কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলীতে মুদিদোকানে তেল কিনতে গিয়ে দোকানির মারধরের শিকার হয়েছে এক কিশোর। এরপর ক্রেতার বসতবাড়িতে হামলা চালিয়ে তার বোনকে ঘর থেকে তুলে নিয়ে মারধরও করেন হামলাকারীরা।
৯ জুন রাতে উপজেলার শিকলবাহা ইউনিয়নের বহদ্দারবাপের বাড়িতে এ ঘটনা ঘটে। তাঁদের মারধরে গুরুতর আহত কিশোর (১৪) ও তার বড় বোন (১৭)।
পরে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তরুণীকে উদ্ধার করে। আহত দুজনই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় গতকাল বুধবার (১১ জুন) রাতে আহত দুজনের মা বাদী হয়ে কর্ণফুলী থানায় একই এলাকার মুদিদোকানি মো. খোরশেদ (৩৭), মো. ফজল (৪০), মো. মনির ওরফে লেদুকে (৫৬) আসামি করে মামলা করেছেন। মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাতনামা আরও পাঁচজনকে।
মামলার এজাহার সূত্র ও আহতরা জানায়, শিকলবাহার মালুম বাড়ির সামনে অভিযুক্ত খোরশেদের মুদিদোকান থেকে ওই কিশোর সয়াবিন তেল কিনতে যায়। তেলের মধ্যে ময়লা থাকায় প্রতিবাদ করে সে। এ সময় দোকানি ক্ষিপ্ত হয়ে তাকে চড়থাপ্পড় মারেন। এরপরই দোকানি খোরশেদ লোকজন নিয়ে কিশোরের বাড়িতে হামলা চালান এবং ঘর থেকে তার বড় বোনকে তুলে নিয়ে মারধর করেন।
মামলার বাদী অভিযোগ করেন, ‘আমি আহত মেয়েকে নিয়ে হাসপাতালে। এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করেনি পুলিশ। থানায় মামলা করায় মুদিদোকানি লোকজন নিয়ে আজ বৃহস্পতিবার বিকেলে আমার স্বামীকে মারধর ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমি প্রশাসনের সহযোগিতা চাই।’
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

চট্টগ্রামের কর্ণফুলীতে মুদিদোকানে তেল কিনতে গিয়ে দোকানির মারধরের শিকার হয়েছে এক কিশোর। এরপর ক্রেতার বসতবাড়িতে হামলা চালিয়ে তার বোনকে ঘর থেকে তুলে নিয়ে মারধরও করেন হামলাকারীরা।
৯ জুন রাতে উপজেলার শিকলবাহা ইউনিয়নের বহদ্দারবাপের বাড়িতে এ ঘটনা ঘটে। তাঁদের মারধরে গুরুতর আহত কিশোর (১৪) ও তার বড় বোন (১৭)।
পরে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তরুণীকে উদ্ধার করে। আহত দুজনই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় গতকাল বুধবার (১১ জুন) রাতে আহত দুজনের মা বাদী হয়ে কর্ণফুলী থানায় একই এলাকার মুদিদোকানি মো. খোরশেদ (৩৭), মো. ফজল (৪০), মো. মনির ওরফে লেদুকে (৫৬) আসামি করে মামলা করেছেন। মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাতনামা আরও পাঁচজনকে।
মামলার এজাহার সূত্র ও আহতরা জানায়, শিকলবাহার মালুম বাড়ির সামনে অভিযুক্ত খোরশেদের মুদিদোকান থেকে ওই কিশোর সয়াবিন তেল কিনতে যায়। তেলের মধ্যে ময়লা থাকায় প্রতিবাদ করে সে। এ সময় দোকানি ক্ষিপ্ত হয়ে তাকে চড়থাপ্পড় মারেন। এরপরই দোকানি খোরশেদ লোকজন নিয়ে কিশোরের বাড়িতে হামলা চালান এবং ঘর থেকে তার বড় বোনকে তুলে নিয়ে মারধর করেন।
মামলার বাদী অভিযোগ করেন, ‘আমি আহত মেয়েকে নিয়ে হাসপাতালে। এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করেনি পুলিশ। থানায় মামলা করায় মুদিদোকানি লোকজন নিয়ে আজ বৃহস্পতিবার বিকেলে আমার স্বামীকে মারধর ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমি প্রশাসনের সহযোগিতা চাই।’
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক পিএলসির কাছ থেকে নেওয়া বিপুল অঙ্কের ঋণ পরিশোধ না করেই ব্যাংকের কাছে বন্ধক রাখা সম্পত্তি গোপনে ভেঙে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রামের খাতুনগঞ্জভিত্তিক ব্যবসায়িক প্রতিষ্ঠান মেসার্স জয়নব ট্রেডিং লিমিটেডের বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে
২৫০ শয্যাবিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের এক পাশে সন্তান প্রসবের জন্য অস্ত্রোপচার কক্ষ (ওটি)। অন্য পাশের একটি কক্ষে রাখা হয় প্রসূতিদের। কিন্তু প্রসূতি ও নবজাতকদের সংক্রমণ ঝুঁকিতে ফেলে স্পর্শকাতর এই ওয়ার্ডের মধ্যেই নিয়মিত রান্নাবান্না ও খাওয়া-দাওয়া করছেন হাসপাতালের নার্সরা।
২ ঘণ্টা আগে
ঢাকা শহরের উত্তর থেকে দক্ষিণে নির্বিঘ্নে যান চলাচলের লক্ষ্য নিয়ে ৪৬.৭৩ কিলোমিটার দীর্ঘ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজ ১৪ বছর ধরে চলমান। ২০২৩ ও ২০২৪ সালে আংশিকভাবে যান চলাচলের জন্য চালু হলেও নানা জটিলতায় প্রকল্পের কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি।
৩ ঘণ্টা আগে
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-আংশিক সাতকানিয়া) আসনে বিএনপির প্রার্থী জসিম উদ্দিন আহমেদের দেড় বছরের ব্যবধানে সম্পদ ২১ কোটি থেকে বেড়ে ৪১ কোটির ঘরে পৌঁছেছে। হোটেল ব্যবসা ও দোকানপাট ভাড়া দিয়ে এক বছর আগেও তিনি বার্ষিক করতেন ১ কোটি টাকার ওপরে।
৩ ঘণ্টা আগে