লক্ষ্মীপুর প্রতিনিধি

কর্মবিরতির পর লক্ষ্মীপুরে বিভিন্ন সড়কে কাজে যোগ দিয়েছেন ট্রাফিক পুলিশ। সকাল থেকে উত্তর তেমুহানী, দক্ষিণ তেমুহানী ও ঝুমুর মোড়সহ শহরের বিভিন্ন সড়কে যানজট নিরসনে কাজ করতে দেখা যায় তাঁদের। এ ছাড়া জেলার ৫টি উপজেলায় প্রত্যেকটি সড়কে যানবাহনের শৃঙ্খলা ও যানজট নিরসনে কাজ করছেন তাঁরা।
এদিকে ৬টি থানায় দাপ্তরিক কাজ, মামলা ও তদন্ত কার্যক্রমসহ নাগরিক সেবা দেওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যস্ত আছে থানা-পুলিশ। এর আগে গত কয়েক দিন ধরে সড়কে ট্রাফিক পুলিশ না থাকায় বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ট্রাফিক পুলিশের ভূমিকায় কাজ করছে। বিশেষ পরিস্থিতিতে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা।
যানবাহনচালক ও স্থানীয়রা জানায়, সড়কে ট্রাফিক পুলিশ কাজ করায় স্বস্তি ফিরেছে তাঁদের মধ্যে। এখন কোনো যানজট নেই। তবে সাধারণ মানুষের কাছে পুলিশের আস্থা যত তাড়াতাড়ি ফিরবে, তাড়াতাড়ি সবার জন্য মঙ্গল বয়ে আনবে। এর আগে ট্রাফিক না থাকায় শিক্ষার্থীরা যেভাবে সড়কে ট্রাফিকের ভূমিকা পালন করছে, সেটাও অনেক ভালো উদ্যোগ ছিল। হানা-হানি ও সহিংসতা নয়, দেশে শান্তি চান বলেও জানান তারা।
ট্রাফিক পুলিশের সহকারী উপপরিদর্শক মো. আমানত উল্যাহ বলেন, সরকারে আদেশ-নির্দেশ মেনে ট্রাফিক পুলিশ কাজ করতে হবে। তারাই ধারাবাহিকতা মেনে সকাল থেকে কাজে যোগ দিয়েছেন। পাশাপাশি ট্রাফিক পুলিশের প্রতি আস্থা ও ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করা হচ্ছে। প্রত্যেকটি সড়কে শৃঙ্খলা ও যানজট নিয়ন্ত্রণে সকাল থেকে মাঠ কাজ করছে ট্রাফিক পুলিশ। কোনো সমস্যা নাই।
লক্ষ্মীপুরের পুলিশ সুপার তারেক বিন রশিদ বলেন, জেলার ৬টি থানায় পুলিশ কাজে ফিরছে। দাপ্তরিক কাজ, মামলার তদন্ত এবং নাগরিক সেবা নিশ্চিতে পুরোদমে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যেরা। পাশাপাশি সকাল থেকে প্রত্যেকটি উপজেলার পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়কে যানজট ও সড়কে শৃঙ্খলা ফিরাতে কাজ শুরু করেছে ট্রাফিক পুলিশও। এখন আর কোনো সমস্যা নাই। তবে পুলিশের ভাবমূর্তি ফিরিয়ে আনতে সবার সহযোগিতা দরকার। সহযোগিতা না পেলে কাজ করা কষ্ট কর হচ্ছে। পুরোদমে থানাগুলোর কার্যক্রম চলছে। মানুষের সেবা নিশ্চিত করাই পুলিশের অঙ্গীকার।

কর্মবিরতির পর লক্ষ্মীপুরে বিভিন্ন সড়কে কাজে যোগ দিয়েছেন ট্রাফিক পুলিশ। সকাল থেকে উত্তর তেমুহানী, দক্ষিণ তেমুহানী ও ঝুমুর মোড়সহ শহরের বিভিন্ন সড়কে যানজট নিরসনে কাজ করতে দেখা যায় তাঁদের। এ ছাড়া জেলার ৫টি উপজেলায় প্রত্যেকটি সড়কে যানবাহনের শৃঙ্খলা ও যানজট নিরসনে কাজ করছেন তাঁরা।
এদিকে ৬টি থানায় দাপ্তরিক কাজ, মামলা ও তদন্ত কার্যক্রমসহ নাগরিক সেবা দেওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যস্ত আছে থানা-পুলিশ। এর আগে গত কয়েক দিন ধরে সড়কে ট্রাফিক পুলিশ না থাকায় বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ট্রাফিক পুলিশের ভূমিকায় কাজ করছে। বিশেষ পরিস্থিতিতে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা।
যানবাহনচালক ও স্থানীয়রা জানায়, সড়কে ট্রাফিক পুলিশ কাজ করায় স্বস্তি ফিরেছে তাঁদের মধ্যে। এখন কোনো যানজট নেই। তবে সাধারণ মানুষের কাছে পুলিশের আস্থা যত তাড়াতাড়ি ফিরবে, তাড়াতাড়ি সবার জন্য মঙ্গল বয়ে আনবে। এর আগে ট্রাফিক না থাকায় শিক্ষার্থীরা যেভাবে সড়কে ট্রাফিকের ভূমিকা পালন করছে, সেটাও অনেক ভালো উদ্যোগ ছিল। হানা-হানি ও সহিংসতা নয়, দেশে শান্তি চান বলেও জানান তারা।
ট্রাফিক পুলিশের সহকারী উপপরিদর্শক মো. আমানত উল্যাহ বলেন, সরকারে আদেশ-নির্দেশ মেনে ট্রাফিক পুলিশ কাজ করতে হবে। তারাই ধারাবাহিকতা মেনে সকাল থেকে কাজে যোগ দিয়েছেন। পাশাপাশি ট্রাফিক পুলিশের প্রতি আস্থা ও ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করা হচ্ছে। প্রত্যেকটি সড়কে শৃঙ্খলা ও যানজট নিয়ন্ত্রণে সকাল থেকে মাঠ কাজ করছে ট্রাফিক পুলিশ। কোনো সমস্যা নাই।
লক্ষ্মীপুরের পুলিশ সুপার তারেক বিন রশিদ বলেন, জেলার ৬টি থানায় পুলিশ কাজে ফিরছে। দাপ্তরিক কাজ, মামলার তদন্ত এবং নাগরিক সেবা নিশ্চিতে পুরোদমে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যেরা। পাশাপাশি সকাল থেকে প্রত্যেকটি উপজেলার পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়কে যানজট ও সড়কে শৃঙ্খলা ফিরাতে কাজ শুরু করেছে ট্রাফিক পুলিশও। এখন আর কোনো সমস্যা নাই। তবে পুলিশের ভাবমূর্তি ফিরিয়ে আনতে সবার সহযোগিতা দরকার। সহযোগিতা না পেলে কাজ করা কষ্ট কর হচ্ছে। পুরোদমে থানাগুলোর কার্যক্রম চলছে। মানুষের সেবা নিশ্চিত করাই পুলিশের অঙ্গীকার।

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
৪ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
৪ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
৬ ঘণ্টা আগে