কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার রামু উপজেলার ঈদগড়ের গহিন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়ে অভিযান চালিয়েছে র্যাব। অভিযানে অস্ত্র, গুলি ও বিভিন্ন সরঞ্জামসহ এক কারিগরকে আটক করা হয়েছে। র্যাব জানায়, এখান থেকে তৈরি অস্ত্র কক্সবাজার শহর, উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের এলাকায় অপরাধীদের কাছে সরবরাহ করা হতো।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, আজ শুক্রবার দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার ঈদগড় ইউনিয়নের তেলখোলা পাইন্ন্যাসা গহিন পাহাড়ি এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে দেশীয় তৈরি দুটি বন্দুক, ৬০টি গুলি, গুলির খোসা, ১৫টি সিসাসহ নানা সরঞ্জাম জব্দ করা হয়।
আটক ব্যক্তির নাম আনোয়ার হোসেন (৩৫)। তিনি উপজেলার ঈদগড় ইউনিয়নের খরুলিয়া এলাকার বাসিন্দা। আনোয়ার হোসেন অস্ত্র তৈরি ও কেনাবেচার সংঘবদ্ধ চক্রের সদস্য বলে র্যাব জানিয়েছে।
র্যাবের অধিনায়ক সাজ্জাদ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালানো হয়। এ সময় কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও আনোয়ারকে আটক করা হয়। পরে কারখানায় তল্লাশি করে দেশীয় তৈরি দুটি বন্দুক, ৬০টি গুলি, গুলির খোসা, ১৫টি সিসাসহ নানা সরঞ্জাম জব্দ করা হয়।
আনোয়ার সংঘবদ্ধ অস্ত্র তৈরি চক্রের আরও তিন সদস্যের ব্যাপারে তথ্য দিয়েছেন। তাঁরা দীর্ঘদিন ঈদগড়ের গহিন পাহাড়ে আগ্নেয়াস্ত্র তৈরি করে আসছিলেন। এ কারখানায় তৈরি অস্ত্রগুলো চক্রটি কক্সবাজার শহর, উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের এলাকায় অপরাধীদের কাছে সরবরাহ করে আসছে।
সাজ্জাদ হোসেন আরও বলেন, পলাতক অস্ত্র তৈরি চক্রের সদস্যদের গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে রামু থানায় মামলার প্রস্তুতি চলছে।

কক্সবাজার রামু উপজেলার ঈদগড়ের গহিন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়ে অভিযান চালিয়েছে র্যাব। অভিযানে অস্ত্র, গুলি ও বিভিন্ন সরঞ্জামসহ এক কারিগরকে আটক করা হয়েছে। র্যাব জানায়, এখান থেকে তৈরি অস্ত্র কক্সবাজার শহর, উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের এলাকায় অপরাধীদের কাছে সরবরাহ করা হতো।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, আজ শুক্রবার দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার ঈদগড় ইউনিয়নের তেলখোলা পাইন্ন্যাসা গহিন পাহাড়ি এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে দেশীয় তৈরি দুটি বন্দুক, ৬০টি গুলি, গুলির খোসা, ১৫টি সিসাসহ নানা সরঞ্জাম জব্দ করা হয়।
আটক ব্যক্তির নাম আনোয়ার হোসেন (৩৫)। তিনি উপজেলার ঈদগড় ইউনিয়নের খরুলিয়া এলাকার বাসিন্দা। আনোয়ার হোসেন অস্ত্র তৈরি ও কেনাবেচার সংঘবদ্ধ চক্রের সদস্য বলে র্যাব জানিয়েছে।
র্যাবের অধিনায়ক সাজ্জাদ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালানো হয়। এ সময় কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও আনোয়ারকে আটক করা হয়। পরে কারখানায় তল্লাশি করে দেশীয় তৈরি দুটি বন্দুক, ৬০টি গুলি, গুলির খোসা, ১৫টি সিসাসহ নানা সরঞ্জাম জব্দ করা হয়।
আনোয়ার সংঘবদ্ধ অস্ত্র তৈরি চক্রের আরও তিন সদস্যের ব্যাপারে তথ্য দিয়েছেন। তাঁরা দীর্ঘদিন ঈদগড়ের গহিন পাহাড়ে আগ্নেয়াস্ত্র তৈরি করে আসছিলেন। এ কারখানায় তৈরি অস্ত্রগুলো চক্রটি কক্সবাজার শহর, উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের এলাকায় অপরাধীদের কাছে সরবরাহ করে আসছে।
সাজ্জাদ হোসেন আরও বলেন, পলাতক অস্ত্র তৈরি চক্রের সদস্যদের গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে রামু থানায় মামলার প্রস্তুতি চলছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৪ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৪ ঘণ্টা আগে