লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ডলু খালের ওপর নির্মিত স্টিল ব্রিজটি হুমকির মুখে রয়েছে। ব্রিজটির নিচে ও পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নিচের পিলার ভেসে উঠেছে। এতে ব্রিজটি হুমকির মধ্যে রয়েছে বলে জানান স্থানীয়রা।
জানা যায়, উপজেলার পুটিবিলা ও চুনতি ইউনিয়নের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে ডলুখাল। ওই খালের ওপর পুটিবিলা-চুনতি সংযোগ সড়কে মাওলানাপাড়ায় ১৫-২০ বছর আগে নির্মিত হয়েছে স্টিলের ব্রিজটি। এটি লোহাগাড়া, বান্দরবানের আলীকদম ও লামা উপজেলার সঙ্গে সংযোগ স্থাপন করেছে। পুটিবিলা ও চুনতিবাসীর মধ্যে যাতায়াতের একমাত্র ব্রিজ এটি। এই ব্রিজ দিয়ে পুটিবিলার এমচরহাট-পানত্রিশা-ফারেঙ্গা হয়েও বিভিন্ন স্থানে যাওয়া যায়।
ব্রিজটির ওপর দিয়ে প্রতিদিন শত শত যান চলাচল করছে। স্কুল, মাদ্রাসা, কলেজের শিক্ষার্থীসহ শত শত মানুষ এই ব্রিজ দিয়ে চলাচল করে। ব্রিজের নিচ থেকে বালু তোলার কারণে বর্তমানে এটি হুমকির মুখে পড়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বালু উত্তোলনের কারণে ব্রিজটির বেইজড দেখা যাচ্ছে। গাড়ি চললে ব্রিজটি নড়ে ওঠে। ওই মুহূর্তে মনে হয় ব্রিজ ভেঙে পড়ে যাবে। বালুখেকোরা ব্রিজের নিচে ও পাশ থেকে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের কারণে ব্রিজটির নিচের পিলার ২০-৩০ ফুটের মতো ভেসে উঠেছে।
জানা যায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ব্রিজ থেকে সর্বনিম্ন এক কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন নিষিদ্ধ। কিন্তু আইনের তোয়াক্কা না করেই বালু উত্তোলন অব্যাহত রাখা হয়েছে। এর ফলে যেকোনো সময় ব্রিজটি ভেঙে শত শত গ্রামের মানুষের যাতায়াতব্যবস্থা বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে এলাকাবাসী।
পুটিবিলা ইউপি সদস্য মো. নাছির উদ্দিন জানান, ব্রিজের নিচে ডলুখাল থেকে বালুখেকোরা অবৈধ বালু উত্তোলনের কারণে ব্রিজটি এখন অনেক ঝুঁকিপূর্ণ। তিনি ব্রিজটি দ্রুত সংস্কারের দাবি জানান।
পুটিবিলা ইউপি চেয়ারম্যান হাজি মুহাম্মদ ইউনুচ জানান, দুই ইউনিয়নের বাসিন্দাদের যাতায়াতের জন্য এটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ ব্রিজ। এলাকার কিছু বালুখেকোরা বালু উত্তোলনের কারণে ব্রিজটির বেইজড ২০ ফুটের বেশি দেখা যাচ্ছে। ফলে অনেক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তিনি।
লোহাগাড়া উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ইফরাদ বিন মুনীর বলেন, `ডলু খালের ওপর ব্রিজ নির্মাণ বিষয়ে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। নতুন ব্রিজ নির্মাণের জন্য তালিকা পাঠানো হয়েছে।'
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আহসান হাবিব জিতু জানান, অবৈধভাবে বালু উত্তোলন ও বালুখেকোর বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এরই মধ্যে উপজেলার বিভিন্ন এলাকা থেকেে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং বহু বালু জব্দ করা হয়েছে। বহু বালুখেকোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। ডলুখালের ওপর নির্মিত ব্রিজটির নিচ থেকে কোনো ধরনের বালু উত্তোলন করা যাবে না বলে তিনি জানান।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ডলু খালের ওপর নির্মিত স্টিল ব্রিজটি হুমকির মুখে রয়েছে। ব্রিজটির নিচে ও পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নিচের পিলার ভেসে উঠেছে। এতে ব্রিজটি হুমকির মধ্যে রয়েছে বলে জানান স্থানীয়রা।
