চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলকে ফের ধাওয়ার ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর ফটক এলাকায় শাখা ছাত্রলীগের বিজয় গ্রুপের একাংশের নেতা কর্মীরা তাকে ধাওয়া দেয়। এর আগে বিজয় গ্রুপের একাংশের নেতাকর্মীদের সঙ্গে সিএফসি গ্রুপের একাংশের নেতা কর্মীদের সংঘর্ষ হয়।
বিজয় গ্রুপের এই অংশের নেতৃত্বে আছেন শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস। অন্যদিকে সিএফসি গ্রুপের একাংশের নেতৃত্বে আছেন শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল। দুই গ্রুপের নেতা কর্মীরা নিজেদের শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচয় দেন।
শাখা ছাত্রলীগ সূত্রে জানা গেছে, সন্ধ্যায় হাটহাজারীর মেখলে হিন্দু সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এ সময় শিক্ষা উপমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর ফটকের সামনে দাঁড়িয়েছিলেন দুই গ্রুপের নেতাকর্মীরা। শুভেচ্ছা জানিয়ে ক্যাম্পাসে ফেরার পথে এই ঘটনা ঘটে।
বিজয় গ্রুপের নেতা ও শাখা ছাত্রলীগের উপআপ্যায়ন সম্পাদক নয়ন মোদক আজকের পত্রিকাকে বলেন, সভাপতি রেজাউল হক রুবেল বহিরাগতদের নিয়ে নেতাকে শুভেচ্ছা জানাতে এসেছে। আমরা শুভেচ্ছা জানিয়ে ফেরার পথে সে বহিরাগতদের নিয়ে আমাদেরকে টিজ করে। আমাদের কর্মীরা তাদেরকে ধাওয়া দিলে রুবেলসহ সবাই পালিয়ে যায়।
তবে ধাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল। তিনি আজকের পত্রিকাকে বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমি কোনো বহিরাগত নিয়ে আসিনি। আমার কর্মীদের ছবি ফেসবুক লাইভে আছে। তাঁর দাবি, বিজয় গ্রুপের একাংশের নেতা মোহাম্মদ ইলিয়াস ইয়াবা ব্যবসায়ী। ইয়াবা ব্যবসার অবৈধ টাকা দিয়ে সে এসব অপপ্রচার চালাচ্ছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলকে এর আগে গত জুলাই মাসেও লাঠিসোঁটা নিয়ে ধাওয়া দেওয়ার ঘটনা ঘটে। ওই সময়ও বিজয় গ্রুপের এই অংশ ও সিএফসি গ্রুপের অপর অংশ ধাওয়া দেয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলকে ফের ধাওয়ার ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর ফটক এলাকায় শাখা ছাত্রলীগের বিজয় গ্রুপের একাংশের নেতা কর্মীরা তাকে ধাওয়া দেয়। এর আগে বিজয় গ্রুপের একাংশের নেতাকর্মীদের সঙ্গে সিএফসি গ্রুপের একাংশের নেতা কর্মীদের সংঘর্ষ হয়।
বিজয় গ্রুপের এই অংশের নেতৃত্বে আছেন শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস। অন্যদিকে সিএফসি গ্রুপের একাংশের নেতৃত্বে আছেন শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল। দুই গ্রুপের নেতা কর্মীরা নিজেদের শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচয় দেন।
শাখা ছাত্রলীগ সূত্রে জানা গেছে, সন্ধ্যায় হাটহাজারীর মেখলে হিন্দু সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এ সময় শিক্ষা উপমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর ফটকের সামনে দাঁড়িয়েছিলেন দুই গ্রুপের নেতাকর্মীরা। শুভেচ্ছা জানিয়ে ক্যাম্পাসে ফেরার পথে এই ঘটনা ঘটে।
বিজয় গ্রুপের নেতা ও শাখা ছাত্রলীগের উপআপ্যায়ন সম্পাদক নয়ন মোদক আজকের পত্রিকাকে বলেন, সভাপতি রেজাউল হক রুবেল বহিরাগতদের নিয়ে নেতাকে শুভেচ্ছা জানাতে এসেছে। আমরা শুভেচ্ছা জানিয়ে ফেরার পথে সে বহিরাগতদের নিয়ে আমাদেরকে টিজ করে। আমাদের কর্মীরা তাদেরকে ধাওয়া দিলে রুবেলসহ সবাই পালিয়ে যায়।
তবে ধাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল। তিনি আজকের পত্রিকাকে বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমি কোনো বহিরাগত নিয়ে আসিনি। আমার কর্মীদের ছবি ফেসবুক লাইভে আছে। তাঁর দাবি, বিজয় গ্রুপের একাংশের নেতা মোহাম্মদ ইলিয়াস ইয়াবা ব্যবসায়ী। ইয়াবা ব্যবসার অবৈধ টাকা দিয়ে সে এসব অপপ্রচার চালাচ্ছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলকে এর আগে গত জুলাই মাসেও লাঠিসোঁটা নিয়ে ধাওয়া দেওয়ার ঘটনা ঘটে। ওই সময়ও বিজয় গ্রুপের এই অংশ ও সিএফসি গ্রুপের অপর অংশ ধাওয়া দেয়।

ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
৪২ মিনিট আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া খাদ্যগুদামে (এলএসডি) রেকর্ড ছাড়া অতিরিক্ত ৩ হাজার ৪৫০ কেজি চালের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্বে দেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ।
১ ঘণ্টা আগে
রাজধানীর একটি হাসপাতাল থেকে জামায়াতে ইসলামীর এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) লাশটি উদ্ধার করা হয়। এর আগে, গতকাল সোমবার রাতে নিজ বাসা থেকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় তাঁকে উদ্ধার করেন মেয়ের জামাই। পরে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে