Ajker Patrika

নাসিরনগরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ২৪ মে ২০২৪, ১৬: ৫৭
নাসিরনগরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শিউলি আক্তার (৪৫) নামের এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলা সদরের পশ্চিমপাড়ার দুবাইপ্রবাসী আব্দুর রহমানের স্ত্রী। আজ শুক্রবার দুপুরে তাঁর লাশ উদ্ধার করেছে নাসিরনগর থানার পুলিশ।

পরিবারের সদস্যরা জানান, প্রায় ১৮ বছর আগে উপজেলা সদরের আব্দুর রহমানের সঙ্গে বিয়ে হয় শিউলির। বিয়ের কিছুদিন পর প্রবাসে চলে যান তাঁর স্বামী। ঘটনার আগের দিন গতকাল বৃহস্পতিবার তাঁর একমাত্র মেয়ে চাঁদনী উপজেলার পূর্বভাগ ইউনিয়নের পূর্বভাগ গ্রামে মামার বাড়ি চলে যান। আজ শুক্রবার সকালে চাঁদনী স্বজনদের মাধ্যমে জানতে পারেন, তাঁর মায়ের লাশ ঘরের মেঝেতে পড়ে আছে।

চাঁদনীর অভিযোগ, তাঁর মাকে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা তাঁকে হত্যা করেছে, সে বিষয়ে তিনি কিছুই বলতে পারছেন না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এর সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

শিউলির ভাই লোকমান মিয়া বলেন, ‘ঘটনার আগের রাতে আমার বোন ঘরে একা ছিলেন। তাঁর শরীরে রক্তের দাগ আছে। নাক-মুখ দিয়েও রক্ত বের হচ্ছে। যে বিছানায় ঘুমিয়ে ছিলেন, সেই বিছানা ও বালিশেও রক্তের দাগ লেগে আছে।’

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. আজদু মিয়া বলেন, ঘরের কোনো মালপত্র, টাকাপয়সা ও স্বর্ণালংকার খোয়া যায়নি। প্রকৃত ঘটনা কী, তা পুলিশের তদন্ত ছাড়া বলা সম্ভব নয়।

এ বিষয়ে জানতে চাইলে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. সোহাগ রানা আজকের পত্রিকাকে বলেন, এটি হত্যা নাকি অন্য কিছু, ময়নাতদন্ত করার পরই বলা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত