সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডের বারআউলিয়া এলাকায় পুলিশি হস্তক্ষেপে বন্ধ হয়েছে শতবর্ষী পুকুর ভরাট কাজ। গতকাল সোমবার বিকেলে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে পুকুর ভরাট কাজ বন্ধ করা হয় বলে নিশ্চিত করেছেন বারআউলিয়া হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ইব্রাহিম।
সরেজমিন ঘুরে দেখা যায়, স্থাপনা নির্মাণের জন্য শতবর্ষীয় পুকুরের মাঝখানে বাঁশের ঘেরাও দিয়ে চলছে মাটি ভরাটের কাজ। স্থানীয় এলাকাবাসীর পাশাপাশি পুকুরটি ব্যবহার করেন মসজিদের শত শত মুসল্লি। তবে মাটি ভরাটের কারণে বর্তমানে কাঁদা-মাটিতে একাকার হয়ে ব্যবহার অনুপযোগী হয়ে গেছে পুকুরটি। এতে চরম দুর্ভোগে পড়েছেন নামাজ পড়তে মসজিদে আসা শত শত মুসল্লির পাশাপাশি স্থানীয় হাজারো এলাকাবাসীরা।
স্থানীয় এলাকাবাসীরা জানান, সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া এলাকার মহাসড়ক সংলগ্ন শতবর্ষী বওনা পুকুরটি (মসজিদ পুকুর) স্থাপনা নির্মাণে ভরাট শুরু করেন মোরশেদ নামে এক প্রভাবশালী ব্যক্তি। জনগুরুত্বপূর্ণ এ পুকুর ভরাটে এলাকাবাসী ও স্থানীয় মুসল্লিদের মাঝে অসন্তোষ দেখা দেয়। কিন্তু তাতে গুরুত্ব না দিয়ে মোরশেদ স্থাপনা নির্মাণে অব্যাহত রাখেন পুকুর ভরাট কাজ। শতবর্ষীয় পুকুর ভরাট বন্ধে এলাকাবাসী স্থানীয় জনপ্রতিনিধির কাছে একাধিকবার অভিযোগ দিলেও তাতে কোনো সুফল মেলেনি।
পরবর্তীতে গতকাল বিকেলে পুকুর ভরাট বন্ধে বারআউলিয়া হাইওয়ে পুলিশের কাছে অভিযোগ করা হয়। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে বারআউলিয়া হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ইব্রাহিম ঘটনাস্থলে গিয়ে পুকুর ভরাট কাজ বন্ধ করেন।
এ ব্যাপারে অভিযুক্ত মোর্শেদ বলেন, আমি পুরো পুকুর ভরাট করছি না। তবে স্ক্র্যাপ মালামাল রাখার সুবিধার্থে ডিপো নির্মাণে পুকুরের পাশের কিছু অংশ ভরাট করছি। গতকাল বিকেলে পুলিশ এসে বাধা দেওয়ার পর ভরাট কাজ বন্ধ রেখেছি।
বারআউলিয়া হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইব্রাহিম বলেন, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে গিয়ে পুকুরের ভরাট কাজ বন্ধ করে দিয়েছি। পুকুর ভরাটে জড়িতদের থানায় যোগাযোগও করতে বলা হয়েছে।

চট্টগ্রামের সীতাকুণ্ডের বারআউলিয়া এলাকায় পুলিশি হস্তক্ষেপে বন্ধ হয়েছে শতবর্ষী পুকুর ভরাট কাজ। গতকাল সোমবার বিকেলে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে পুকুর ভরাট কাজ বন্ধ করা হয় বলে নিশ্চিত করেছেন বারআউলিয়া হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ইব্রাহিম।
সরেজমিন ঘুরে দেখা যায়, স্থাপনা নির্মাণের জন্য শতবর্ষীয় পুকুরের মাঝখানে বাঁশের ঘেরাও দিয়ে চলছে মাটি ভরাটের কাজ। স্থানীয় এলাকাবাসীর পাশাপাশি পুকুরটি ব্যবহার করেন মসজিদের শত শত মুসল্লি। তবে মাটি ভরাটের কারণে বর্তমানে কাঁদা-মাটিতে একাকার হয়ে ব্যবহার অনুপযোগী হয়ে গেছে পুকুরটি। এতে চরম দুর্ভোগে পড়েছেন নামাজ পড়তে মসজিদে আসা শত শত মুসল্লির পাশাপাশি স্থানীয় হাজারো এলাকাবাসীরা।
স্থানীয় এলাকাবাসীরা জানান, সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া এলাকার মহাসড়ক সংলগ্ন শতবর্ষী বওনা পুকুরটি (মসজিদ পুকুর) স্থাপনা নির্মাণে ভরাট শুরু করেন মোরশেদ নামে এক প্রভাবশালী ব্যক্তি। জনগুরুত্বপূর্ণ এ পুকুর ভরাটে এলাকাবাসী ও স্থানীয় মুসল্লিদের মাঝে অসন্তোষ দেখা দেয়। কিন্তু তাতে গুরুত্ব না দিয়ে মোরশেদ স্থাপনা নির্মাণে অব্যাহত রাখেন পুকুর ভরাট কাজ। শতবর্ষীয় পুকুর ভরাট বন্ধে এলাকাবাসী স্থানীয় জনপ্রতিনিধির কাছে একাধিকবার অভিযোগ দিলেও তাতে কোনো সুফল মেলেনি।
পরবর্তীতে গতকাল বিকেলে পুকুর ভরাট বন্ধে বারআউলিয়া হাইওয়ে পুলিশের কাছে অভিযোগ করা হয়। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে বারআউলিয়া হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ইব্রাহিম ঘটনাস্থলে গিয়ে পুকুর ভরাট কাজ বন্ধ করেন।
এ ব্যাপারে অভিযুক্ত মোর্শেদ বলেন, আমি পুরো পুকুর ভরাট করছি না। তবে স্ক্র্যাপ মালামাল রাখার সুবিধার্থে ডিপো নির্মাণে পুকুরের পাশের কিছু অংশ ভরাট করছি। গতকাল বিকেলে পুলিশ এসে বাধা দেওয়ার পর ভরাট কাজ বন্ধ রেখেছি।
বারআউলিয়া হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইব্রাহিম বলেন, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে গিয়ে পুকুরের ভরাট কাজ বন্ধ করে দিয়েছি। পুকুর ভরাটে জড়িতদের থানায় যোগাযোগও করতে বলা হয়েছে।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৭ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৭ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৮ ঘণ্টা আগে