দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার দাউদকান্দিতে একটি কলেজের অধ্যক্ষ তিন মাস পর কর্মস্থলে যোগদান করা নিয়ে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন।
আজ মঙ্গলবার উপজেলার বরকোটা স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীরা গৌরীপুর রাবেয়া সিএনজিস্টেশন-সংলগ্ন মহাসড়ক অবরোধ করেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর বরকোটা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিনকে অপসারণ করা হয় বলে বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষের দাবি।
তিন মাস পর তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অনুমতি নিয়ে আজ কলেজে যোগদান করতে গেলে শিক্ষার্থীদের দুটি পক্ষ সৃষ্টি হয়। পরে তারা সংঘর্ষে জড়ান। এতে বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলামকে সমর্থন দেন স্কুলের শিক্ষক, স্থানীয় অভিভাবক ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন।
দুই গ্রুপের সংঘর্ষের পর আহত শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর রাবেয়া সিএনজি স্টেশনে এসে গাছের গুঁড়ি ফেলেন। এতে উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
দাউদকান্দি হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ এসে তাদের অবরোধ তুলে নিতে বললে তারা উল্টো মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে স্লোগান দেয়। পরে সেনাবাহিনীর সদস্যরা আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
জসিম উদ্দিন বলেন, ‘তিন মাস ছুটি শেষ করে প্রতিষ্ঠানে যোগদান করতে গেলে শিক্ষার্থীরা আমাকে গ্রহণ করতে আসে। তবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলাম বহিরাগত লোক দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা করায় আমি যোগদান করতে পারিনি।’
ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলাম বলেন, ‘আমরা কেন হামলা করব? বৈষম্যবিরোধী শিক্ষার্থী, স্কুলের শিক্ষার্থী ও ক্ষুব্ধ অভিভাবকেরা দুর্নীতির কারণে জসিম সাহেবকে অপসারণ করেছেন।’
অভিভাবক ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন বলেন, ‘আগস্টে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা তাকে অপসারণ করে নতুন অধ্যক্ষকে দায়িত্ব দিয়েছে। আগের অধ্যক্ষ ইচ্ছা করে আজকে এ সংঘাত ঘটিয়েছেন।’
ইউএনও নাঈমা ইসলাম বলেন, শিক্ষার্থীদের অবরোধ তুলে নেওয়ার পর যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। বরকোটা স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে যে ঘটনা ঘটেছে, তা কারা করেছেন, তদন্ত করে দেখা হবে।
কুমিল্লার দাউদকান্দিতে একটি কলেজের অধ্যক্ষ তিন মাস পর কর্মস্থলে যোগদান করা নিয়ে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন।
আজ মঙ্গলবার উপজেলার বরকোটা স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীরা গৌরীপুর রাবেয়া সিএনজিস্টেশন-সংলগ্ন মহাসড়ক অবরোধ করেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর বরকোটা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিনকে অপসারণ করা হয় বলে বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষের দাবি।
তিন মাস পর তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অনুমতি নিয়ে আজ কলেজে যোগদান করতে গেলে শিক্ষার্থীদের দুটি পক্ষ সৃষ্টি হয়। পরে তারা সংঘর্ষে জড়ান। এতে বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলামকে সমর্থন দেন স্কুলের শিক্ষক, স্থানীয় অভিভাবক ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন।
দুই গ্রুপের সংঘর্ষের পর আহত শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর রাবেয়া সিএনজি স্টেশনে এসে গাছের গুঁড়ি ফেলেন। এতে উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
দাউদকান্দি হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ এসে তাদের অবরোধ তুলে নিতে বললে তারা উল্টো মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে স্লোগান দেয়। পরে সেনাবাহিনীর সদস্যরা আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
জসিম উদ্দিন বলেন, ‘তিন মাস ছুটি শেষ করে প্রতিষ্ঠানে যোগদান করতে গেলে শিক্ষার্থীরা আমাকে গ্রহণ করতে আসে। তবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলাম বহিরাগত লোক দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা করায় আমি যোগদান করতে পারিনি।’
ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলাম বলেন, ‘আমরা কেন হামলা করব? বৈষম্যবিরোধী শিক্ষার্থী, স্কুলের শিক্ষার্থী ও ক্ষুব্ধ অভিভাবকেরা দুর্নীতির কারণে জসিম সাহেবকে অপসারণ করেছেন।’
অভিভাবক ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন বলেন, ‘আগস্টে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা তাকে অপসারণ করে নতুন অধ্যক্ষকে দায়িত্ব দিয়েছে। আগের অধ্যক্ষ ইচ্ছা করে আজকে এ সংঘাত ঘটিয়েছেন।’
ইউএনও নাঈমা ইসলাম বলেন, শিক্ষার্থীদের অবরোধ তুলে নেওয়ার পর যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। বরকোটা স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে যে ঘটনা ঘটেছে, তা কারা করেছেন, তদন্ত করে দেখা হবে।
‘আমার বড় মেয়ে শাম্মী খুব মেধাবী ছিল। ওর স্বপ্ন ছিল বিসিএস ক্যাডার হয়ে প্রশাসনিক কর্মকর্তা হওয়ার। কিন্তু সব স্বপ্নই ভেঙে চুরমার হয়ে গেছে। সব সময় উচ্ছ্বাস-আনন্দে মেতে থাকা মেয়েটা কেন এ পথ বেছে নিল বুঝতেছি না।’ কান্নাজড়িত কণ্ঠে এভাবে কথাগুলো বলছিলেন তাঁর বাবা জাহিদুর রহমান। তিনি যশোরের কেশবপুর উপজেলার
৩ মিনিট আগেরাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। পাঁচ দফা দাবিতে আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শতাধিক শিক্ষার্থী সড়ক অবরোধ করেন। এতে সায়েন্স ল্যাবরেটরি, নীলক্ষেত মোড় ও এলিফ্যান্ট রোডসহ আশপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
১৩ মিনিট আগেবৃদ্ধা বলেন, ‘প্রতারক আমার শেষ সম্বলটুকু নিয়ে গেছে। আমি পুলিশ প্রশাসনের কাছে আমার টাকা উদ্ধার করে ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি। মানুষের কাছ থেকে ভিক্ষাবৃত্তি করে নেওয়া আমার টাকাগুলো উদ্ধার করে দিন। এই টাকা ফেরত পেলে আমি আমার দৃষ্টিপ্রতিবন্ধী মেয়েকে নিয়ে জীবনযাপন করতে পারব। তাই ব্যাংক কর্তৃপক্ষ ও পুলি
২৫ মিনিট আগেবিএনপির কেন্দ্রীয় গণশিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া বলেছেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অন্তর্বর্তী সরকারকে সব রকম সহযোগিতা করার জন্য আমাদের নির্দেশ দিয়েছেন। এখন সরকার চেয়ারের নরম গদি পেয়ে কীভাবে বেশি দিন থাকতে পারে এই চিন্তা করছে, কিন্তু সুযোগ নেই।’
৩৪ মিনিট আগে