কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কাল সোমবার ইভিএমে ১২টি ওয়ার্ডে ৪৩টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। তবে, এসব কেন্দ্রের সব কটি অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ প্রশাসন।
জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা এসএম শাহাদাত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সব কেন্দ্রে ইভিএমসহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। সকাল ৮টা থেকে বেলা ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে।’
ভোট গ্রহণ সুষ্ঠু করতে ৪৩টি কেন্দ্রের প্রতিটিতে চারজন পুলিশসহ পুরুষ–মহিলা আনসার বাহিনীর ১৩ জন, ১২টি ওয়ার্ডে পুলিশের ১২টি টহল দল, স্ট্রাইকিং ফোর্সসহ ৭৯০ জন পুলিশ দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে সাত প্লাটুন বিজিবি, র্যাবের ১২টি পেট্রল দল এবং ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তিনজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করবেন। পাশাপাশি ভোট সুষ্ঠু করতে প্রত্যেকটি কেন্দ্রে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘৪৩টি কেন্দ্রের প্রতিটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে কঠোর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।’
উল্লেখ্য, কক্সবাজার পৌরসভা নির্বাচনের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকে মাহবুবুর রহমান চৌধুরী ও আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) নারকেল গাছ মার্কার মাসেদুল হক রাশেদ। এ ছাড়া তিনজন স্বতন্ত্র মেয়র প্রার্থী হলেন–জগদীশ বড়ুয়া (হেলমেট), জোছনা হক (মোবাইল ফোন) ও মো. জাহেদুর রহমান (হাতপাখা)।
সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৬ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৫৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভার মোট ভোটার সংখ্যা ৯৫ হাজার ৩৮৬ জন।

কক্সবাজার পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কাল সোমবার ইভিএমে ১২টি ওয়ার্ডে ৪৩টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। তবে, এসব কেন্দ্রের সব কটি অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ প্রশাসন।
জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা এসএম শাহাদাত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সব কেন্দ্রে ইভিএমসহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। সকাল ৮টা থেকে বেলা ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে।’
ভোট গ্রহণ সুষ্ঠু করতে ৪৩টি কেন্দ্রের প্রতিটিতে চারজন পুলিশসহ পুরুষ–মহিলা আনসার বাহিনীর ১৩ জন, ১২টি ওয়ার্ডে পুলিশের ১২টি টহল দল, স্ট্রাইকিং ফোর্সসহ ৭৯০ জন পুলিশ দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে সাত প্লাটুন বিজিবি, র্যাবের ১২টি পেট্রল দল এবং ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তিনজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করবেন। পাশাপাশি ভোট সুষ্ঠু করতে প্রত্যেকটি কেন্দ্রে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘৪৩টি কেন্দ্রের প্রতিটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে কঠোর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।’
উল্লেখ্য, কক্সবাজার পৌরসভা নির্বাচনের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকে মাহবুবুর রহমান চৌধুরী ও আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) নারকেল গাছ মার্কার মাসেদুল হক রাশেদ। এ ছাড়া তিনজন স্বতন্ত্র মেয়র প্রার্থী হলেন–জগদীশ বড়ুয়া (হেলমেট), জোছনা হক (মোবাইল ফোন) ও মো. জাহেদুর রহমান (হাতপাখা)।
সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৬ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৫৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভার মোট ভোটার সংখ্যা ৯৫ হাজার ৩৮৬ জন।

বগুড়ার গাবতলী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আবু বক্কর সিদ্দিক (৫৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হন অন্তত ৯ জন। আজ সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার জাতহলিদা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী গোলাম নবী আলমগীর তাঁর মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন। এর ফলে আসনটিতে বিএনপি নেতৃত্বাধীন জোটের একমাত্র প্রার্থী হিসেবে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
৮ মিনিট আগে
গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানায় অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। আজ সোমবার বিকেলে টঙ্গী মেঘনা রোড এলাকায় গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ নামের কারখানায় এ ঘটনা ঘটে।
২৭ মিনিট আগে
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার খেলার সময় উল্লাস করায় ফরিদপুরে হোস্টেলে জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়র শিক্ষার্থীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় হোস্টেলের জানালা, দরজা ও আসবাবপত্র ভাঙচুরও করা হয়। হামলায় আহত অবস্থায় সাতজন শিক্ষার্থীকে ফরিদপুর মেডিকেল কলেজ
৩২ মিনিট আগে