
নোয়াখালীর কবিরহাটে একটি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা চলাকালীন এক যুবক মাঠে প্রবেশ করে মাতলামি করতে থাকেন। এ সময় তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি গাঁজা সেবন করেছেন বলে স্বীকার করেন। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করেন।
আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১টার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের চাপরাশিরহাট উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত যুবকের নাম আবদুল কাইয়ুম রিয়াজ (২৪)। তিনি ওই ইউনিয়নের উপদ্দিলামছি গ্রামের মফজ্জল হোসেনের ছেলে।
কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ সদস্য ও স্থানীয়রা বলছেন, আজ সকাল থেকে চাপরাশিরহাট উচ্চবিদ্যালয় কেন্দ্রে এইচএসসি পরীক্ষা চলছিল। বেলা পৌনে ১টার দিকে বিদ্যালয়ের পেছনের কোনো একপাশ দিয়ে মাঠে প্রবেশ করেন রিয়াজ। এ সময় তিনি ওই বিদ্যালয় মাঠের ভেতরে মাতলামি করতে থাকেন। বিষয়টি কেন্দ্রের প্রধান ফটকে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের নজরে আসলে, তাঁরা দ্রুত গিয়ে তাঁকে আটক করেন। আটকের পর জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, গাঁজা সেবন করে কেন্দ্রের মাঠে প্রবেশ করেছে তিনি।
পরে কেন্দ্র কর্তৃপক্ষ বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমৃত দেবনাথ ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সেখানে আটক ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পরে বিকেলে ওই যুবককে কারাদণ্ড দেওয়ার জন্য কবিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেবনাথ আজকের পত্রিকাকে বলেন, ‘আটককৃত রিয়াজ নিজেই মাদক সেবনের বিষয়টি স্বীকার করেছেন। দণ্ড প্রদানের পর তাঁকে থানায় হস্তান্তর করা হয়েছে।’
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, দণ্ডপ্রাপ্ত আসামিকে বিকেলে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরে লাইসেন্সধারী সব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্যা স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
৭ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকী ও যুবদলের পাশাপাশি সভা-সমাবেশের ডাক ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। এই অবস্থায় উভয় পক্ষের কর্মসূচি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন
১১ মিনিট আগে
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক সাবেক নেতা বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলে যোগ দিয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে এক অনুষ্ঠানে তাঁরা ছাত্রদলে যোগ দেন।
১৪ মিনিট আগে
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অপহৃত কর্মচারী আব্দুর রহমানকে (৪৫) উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব-১-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া কর্মকর্তা) মো. রাকিব হাসান আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে এ তথ্য জানিয়েছেন।
২০ মিনিট আগে