দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

দেশে প্রথমবারের মতো পৌরসভা পর্যায়ে মহিলা বাস সার্ভিস চালু হয়েছে ফেনীতে। আজ রোববার সকালে ফেনী-২ আসনের সাংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী এ বাস সার্ভিসের উদ্বোধন করেন।
ফেনী সদর হাসপাতাল থেকে মহিপাল, সালাহউদ্দিন মোড় থেকে লালপোল ও ট্রাংক রোড থেকে ফেনী সদর হাসপাতাল রুটে চলবে পৌর মহিলা বাস সার্ভিস।
উদ্বোধনের সময় সাংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী বলেন, দেশে প্রথমবারের মতো পৌরসভা পর্যায়ে মহিলা বাস সার্ভিস চালু হয়েছে। এ উদ্যোগের ফলে নারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের যেভাবে বিভিন্ন জায়গায় অধিষ্ঠিত করছে, নারী ক্ষমতায়নে কাজ করছে সেটি মাথায় রেখেই এ উদ্যোগ।
ফেনী পৌর মেয়র নজরুল স্বপন মিয়াজী বলেন, ‘শহরে চলাচলে নারী-পুরুষ উভয়ের জন্য রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও গ্রীন টাউন বাস সার্ভিস থাকলেও নারীদের জন্য নির্দিষ্ট কোনো পরিবহন সেবা আমাদের শহরের নেই। ফলে শহরে নারী-পুরুষ এক সঙ্গে বিভিন্ন যানবাহনে যাতায়াত করতে হয়। এতে অনেক সময় আমাদের মা-বোন ও মেয়েরা বিভিন্ন ধরনের হয়রানির শিকার হন।’
‘এ শহরে প্রতিদিন জেলার-উপজেলাসহ আশপাশের জেলা থেকেও অনেক নারী আসেন। এদের মধ্যে শহরের বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রী, শিক্ষিকা, অফিসগামী নারী, চিকিৎসা নিতে আসা নারী রোগীও থাকেন। তাদের অস্বস্তিকর পরিবেশের মধ্য দিয়ে বাধ্য হয়েই অনেক সময় এসব পরিবহন দিয়েই চলাচল করতে হয়। বিষয়টি আমার নজরে এলে সংসদ সদস্যকে পৌর মহিলা বাসি সার্ভিসের কথা বলি। তার উৎসাহে এটি সার্ভিস চালু হচ্ছে।’ যুক্ত করেন মেয়র নজরুল স্বপন মিয়াজী।
মেয়র আরও বলেন, ‘চেষ্টা ছিল বাসচালক ও সহকারী নারীদের মধ্য থেকে নিয়োগ দেওয়ার। কিন্তু কোনো নারী চালক খুঁজে না পাওয়ায় প্রাথমিকভাবে পুরুষ চালক ও নারী সহকারী নিয়োগ দিয়েছি। পৌর এলাকার তিনটি রুটে প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত মহিলা বাস সার্ভিসের তিনটি পরিবহন চলাচল করবে। বাসগুলোতে কেবল নারীরাই যাত্রী হিসেবে উঠতে পারবেন। কোনো পুরুষ এ সেবা নিতে পারবে না।’
বিশেষ অতিথি বক্তব্যে ফেনী পুলিশ সুপার জাকির হাসান বলেন, ফেনীতে প্রতিদিন নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে। ফেনী পৌর মেয়র নাগরিকদের সেবায় সব সময় নতুন নতুন সেবা চালু করছে। তারই ধারাবাহিকতায় এটিও একটি মাইলফলক।
জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মঞ্জিলা আক্তার মিমি বলেন, ‘পৌর মেয়রের এ উদ্যোগকে আমরা নারীরা সাধুবাদ জানাচ্ছি। পৌর মহিলা বাস সার্ভিস সেবার মধ্য দিয়ে ফেনী পৌরসভা উন্নয়নের মাইলফলক সৃষ্টি করেছেন। এ সেবার মাধ্যমে আমরা নারীরা বিভিন্ন ধরনের হয়রানির থেকে অবসান পাব।’

