই পরিস্থিতির জন্য বাঁধ সংস্কারে গাফিলতিকেই দায়ী করলেন ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম। তিনি বলেন, পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদারি প্রতিষ্ঠান গাফিলতির কারণে এই স্থান সংস্কারের পরও তা পুনরায় ভেঙেছে। ভেঙে যাওয়া স্থানটি যদি শক্ত, মজবুত ও টেকসইভাবে সতর্কতার সঙ্গে সংস্কার করত, তাহলে এ দুর্ভোগ পোহাতে হতো না। আমার এলাকায় এক হাজার পরিবার পানিবন্দী হয়ে আছে। মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানের কারও বক্তব্য পাওয়া যায়নি। পানি উন্নয়ন বোর্ডের সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার আক্তার হোসেন বলেন, কাল হঠাৎ করে পানি বিপৎসীমার ৭৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বাঁধটি ভেঙে গেছে। তিনি বলেন, ‘আসলে তেমন কোনো বৃষ্টিপাত হয়নি আমাদের এদিকে। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে বাঁধটি রক্ষা করা কঠিন হয়ে পড়ছিল।’
বাঁধ সংস্কারে গাফিলতির অভিযোগ সম্পর্কে আক্তার হোসেন বলেন, ‘বর্ষাকালে বাঁধ পুরোপুরি সংস্কার করা সম্ভব হয় না। তাই এটি পরিপূর্ণভাবে সংস্কার করা হয়নি।’
তবে কেন বর্ষা এলেই গুরুত্বপূর্ণ বাঁধগুলো সংস্কারের কথা মনে পড়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের, সে বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৭ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৭ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৮ ঘণ্টা আগে