ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আনসার ভিডিপির কর্মকর্তা মো. সাইদুল ইসলাম ও সদ্য বিদায়ী নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবীরের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন এক গৃহকর্মী। গতকাল বৃহস্পতিবার ফটিকছড়ি থানায় মামলাটি দায়ের করা হয়। মামলায় আরও দুজনকে আসামি করা হয়েছে।
অন্য আসামিরা হলেন ফটিকছড়ির সুন্দরপুর ইউনিয়ন আনসার সদস্য ইয়াকুব আলী ও আরেক গৃহকর্মী শিখা শীল।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাসুদ ইবনে আনোয়ার বলেন, ‘উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. সাইদুল ইসলাম ও সদ্য বিদায়ী নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবীরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় সহায়তা করার সংশ্লিষ্টতা পাওয়ায় ইয়াকুব নামে এক আনসার সদস্য এবং শিখা শীল নামে এক গৃহপরিচারিকাকে আসামি করা হয়েছে।’
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলা পরিষদের দক্ষিণ পাশের একটি ভবনে ব্যাচেলর হিসেবে বসবাস করতেন নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবীর ও আনসার ভিডিপি কর্মকর্তা মো. সাইদুল ইসলাম। তাঁদের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন ভুক্তভোগী ওই নারী। গত ২৭ মার্চ রাতে কাজ আছে বলে শিখা নামের আরেক গৃহকর্মীর মাধ্যমে তাঁকে (ভুক্তভোগী) বাসায় ডেকে নিয়ে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করেন দুই কর্মকর্তা। পরে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন তাঁরা। একপর্যায়ে বিষয়টি জানাজানি হলে ওই নারী প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ দেন। বিষয়টি ইউএনওর ক্ষমতাবহির্ভূত হওয়ায় তিনি আইনিভাবে ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন। পরে ভুক্তভোগী থানায় মামলা করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাব্বির রাহমান বলেন, ‘আমার কাছে ওই নারী অভিযোগ নিয়ে এসেছিলেন। বিষয়টি সেনসিটিভ হওয়ায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাঁকে পরামর্শ দিয়েছি।’
অভিযুক্ত আনসার ভিডিপি কর্মকর্তা সাঈদুল ইসলাম বলেন, ‘এটি ষড়যন্ত্রমূলক মামলা। আমার নামে যে অভিযোগটি করা হয়েছে সেটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। গত বছরের নভেম্বরে ফটিকছড়িতে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে একটি পক্ষ ক্ষুব্ধ হয়ে ষড়যন্ত্রমূলক এ মামলা করেছে।’
সদ্য বিদায়ী নির্বাচন কর্মকর্তা ও বর্তমানে রামগড়ে কর্মরত মো. হুমায়ুন কবির বলেন, ‘মহিলাটি খারাপ চরিত্রের। এ মহিলাকে দিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আমি আইনগত ব্যবস্থা নেব।’

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আনসার ভিডিপির কর্মকর্তা মো. সাইদুল ইসলাম ও সদ্য বিদায়ী নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবীরের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন এক গৃহকর্মী। গতকাল বৃহস্পতিবার ফটিকছড়ি থানায় মামলাটি দায়ের করা হয়। মামলায় আরও দুজনকে আসামি করা হয়েছে।
অন্য আসামিরা হলেন ফটিকছড়ির সুন্দরপুর ইউনিয়ন আনসার সদস্য ইয়াকুব আলী ও আরেক গৃহকর্মী শিখা শীল।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাসুদ ইবনে আনোয়ার বলেন, ‘উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. সাইদুল ইসলাম ও সদ্য বিদায়ী নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবীরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় সহায়তা করার সংশ্লিষ্টতা পাওয়ায় ইয়াকুব নামে এক আনসার সদস্য এবং শিখা শীল নামে এক গৃহপরিচারিকাকে আসামি করা হয়েছে।’
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলা পরিষদের দক্ষিণ পাশের একটি ভবনে ব্যাচেলর হিসেবে বসবাস করতেন নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবীর ও আনসার ভিডিপি কর্মকর্তা মো. সাইদুল ইসলাম। তাঁদের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন ভুক্তভোগী ওই নারী। গত ২৭ মার্চ রাতে কাজ আছে বলে শিখা নামের আরেক গৃহকর্মীর মাধ্যমে তাঁকে (ভুক্তভোগী) বাসায় ডেকে নিয়ে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করেন দুই কর্মকর্তা। পরে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন তাঁরা। একপর্যায়ে বিষয়টি জানাজানি হলে ওই নারী প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ দেন। বিষয়টি ইউএনওর ক্ষমতাবহির্ভূত হওয়ায় তিনি আইনিভাবে ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন। পরে ভুক্তভোগী থানায় মামলা করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাব্বির রাহমান বলেন, ‘আমার কাছে ওই নারী অভিযোগ নিয়ে এসেছিলেন। বিষয়টি সেনসিটিভ হওয়ায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাঁকে পরামর্শ দিয়েছি।’
অভিযুক্ত আনসার ভিডিপি কর্মকর্তা সাঈদুল ইসলাম বলেন, ‘এটি ষড়যন্ত্রমূলক মামলা। আমার নামে যে অভিযোগটি করা হয়েছে সেটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। গত বছরের নভেম্বরে ফটিকছড়িতে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে একটি পক্ষ ক্ষুব্ধ হয়ে ষড়যন্ত্রমূলক এ মামলা করেছে।’
সদ্য বিদায়ী নির্বাচন কর্মকর্তা ও বর্তমানে রামগড়ে কর্মরত মো. হুমায়ুন কবির বলেন, ‘মহিলাটি খারাপ চরিত্রের। এ মহিলাকে দিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আমি আইনগত ব্যবস্থা নেব।’

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সাবেক এমপি আ ন ম সামসুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী আজাদী।
৪২ মিনিট আগে
মুন্সিগঞ্জের লৌহজংয়ে আনন্দঘন পরিবেশে উদ্যাপিত হয়েছে নতুন বছরের বই উৎসব। নতুন বছরে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে লৌহজং...
১ ঘণ্টা আগে
রাজশাহীতে রাস্তার কাজের সাইটে চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার হয়েছেন এক বিএনপির কর্মী। বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর পবা উপজেলার নওহাটা কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় ২৬ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে