
কুমিল্লার তিতাস উপজেলায় সৌদি আরব নিয়ে চাকরি না দেওয়ায় ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের চারজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার কলাকান্দি বাজারে এ ঘটনা ঘটে।
আহতেরা হলেন কলাকান্দি ইউনিয়নের দড়িমাছিমপু গ্রামের আবুল হোসেন (৪০), আহমেদ আলী (৭০), মঈনুল মিয়া (৩০) ও মো. আলিম মিয়া (৪৫)।
কলাকান্দি গ্রামের বাসিন্দা মো. মেরাজ মিয়া বলেন, কলাকান্দি বাজারের আজ সকালে আলিম, আহমেদ আলী ও তাঁর ছেলে মঈনুলের সঙ্গে ঝগড়া হয়। এ ঘটনায় আলিমের পক্ষ হয়ে হানিফ বাজারে এসে মঈনুলকে না পেয়ে তাঁদের বাড়িতে গিয়ে ঝগড়া করে।
আহত আবুল হোসেনের বড় ভাই মো. হানিফ বলেন, ‘মঈনুল ও আলিম বাজারে ঝগড়া করছে শুনে বাজারে যাই। সেখানে মঈনুলকে না পেয়ে তাঁর বাড়িতে যাই। তাঁর বাবাকে বিষয়টি জানালে মঈনুল এসে আমাকে মারপিট করে। আমার ছোট ভাই আবুল হোসেন বাঁচাতে আসলে আব্দুল আজিজ দা দিয়ে ছোট ভাইয়ের মাথায় কোপ দেন এবং মঈনুল রড দিয়ে পেটান।’
এ বিষয়ে মঈনুল বলেন, ‘আলিমের ছোট ভাই ইলিয়াস আমার ছোট সালেমুছাকে দুই মাস আগে ৪ লাখ টাকায় সৌদি আরব নেয়। তাদের সঙ্গে কথা ছিল চাকরি দেবে কিন্তু এখনো চাকরি দেয়নি। আমার ভাই সেখানে কষ্টে আছে।’
মঈনুল আরও বলেন, ‘এ বিষয়ে জানতে আলিমের সঙ্গে আমার বাবার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আলিম আমার বৃদ্ধ বাবাকে নাকে মুখে ঘুষি দিয়ে আহত করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে স্থানীয়রা উভয়কে বাজার থেকে সরিয়ে দেন।
পরে আলিমের পক্ষ হয়ে হানিফ ও তাঁর ছোট ভাই আবুল হোসেন আমার বাড়িতে এসে আমাকে মারধর করেন।’
হামলার বিষয়ে আলিম বলেন, আমার ছোট ভাই ইলিয়াস ও মঈনুলের বাবা আহমেদ আলীর কথা-কাটাকাটি হয়। মঈনুল এসে আমাকে মারধর করে। বিষয়টি হানিফকে জানালে পরে তাঁদের মধ্যে মারামারি হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জাকারিয়া পারভেজ বলেন, মারধরে আহত আবুল হোসেন নামের এক রোগী হাসপাতালে চিকিৎসাধীন।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, মারধরের ঘটনায় হানিফ নামে এক ব্যক্তি বাদী হয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।

শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৪০) নিহতের ঘটনার ৩ দিন পর থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে নিহত রেজাউল করিমের স্ত্রী মোছা. মার্জিয়া (৩৪) বাদী হয়ে ঝিনাইগাতী থানায় এ হত্যা মামলা করেন।
১ ঘণ্টা আগে
বরগুনা-২ আসনে নির্বাচনী প্রচারকালে ইসলামী আন্দোলনের নেতা মাওলানা নাসির উদ্দিন ও তাঁর মায়ের ওপর জামায়াত কর্মীদের হামলার প্রতিবাদে বেতাগীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২ ঘণ্টা আগে
প্রায় আড়াই মাস ভারতের কারাগারে বন্দী থাকার পর অবশেষে দেশে ফিরেছেন ১২৮ জন মৎস্যজীবী। দুই দেশের মধ্যকার সমঝোতা ও বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার তাঁদের দেশে পাঠানো হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের এক নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় এলাকাসংলগ্ন মেহেরচণ্ডীর একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন
৩ ঘণ্টা আগে