লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগতিতে বিএনপির উঠান বৈঠকে এক আওয়ামী লীগ নেতাকে বিশেষ অতিথি করায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। ওই বৈঠকে কেন্দ্রীয় বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও লক্ষ্মীপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে জানা যায়, রাষ্ট্রকাঠামো সংস্কারের লক্ষ্যে ৩১ দফা জনগণের কাছে তুলে ধরতে গত বুধবার (২৯ জানুয়ারি) রামগতি উপজেলার আলেক্সান্ডার ইউনিয়ন বিএনপির উদ্যোগে একটি উঠান বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠকে আলেক্সান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রামগতি উপজেলা আওয়ামী লীগের সদস্য শামীম আব্বাস সুমনকে দেখা যায়। তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক জামাল উদ্দিনের পাশে বসা ছিলেন।
এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা এবিএম আশরাফ উদ্দিন নিজাম।
উপজেলা বিএনপির একাধিক নেতা জানিয়েছেন, আওয়ামী লীগের প্রভাবশালী নেতা বিএনপির উঠান বৈঠকে—ঘটনাটি আমাদের ব্যথিত করেছে। এতে দলীয় নেতারা ক্ষুব্ধ হয়েছেন। দলের হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী, আওয়ামী লীগের দোসররা যেন কোনোভাবে বিএনপির ভেতরে অনুপ্রবেশ করতে না পারে, সেদিকে কঠোর নির্দেশ রয়েছে। কিন্তু বিএনপির উঠান বৈঠকে কীভাবে আওয়ামী লীগের নেতা অতিথি হয়ে আসেন সেটাই এখন বড় প্রশ্ন। দ্রুত এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নিতে আহ্বান জানান তৃণমূলের বিএনপির নেতা–কর্মীরা।
এই ব্যাপারে আওয়ামী লীগ নেতা শামীম আব্বাস সুমন সাংবাদিকদের বলেন, ‘আমি যেহেতু ইউপি চেয়ারম্যান। সে হিসেবে বিএনপির উঠান বৈঠকে গেছি। এই বিষয়টি সাবেক এমপি সাহেব (আশরাফ উদ্দিন নিজাম) জানেন। আমি এই বিষয়ে কিছু বলব না।’
রামগতি উপজেলা বিএনপির আহ্বায়ক জামাল উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘আমাদের দলীয় বৈঠকে হঠাৎ শামীম আব্বাস সুমন ঢুকে পড়েছেন। তিনি আমাদের দলীয় কেউ না। আমাদের নেতা–কর্মীরা এই নিয়ে চরম উত্তেজিত ও ক্ষুব্ধ হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছি।’

লক্ষ্মীপুরের রামগতিতে বিএনপির উঠান বৈঠকে এক আওয়ামী লীগ নেতাকে বিশেষ অতিথি করায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। ওই বৈঠকে কেন্দ্রীয় বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও লক্ষ্মীপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে জানা যায়, রাষ্ট্রকাঠামো সংস্কারের লক্ষ্যে ৩১ দফা জনগণের কাছে তুলে ধরতে গত বুধবার (২৯ জানুয়ারি) রামগতি উপজেলার আলেক্সান্ডার ইউনিয়ন বিএনপির উদ্যোগে একটি উঠান বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠকে আলেক্সান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রামগতি উপজেলা আওয়ামী লীগের সদস্য শামীম আব্বাস সুমনকে দেখা যায়। তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক জামাল উদ্দিনের পাশে বসা ছিলেন।
এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা এবিএম আশরাফ উদ্দিন নিজাম।
উপজেলা বিএনপির একাধিক নেতা জানিয়েছেন, আওয়ামী লীগের প্রভাবশালী নেতা বিএনপির উঠান বৈঠকে—ঘটনাটি আমাদের ব্যথিত করেছে। এতে দলীয় নেতারা ক্ষুব্ধ হয়েছেন। দলের হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী, আওয়ামী লীগের দোসররা যেন কোনোভাবে বিএনপির ভেতরে অনুপ্রবেশ করতে না পারে, সেদিকে কঠোর নির্দেশ রয়েছে। কিন্তু বিএনপির উঠান বৈঠকে কীভাবে আওয়ামী লীগের নেতা অতিথি হয়ে আসেন সেটাই এখন বড় প্রশ্ন। দ্রুত এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নিতে আহ্বান জানান তৃণমূলের বিএনপির নেতা–কর্মীরা।
এই ব্যাপারে আওয়ামী লীগ নেতা শামীম আব্বাস সুমন সাংবাদিকদের বলেন, ‘আমি যেহেতু ইউপি চেয়ারম্যান। সে হিসেবে বিএনপির উঠান বৈঠকে গেছি। এই বিষয়টি সাবেক এমপি সাহেব (আশরাফ উদ্দিন নিজাম) জানেন। আমি এই বিষয়ে কিছু বলব না।’
রামগতি উপজেলা বিএনপির আহ্বায়ক জামাল উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘আমাদের দলীয় বৈঠকে হঠাৎ শামীম আব্বাস সুমন ঢুকে পড়েছেন। তিনি আমাদের দলীয় কেউ না। আমাদের নেতা–কর্মীরা এই নিয়ে চরম উত্তেজিত ও ক্ষুব্ধ হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছি।’

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ‘আমাদেরই একটি অংশ চায় না যাতে নির্বাচন ভালো হোক। তবে আগামী নির্বাচনে কী হবে, কী হবে না, তা ঠিক করবে তরুণরা।’
২০ মিনিট আগে
ডিএনসিসি প্রশাসক বলেন, ভাড়া দেওয়ার আগে অবশ্যই বাড়িটি বসবাসের উপযোগী করে রাখতে হবে। বাড়িতে ইউটিলিটি সার্ভিসের (গ্যাস, বিদ্যুৎ ও পানি) নিরবচ্ছিন্ন সংযোগ ও প্রতিদিন গৃহস্থালি বর্জ্য সংগ্রহসহ অন্যান্য সব সুবিধা নিশ্চিত করতে হবে। তবে ইউটিলিটি সার্ভিসের ক্ষেত্রে যথাযথ বিলের বেশি বা লাভ নেওয়া যাবে না।
২৫ মিনিট আগে
বরিশালের হিজলা উপজেলা-সংলগ্ন মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ চার জেলের মধ্যে দুজনের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ মঙ্গলবার ভোর ৫টায় উপজেলার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামের পূর্ব পাশে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় তাঁদের লাশ উদ্ধার করা হয়। উদ্ধার জেলেরা হলেন মেহেন্দিগঞ্জ উপজেলার
৩৬ মিনিট আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আদালতের আদেশে স্থগিত হওয়ার প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রশিবির। আগামী জাতীয় নির্বাচনের আগেই শাকসু নির্বাচনের দাবি জানিয়েছে তারা।
১ ঘণ্টা আগে