দেশে প্রথমবারের মতো পৌরসভা পর্যায়ে মহিলা বাস সার্ভিস চালু হয়েছে ফেনীতে। আজ রোববার সকালে ফেনী-২ আসনের সাংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী এ বাস সার্ভিসের উদ্বোধন করেন।
ফেনী সদর হাসপাতাল থেকে মহিপাল, সালাহউদ্দিন মোড় থেকে লালপোল ও ট্রাংক রোড থেকে ফেনী সদর হাসপাতাল রুটে চলবে পৌর মহিলা বাস সার্ভিস।
উদ্বোধনের সময় সাংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী বলেন, দেশে প্রথমবারের মতো পৌরসভা পর্যায়ে মহিলা বাস সার্ভিস চালু হয়েছে। এ উদ্যোগের ফলে নারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের যেভাবে বিভিন্ন জায়গায় অধিষ্ঠিত করছে, নারী ক্ষমতায়নে কাজ করছে সেটি মাথায় রেখেই এ উদ্যোগ।
ফেনী পৌর মেয়র নজরুল স্বপন মিয়াজী বলেন, ‘শহরে চলাচলে নারী-পুরুষ উভয়ের জন্য রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও গ্রীন টাউন বাস সার্ভিস থাকলেও নারীদের জন্য নির্দিষ্ট কোনো পরিবহন সেবা আমাদের শহরের নেই। ফলে শহরে নারী-পুরুষ এক সঙ্গে বিভিন্ন যানবাহনে যাতায়াত করতে হয়। এতে অনেক সময় আমাদের মা-বোন ও মেয়েরা বিভিন্ন ধরনের হয়রানির শিকার হন।’
‘এ শহরে প্রতিদিন জেলার-উপজেলাসহ আশপাশের জেলা থেকেও অনেক নারী আসেন। এদের মধ্যে শহরের বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রী, শিক্ষিকা, অফিসগামী নারী, চিকিৎসা নিতে আসা নারী রোগীও থাকেন। তাদের অস্বস্তিকর পরিবেশের মধ্য দিয়ে বাধ্য হয়েই অনেক সময় এসব পরিবহন দিয়েই চলাচল করতে হয়। বিষয়টি আমার নজরে এলে সংসদ সদস্যকে পৌর মহিলা বাসি সার্ভিসের কথা বলি। তার উৎসাহে এটি সার্ভিস চালু হচ্ছে।’ যুক্ত করেন মেয়র নজরুল স্বপন মিয়াজী।
মেয়র আরও বলেন, ‘চেষ্টা ছিল বাসচালক ও সহকারী নারীদের মধ্য থেকে নিয়োগ দেওয়ার। কিন্তু কোনো নারী চালক খুঁজে না পাওয়ায় প্রাথমিকভাবে পুরুষ চালক ও নারী সহকারী নিয়োগ দিয়েছি। পৌর এলাকার তিনটি রুটে প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত মহিলা বাস সার্ভিসের তিনটি পরিবহন চলাচল করবে। বাসগুলোতে কেবল নারীরাই যাত্রী হিসেবে উঠতে পারবেন। কোনো পুরুষ এ সেবা নিতে পারবে না।’
বিশেষ অতিথি বক্তব্যে ফেনী পুলিশ সুপার জাকির হাসান বলেন, ফেনীতে প্রতিদিন নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে। ফেনী পৌর মেয়র নাগরিকদের সেবায় সব সময় নতুন নতুন সেবা চালু করছে। তারই ধারাবাহিকতায় এটিও একটি মাইলফলক।
জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মঞ্জিলা আক্তার মিমি বলেন, ‘পৌর মেয়রের এ উদ্যোগকে আমরা নারীরা সাধুবাদ জানাচ্ছি। পৌর মহিলা বাস সার্ভিস সেবার মধ্য দিয়ে ফেনী পৌরসভা উন্নয়নের মাইলফলক সৃষ্টি করেছেন। এ সেবার মাধ্যমে আমরা নারীরা বিভিন্ন ধরনের হয়রানির থেকে অবসান পাব।’

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৩ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৩ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৩ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৩ ঘণ্টা আগে