কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলীর বড়উঠানে শাশুড়ির মৃত্যুর খবর শুনে একমাত্র ছেলেসন্তানকে নিয়ে বাড়ি ফিরছিলেন মা আইরিন নিগার (২৮)। গাড়িতে উঠে কিছুদূর যাওয়ার পরই বাস ও পাথরবোঝাই ডাম্প ট্রাকের সংঘর্ষে ৭ মাসের সন্তানসহ প্রাণ হারান তিনি।
গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর গয়ালমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন নিহতের আপন ছোট ভাই মোহাম্মদ আবির। নিহত আইরিন নিগার কর্ণফুলীর বড়উঠান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ নোমানুর রশিদের (৩৫) স্ত্রী।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৫ ফেব্রুয়ারি কক্সবাজার রামুতে আইরিনের বাবা মারা গেলে সন্তানকে নিয়ে বাবার বাড়িতে যান। এরপর থেকে সেখানেই ছিলেন। এদিকে গতকাল রোববার রাত ১২টার দিয়ে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর শাশুড়ি ফাতেমা বেগম (৭০) মারা যান। মৃত্যুর খবর শুনে ছোট ভাই ও সন্তানকে নিয়ে স্বামীর বাড়িতে আসছিলেন আইরিন।
পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর গয়ালমারা এলাকায় বাস ও পাথরবোঝাই ডাম্প ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান আইরিন। এ সময় গুরুতর আহত হন শিশুসন্তান মোহাম্মদ আরহাম বিন নোমানসহ আরও সাতজন। আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাত মাসের আরহাম। আহত বাকি ৬ জনের পরিচয় পাওয়া যায়নি।
মায়ের পর দুর্ঘটনায় স্ত্রী ও সন্তান নিহতের খবরে দিশেহারা হয়ে পড়েন স্বামী মোহাম্মদ নোমানুর রশিদ। সকালে স্ত্রী ও সন্তানের লাশ বাড়িতে এলে তিনি কান্নায় ভেঙে পড়েন। আহাজারি করতে করতে নোমানুর রশিদ বলছিলেন, ‘মা, স্ত্রী-সন্তান গেল, আমারে দেখার কেউ রইল না আর। মাকে দাফন করে ঘরে এসেই স্ত্রী-সন্তানকেও কবরে দিয়ে আসতে হলো।’
কাঁপা কণ্ঠে নোমানুর রশিদ আরও বলেন, ‘মায়ের মৃত্যুর খবরে দ্রুত আসতে বলেছিলাম। তারা ফিরেছে ঠিকই, তবে লাশ হয়ে। কিন্তু কেন? আমার সাজানো-গোছানো সংসারের এ পরিণতি কেন? আমার স্ত্রী-সন্তানদের এই পরিণতির জন্য দায়ী কে? আমি তাদের শাস্তি চাই। অন্য কিছু নয়।’
নিহতের ভাশুর আমিনুল রশিদ বলেন, সোমবার সকাল ১০টায় মায়ের জানাজা শেষে দাফন করা হয়। এরপর দুপুরে ছোট ভাইয়ের স্ত্রী ও তাঁর সন্তানের দাফন সম্পন্ন হয়।
এ বিষয়ে রামু চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চট্টগ্রামের কর্ণফুলীর বড়উঠানে শাশুড়ির মৃত্যুর খবর শুনে একমাত্র ছেলেসন্তানকে নিয়ে বাড়ি ফিরছিলেন মা আইরিন নিগার (২৮)। গাড়িতে উঠে কিছুদূর যাওয়ার পরই বাস ও পাথরবোঝাই ডাম্প ট্রাকের সংঘর্ষে ৭ মাসের সন্তানসহ প্রাণ হারান তিনি।
গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর গয়ালমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন নিহতের আপন ছোট ভাই মোহাম্মদ আবির। নিহত আইরিন নিগার কর্ণফুলীর বড়উঠান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ নোমানুর রশিদের (৩৫) স্ত্রী।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৫ ফেব্রুয়ারি কক্সবাজার রামুতে আইরিনের বাবা মারা গেলে সন্তানকে নিয়ে বাবার বাড়িতে যান। এরপর থেকে সেখানেই ছিলেন। এদিকে গতকাল রোববার রাত ১২টার দিয়ে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর শাশুড়ি ফাতেমা বেগম (৭০) মারা যান। মৃত্যুর খবর শুনে ছোট ভাই ও সন্তানকে নিয়ে স্বামীর বাড়িতে আসছিলেন আইরিন।
পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর গয়ালমারা এলাকায় বাস ও পাথরবোঝাই ডাম্প ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান আইরিন। এ সময় গুরুতর আহত হন শিশুসন্তান মোহাম্মদ আরহাম বিন নোমানসহ আরও সাতজন। আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাত মাসের আরহাম। আহত বাকি ৬ জনের পরিচয় পাওয়া যায়নি।
মায়ের পর দুর্ঘটনায় স্ত্রী ও সন্তান নিহতের খবরে দিশেহারা হয়ে পড়েন স্বামী মোহাম্মদ নোমানুর রশিদ। সকালে স্ত্রী ও সন্তানের লাশ বাড়িতে এলে তিনি কান্নায় ভেঙে পড়েন। আহাজারি করতে করতে নোমানুর রশিদ বলছিলেন, ‘মা, স্ত্রী-সন্তান গেল, আমারে দেখার কেউ রইল না আর। মাকে দাফন করে ঘরে এসেই স্ত্রী-সন্তানকেও কবরে দিয়ে আসতে হলো।’
কাঁপা কণ্ঠে নোমানুর রশিদ আরও বলেন, ‘মায়ের মৃত্যুর খবরে দ্রুত আসতে বলেছিলাম। তারা ফিরেছে ঠিকই, তবে লাশ হয়ে। কিন্তু কেন? আমার সাজানো-গোছানো সংসারের এ পরিণতি কেন? আমার স্ত্রী-সন্তানদের এই পরিণতির জন্য দায়ী কে? আমি তাদের শাস্তি চাই। অন্য কিছু নয়।’
নিহতের ভাশুর আমিনুল রশিদ বলেন, সোমবার সকাল ১০টায় মায়ের জানাজা শেষে দাফন করা হয়। এরপর দুপুরে ছোট ভাইয়ের স্ত্রী ও তাঁর সন্তানের দাফন সম্পন্ন হয়।
এ বিষয়ে রামু চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৫ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৫ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৫ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৫ ঘণ্টা আগে