কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারে টেকনাফের পাহাড়ি এলাকায় একের পর এক অপহরণের ঘটনা ঘটছে। এতে চরম আতঙ্কে ভুগছেন স্থানীয়রা। এমন পরিস্থিতিতে এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে বিশেষ অভিযানের দাবিতে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
স্থানীয় সাংবাদিক ও কবি নুপা আলমের ব্যক্তিগত উদ্যোগে আজ রোববার কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা সংহতি জানিয়ে অবস্থান নেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন সাংবাদিক নুপা আলম, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী, ব্যবসায়ী এইচএম ওসমান গণি, চাকরিজীবী হাসান আলী, সাংবাদিক এহসান কুতুবী, সাজন বড়ুয়া, মুহিব উল্লাহ মুহিব, ইব্রাহিম, মোহাম্মদ রাসেল প্রমুখ।
নুপা আলম বলেন, কয়েক বছর ধরে টেকনাফের পাহাড়ে রোহিঙ্গা ও স্থানীয় কতিপয় ব্যক্তি বাহিনী গঠন করে পাহাড়ে অপহরণ, চাঁদাবাজি ও মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। এসব পাহাড়ে ধারাবাহিকভাবে মানুষজনকে অপহরণ ও জিম্মি করে মুক্তিপণ আদায় করা হয়। গত এক বছরে টেকনাফের বিভিন্ন এলাকায় ১৯২ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। যাদের বেশির ভাগই মুক্তিপণ দিয়ে ফিরেছে। হত্যার ঘটনাও ঘটেছে।
উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী বলেন, ৩৫০ থেকে ৪০০ জনের সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ পাহাড়ে আস্তানা গেড়েছে। স্থানীয় কিছু প্রভাবশালীর আশ্রয়-প্রশ্রয়ে বিগত সরকারের আমলে পাহাড়ে এ ধরনের অপরাধ চক্র গড়ে উঠেছে। কিন্তু ৫ আগস্টের পরও অপরাধ চক্রটি সক্রিয় থাকায় স্থানীয় লোকজন অসহায় হয়ে পড়েছে।
তিনি বলেন, গত এক সপ্তাহে অপহরণ করা হয়েছে ৩০ জন। যার মধ্যে দুজন এখনো জিম্মি রয়েছে। টেকনাফের মানুষ মনে করেন, সেনাবাহিনীর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হলে এই ভয়াবহ অপরাধ রোধ করা সম্ভব হবে।
অবস্থান কর্মসূচি শেষে প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবরে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নিজাম উদ্দিন আহমদ।
উল্লেখ্য, টেকনাফ উপজেলার বাহারছড়া, হোয়াইক্যং ও হ্নীলা ইউনিয়ন পুরোটাই পাহাড়ের পাদদেশে অবস্থিত। সদর ইউনিয়ন ও পৌরসভার কিছু এলাকায়ও পাহাড় রয়েছে। এসব এলাকার মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
কক্সবাজারে টেকনাফের পাহাড়ি এলাকায় একের পর এক অপহরণের ঘটনা ঘটছে। এতে চরম আতঙ্কে ভুগছেন স্থানীয়রা। এমন পরিস্থিতিতে এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে বিশেষ অভিযানের দাবিতে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
স্থানীয় সাংবাদিক ও কবি নুপা আলমের ব্যক্তিগত উদ্যোগে আজ রোববার কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা সংহতি জানিয়ে অবস্থান নেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন সাংবাদিক নুপা আলম, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী, ব্যবসায়ী এইচএম ওসমান গণি, চাকরিজীবী হাসান আলী, সাংবাদিক এহসান কুতুবী, সাজন বড়ুয়া, মুহিব উল্লাহ মুহিব, ইব্রাহিম, মোহাম্মদ রাসেল প্রমুখ।
নুপা আলম বলেন, কয়েক বছর ধরে টেকনাফের পাহাড়ে রোহিঙ্গা ও স্থানীয় কতিপয় ব্যক্তি বাহিনী গঠন করে পাহাড়ে অপহরণ, চাঁদাবাজি ও মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। এসব পাহাড়ে ধারাবাহিকভাবে মানুষজনকে অপহরণ ও জিম্মি করে মুক্তিপণ আদায় করা হয়। গত এক বছরে টেকনাফের বিভিন্ন এলাকায় ১৯২ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। যাদের বেশির ভাগই মুক্তিপণ দিয়ে ফিরেছে। হত্যার ঘটনাও ঘটেছে।
উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী বলেন, ৩৫০ থেকে ৪০০ জনের সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ পাহাড়ে আস্তানা গেড়েছে। স্থানীয় কিছু প্রভাবশালীর আশ্রয়-প্রশ্রয়ে বিগত সরকারের আমলে পাহাড়ে এ ধরনের অপরাধ চক্র গড়ে উঠেছে। কিন্তু ৫ আগস্টের পরও অপরাধ চক্রটি সক্রিয় থাকায় স্থানীয় লোকজন অসহায় হয়ে পড়েছে।
তিনি বলেন, গত এক সপ্তাহে অপহরণ করা হয়েছে ৩০ জন। যার মধ্যে দুজন এখনো জিম্মি রয়েছে। টেকনাফের মানুষ মনে করেন, সেনাবাহিনীর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হলে এই ভয়াবহ অপরাধ রোধ করা সম্ভব হবে।
অবস্থান কর্মসূচি শেষে প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবরে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নিজাম উদ্দিন আহমদ।
উল্লেখ্য, টেকনাফ উপজেলার বাহারছড়া, হোয়াইক্যং ও হ্নীলা ইউনিয়ন পুরোটাই পাহাড়ের পাদদেশে অবস্থিত। সদর ইউনিয়ন ও পৌরসভার কিছু এলাকায়ও পাহাড় রয়েছে। এসব এলাকার মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
গাজীপুরের শ্রীপুরে প্রেমের দ্বন্দ্বে ছুরিকাঘাতে এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে। নিহত ওই যুবকের নাম মো. সৈকত (১৯)। পুলিশ বলছে, এক মেয়ের সঙ্গে দুজনের প্রেমের সম্পর্ক ছিল। সাবেক প্রেমিকের ছুরিকাঘাতে বর্তমান প্রেমিক খুন হয়েছেন। তবে তদন্তের স্বার্থে সাবেক প্রেমিক ও প্রেমিকার নাম জানায়নি পুলিশ
৬ ঘণ্টা আগেদশম শ্রেণির স্কুলছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা ফকিরকে (৪৫) দলের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার রাতে জেলা বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
৮ ঘণ্টা আগেচাঁদপুরে প্রচণ্ড শীতে নিউমোনিয়াসহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। সরকারি জেনারেল হাসপাতালে চলতি মাসের ১৩ দিনে ৬৯৩ জন শিশু ভর্তি হয়েছে। এদের মধ্যে বেশির ভাগ শিশু নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
৮ ঘণ্টা আগেবরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপ অপারেটর নিয়োগ নিয়ে অভিযোগ ওঠার পর অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার দুপুরে বিএমডিএর সেচ শাখার প্রধান তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহাঙ্গীর আলম খানের দপ্তরে এই অভিযান চালানো হয়।
৮ ঘণ্টা আগে