কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় নগরীর বারপাড়া এলাকায় কলেজশিক্ষক সাইফুল আজম সুজন হত্যার ঘটনায় আপন চার ভাইসহ ছয়জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি জাকির হোসেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন নগরীর বারপাড়া এলাকার মো. জামাল হোসেন (৩০), মো. ইলিয়াস (২৫), মো. জাকির হোসেন (৪২)। পলাতক ছিলেন মো. নয়ন (২৪) মো. কামাল (৩০) ও মিঠুন (২৯)।
সরকারি কৌঁসুলি জাকির হোসেন জানান, মোট ৯ জন আসামির মধ্যে দুজনকে খালাস দেওয়া হয়। একজন বিচারাধীন অবস্থায় মারা যান। দণ্ডপ্রাপ্ত আসামির মধ্যে নগরীর বারপাড়া এলাকার সহিদুর রহমানের ছেলে জামাল, কামাল, নয়ন ও মিঠুন আপন চার ভাই। বাকি দুজন একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে মো. ইলিয়াস ও হামিদ আলীর ছেলে জাকির হোসেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১০ সালের ৮ অক্টোবর বিকেলে জেলার আদর্শ সদর উপজেলার কুচাইতলী এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বেসরকারি একটি প্রতিষ্ঠানের শিক্ষক জাহেদুল আলম সুজনকে মারধর ও এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন প্রতিপক্ষের লোকজন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের বাবা একেএম ফারুক আজম বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ উপপরিদর্শক মো. নাসির উদ্দিন মৃধা ২০১১ সালের ২২ মে ৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচার চলাকালে এক আসামি মৃত্যুবরণ করেছেন।

কুমিল্লায় নগরীর বারপাড়া এলাকায় কলেজশিক্ষক সাইফুল আজম সুজন হত্যার ঘটনায় আপন চার ভাইসহ ছয়জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি জাকির হোসেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন নগরীর বারপাড়া এলাকার মো. জামাল হোসেন (৩০), মো. ইলিয়াস (২৫), মো. জাকির হোসেন (৪২)। পলাতক ছিলেন মো. নয়ন (২৪) মো. কামাল (৩০) ও মিঠুন (২৯)।
সরকারি কৌঁসুলি জাকির হোসেন জানান, মোট ৯ জন আসামির মধ্যে দুজনকে খালাস দেওয়া হয়। একজন বিচারাধীন অবস্থায় মারা যান। দণ্ডপ্রাপ্ত আসামির মধ্যে নগরীর বারপাড়া এলাকার সহিদুর রহমানের ছেলে জামাল, কামাল, নয়ন ও মিঠুন আপন চার ভাই। বাকি দুজন একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে মো. ইলিয়াস ও হামিদ আলীর ছেলে জাকির হোসেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১০ সালের ৮ অক্টোবর বিকেলে জেলার আদর্শ সদর উপজেলার কুচাইতলী এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বেসরকারি একটি প্রতিষ্ঠানের শিক্ষক জাহেদুল আলম সুজনকে মারধর ও এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন প্রতিপক্ষের লোকজন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের বাবা একেএম ফারুক আজম বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ উপপরিদর্শক মো. নাসির উদ্দিন মৃধা ২০১১ সালের ২২ মে ৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচার চলাকালে এক আসামি মৃত্যুবরণ করেছেন।

খাদেমুল ইসলাম খুদি এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জোটসঙ্গী দল জাসদের কেন্দ্রীয় নেতা ছিলেন। পরে তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন। গত বছরের ৩ ডিসেম্বর এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের অনুমোদনে খুদিকে আহ্বায়ক করে
২৮ মিনিট আগে
ফরিদপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও চারটি গুলিসহ মো. জহির মোল্লা (৪২) নামের এক ভুয়া সাংবাদিককে আটক করা হয়েছে। আজ বুধবার ভোর ৫টার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের বসুনরসিংহদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
৩১ মিনিট আগে
অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, ‘এই গণভোট শত বছরের দিকনির্দেশনা দেবে। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে, যাতে ফ্যাসিবাদ আর ফিরে না আসে, আয়নাঘরের মতো নিপীড়নের পুনরাবৃত্তি না হয়, লুটপাট ও বিদেশে অর্থ পাচার বন্ধ হয়।’
১ ঘণ্টা আগে
পারিবারিক কলহের জেরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করে স্ত্রীর নামে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ তুলেছেন রাজধানীর উত্তরায় বসবাসরত এক পাকিস্তানি নাগরিক। পুলিশ জানায়, ওই ব্যক্তি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন বলে ফোনে জানিয়েছিলেন।
১ ঘণ্টা আগে