জানা যায়, উপজেলার পুটিবিলা ও চুনতি ইউনিয়নের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে ডলুখাল। ওই খালের ওপর পুটিবিলা-চুনতি সংযোগ সড়কে মাওলানাপাড়ায় ১৫-২০ বছর আগে নির্মিত হয়েছে স্টিলের ব্রিজটি। এটি লোহাগাড়া, বান্দরবানের আলীকদম ও লামা উপজেলার সঙ্গে সংযোগ স্থাপন করেছে। পুটিবিলা ও চুনতিবাসীর মধ্যে যাতায়াতের একমাত্র ব্রিজ এটি। এই ব্রিজ দিয়ে পুটিবিলার এমচরহাট-পানত্রিশা-ফারেঙ্গা হয়েও বিভিন্ন স্থানে যাওয়া যায়।
ব্রিজটির ওপর দিয়ে প্রতিদিন শত শত যান চলাচল করছে। স্কুল, মাদ্রাসা, কলেজের শিক্ষার্থীসহ শত শত মানুষ এই ব্রিজ দিয়ে চলাচল করে। ব্রিজের নিচ থেকে বালু তোলার কারণে বর্তমানে এটি হুমকির মুখে পড়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বালু উত্তোলনের কারণে ব্রিজটির বেইজড দেখা যাচ্ছে। গাড়ি চললে ব্রিজটি নড়ে ওঠে। ওই মুহূর্তে মনে হয় ব্রিজ ভেঙে পড়ে যাবে। বালুখেকোরা ব্রিজের নিচে ও পাশ থেকে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের কারণে ব্রিজটির নিচের পিলার ২০-৩০ ফুটের মতো ভেসে উঠেছে।
জানা যায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ব্রিজ থেকে সর্বনিম্ন এক কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন নিষিদ্ধ। কিন্তু আইনের তোয়াক্কা না করেই বালু উত্তোলন অব্যাহত রাখা হয়েছে। এর ফলে যেকোনো সময় ব্রিজটি ভেঙে শত শত গ্রামের মানুষের যাতায়াতব্যবস্থা বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে এলাকাবাসী।
পুটিবিলা ইউপি সদস্য মো. নাছির উদ্দিন জানান, ব্রিজের নিচে ডলুখাল থেকে বালুখেকোরা অবৈধ বালু উত্তোলনের কারণে ব্রিজটি এখন অনেক ঝুঁকিপূর্ণ। তিনি ব্রিজটি দ্রুত সংস্কারের দাবি জানান।
পুটিবিলা ইউপি চেয়ারম্যান হাজি মুহাম্মদ ইউনুচ জানান, দুই ইউনিয়নের বাসিন্দাদের যাতায়াতের জন্য এটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ ব্রিজ। এলাকার কিছু বালুখেকোরা বালু উত্তোলনের কারণে ব্রিজটির বেইজড ২০ ফুটের বেশি দেখা যাচ্ছে। ফলে অনেক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তিনি।
লোহাগাড়া উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ইফরাদ বিন মুনীর বলেন, `ডলু খালের ওপর ব্রিজ নির্মাণ বিষয়ে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। নতুন ব্রিজ নির্মাণের জন্য তালিকা পাঠানো হয়েছে।'
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আহসান হাবিব জিতু জানান, অবৈধভাবে বালু উত্তোলন ও বালুখেকোর বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এরই মধ্যে উপজেলার বিভিন্ন এলাকা থেকেে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং বহু বালু জব্দ করা হয়েছে। বহু বালুখেকোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। ডলুখালের ওপর নির্মিত ব্রিজটির নিচ থেকে কোনো ধরনের বালু উত্তোলন করা যাবে না বলে তিনি জানান।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীরা এখনো শনাক্ত হয়নি বলে দাবি করেছে মামলার বাদীপক্ষ। তারা বলছে, ডিবি পুলিশ তদন্ত করে একটি হাস্যকর প্রতিবেদন দিয়েছে। হত্যাকাণ্ডের মূল রহস্য তদন্ত প্রতিবেদনে স্পষ্ট হয়নি। এ কারণে আরও তদন্ত প্রয়োজন।
৫ মিনিট আগে
কক্সবাজারের চকরিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী বাপ্পারাজ মল্লিক মারা গেছেন। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।
১১ মিনিট আগে
সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিককে আটক করেছে সেনাবাহিনী। আজ বৃহস্পতিবার নগরীর নিজ বাসা থেকে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে নগরীর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।
১৩ মিনিট আগে
নোয়াখালীর সেনবাগে ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুদক। চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের দেরিতে হাসপাতালে আসাসহ রোগীদের জন্য বরাদ্দ খাবার বিতরণে অনিয়মের অভিযোগে এই অভিযান চালানো হয়।
১৪ মিনিট আগে