নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের মতিঝর্ণা এলাকায় শাহীনুর নামের এক হিজড়ার ২ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার তার নিজ বাসায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় তার কথিত প্রেমিক মো. বুলবুল প্রকাশ সুমন (৩৪) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা যায়, চট্টগ্রাম নগরের মতিঝর্ণা এলাকার বাটালি হিলের থাকেন হিজড়া শাহীনুর। গত মঙ্গলবার সকালে বাজার করে ফেরার পর তাঁর বাসার দরজা খোলা দেখেন। ঘরের ভেতরে আসবাব ও জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখেন। দীর্ঘদিনের জমানো ২ লাখ টাকা রাখা ছিল একটি ট্রাঙ্কে। সেটির দিকে ছুটে যেতেই দেখেন তালা ভাঙা। ভেতরে থাকা টাকার একটি টাকাও সেখানে নেই। এ নিয়ে খুলশী থানায় একটি মামলা করেন তিনি। এরপর অভিযানে নামে পুলিশ। তদন্ত করে পুলিশ জানতে পারে এই ঘটনা ঘটিয়েছে মো. বুলবুল প্রকাশ সুমন (৩৪) তার কথিত এক প্রেমিক।
দুই লাখ টাকা একটি ব্যাগে নিয়ে শহর ছাড়ার পরিকল্পনা করছিল বুলবুল। তবে তার আগেই মঙ্গলবার রাতে পুলিশের হাতে ধরা পড়েন তিনি। পুলিশ জানিয়েছে বুলবুল রাজশাহীর বাগমারা থানার হাট দামনাশ এলাকার মো. মকছেদ আলীর ছেলে। গত চার বছর ধরে ওয়ার্লেস এলাকার এক নারীকে বিয়ে করে সেখানেই থাকেন। তবে ২০১২ সাল থেকে হিজড়ে শাহীনুরের সঙ্গে সম্পর্ক ছিল তার।
মামলার তদন্ত কর্মকর্তা খুলশী থানার উপপরিদর্শক খাজা এনাম এলাহী আজকের পত্রিকাকে বলেন, বর্তমান স্ত্রীকে বিয়ে করার শাহীনুরের সঙ্গে যোগযোগ বন্ধ হয়ে গিয়েছিল। তবে বেশ কয়েক মাস আগে তাঁদের দুজনের আবার যোগযোগ হয়। বুলবুল গত ১২ সেপ্টেম্বর স্ত্রীকে কাজে যাওয়ার কথা বলে শাহীনুরের বাসায় গিয়ে থাকা শুরু করেন। এই সুযোগে তিনি তাঁর কাছে থাকা ২ লাখ টাকার কথা জানতে পারেন। পরে লোভের বশে সেগুলো চুরি করে পালিয়ে যান। পরে খুলশী থানা–পুলিশের বিশেষ অভিযানে সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেপ্তার হয় তাঁকে।

চট্টগ্রাম নগরের মতিঝর্ণা এলাকায় শাহীনুর নামের এক হিজড়ার ২ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার তার নিজ বাসায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় তার কথিত প্রেমিক মো. বুলবুল প্রকাশ সুমন (৩৪) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা যায়, চট্টগ্রাম নগরের মতিঝর্ণা এলাকার বাটালি হিলের থাকেন হিজড়া শাহীনুর। গত মঙ্গলবার সকালে বাজার করে ফেরার পর তাঁর বাসার দরজা খোলা দেখেন। ঘরের ভেতরে আসবাব ও জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখেন। দীর্ঘদিনের জমানো ২ লাখ টাকা রাখা ছিল একটি ট্রাঙ্কে। সেটির দিকে ছুটে যেতেই দেখেন তালা ভাঙা। ভেতরে থাকা টাকার একটি টাকাও সেখানে নেই। এ নিয়ে খুলশী থানায় একটি মামলা করেন তিনি। এরপর অভিযানে নামে পুলিশ। তদন্ত করে পুলিশ জানতে পারে এই ঘটনা ঘটিয়েছে মো. বুলবুল প্রকাশ সুমন (৩৪) তার কথিত এক প্রেমিক।
দুই লাখ টাকা একটি ব্যাগে নিয়ে শহর ছাড়ার পরিকল্পনা করছিল বুলবুল। তবে তার আগেই মঙ্গলবার রাতে পুলিশের হাতে ধরা পড়েন তিনি। পুলিশ জানিয়েছে বুলবুল রাজশাহীর বাগমারা থানার হাট দামনাশ এলাকার মো. মকছেদ আলীর ছেলে। গত চার বছর ধরে ওয়ার্লেস এলাকার এক নারীকে বিয়ে করে সেখানেই থাকেন। তবে ২০১২ সাল থেকে হিজড়ে শাহীনুরের সঙ্গে সম্পর্ক ছিল তার।
মামলার তদন্ত কর্মকর্তা খুলশী থানার উপপরিদর্শক খাজা এনাম এলাহী আজকের পত্রিকাকে বলেন, বর্তমান স্ত্রীকে বিয়ে করার শাহীনুরের সঙ্গে যোগযোগ বন্ধ হয়ে গিয়েছিল। তবে বেশ কয়েক মাস আগে তাঁদের দুজনের আবার যোগযোগ হয়। বুলবুল গত ১২ সেপ্টেম্বর স্ত্রীকে কাজে যাওয়ার কথা বলে শাহীনুরের বাসায় গিয়ে থাকা শুরু করেন। এই সুযোগে তিনি তাঁর কাছে থাকা ২ লাখ টাকার কথা জানতে পারেন। পরে লোভের বশে সেগুলো চুরি করে পালিয়ে যান। পরে খুলশী থানা–পুলিশের বিশেষ অভিযানে সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেপ্তার হয় তাঁকে।

যশোরে গানে গানে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতা, হত্যা, ধর্ষণ ও লুটপাটের প্রতিবাদ জানানো হয়েছে। আজ সোমবার (১২ জানুয়ারি) দুপুরে নাগরিক সমাজের ব্যানারে যশোর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রতিবাদী গান পরিবেশন করা হয়। এ সময় বক্তারা সহিংসতার প্রতিবাদ ও জড়িত ব্যক্তিদের বিচারের
২৮ মিনিট আগে
মানিকগঞ্জে মোছাম্মৎ নুরজাহান (৬০) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোরে শহরের পৌলি এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পুলিশ বলছে, মৃতের গলায় ওড়না প্যাঁচানো ছিল এবং মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
৪১ মিনিট আগে
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম সায়েদ আহমেদ বিল্লাল (৩০)। সায়েদ আহমেদ বিল্লাল গফরগাঁওয়ের বারবাড়িয়া ইউনিয়নের পাকাটি বাজার এলাকার মো. রুহুল আমিনের ছেলে। জীবিকার তাগিদে চার বছর আগে তিনি সৌদি আরবে পাড়ি জমান। চলতি মাসে তাঁর দেশের ফেরার কথা ছিল।
১ ঘণ্টা আগে
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডে গ্রেপ্তার শুটার জিন্নাত আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের খাসকামরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জিন্নাত।
১ ঘণ্টা আগে