নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম-১৫ আসনের সাতকানিয়া উপজেলায় পাঁচ লাখ টাকাসহ মো. মঈনুল ইসলাম চৌধুরী (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে মঈনুল জানান তিনি এ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেবের সমর্থক। তবে বিষয়টি অস্বীকার করেছেন তিনি।
আজ শনিবার সন্ধ্যায় আজকের পত্রিকার কাছে বিষয়টি অস্বীকার করেন এম এ মোতালেব। এর আগে, আজ দুপুরে সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকীর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মঈনুলকে আটক করা হয়। তাঁর সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে পাঁচ লাখ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেবের সমর্থক বলে জানিয়েছেন। আর ওই টাকাগুলো ভোটারদের দেওয়ার জন্য বহন করছিলেন বলে জানান।
এদিকে অভিযানের সময় হাতেনাতে টাকাসহ ধরা পরলে মঈনুল ইসলাম ম্যাজিস্ট্রেটকে বিষয়টি ধামাচাপা দিতে ঘুষ প্রস্তাব করেন। তাঁর বিরুদ্ধে মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর আওতায় অভিযোগ গঠন করা হয়। একই সঙ্গে অভিযোগ স্বীকার করায় অভিযুক্তকে দণ্ডবিধি আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব বলেন, মঈনুল ইসলাম চৌধুরী নামে তাঁর কোনো সমর্থক নেই। আর ভোটারদের দেওয়ার জন্য টাকা বিতরণের কোনো প্রশ্নই আসে না।

চট্টগ্রাম-১৫ আসনের সাতকানিয়া উপজেলায় পাঁচ লাখ টাকাসহ মো. মঈনুল ইসলাম চৌধুরী (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে মঈনুল জানান তিনি এ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেবের সমর্থক। তবে বিষয়টি অস্বীকার করেছেন তিনি।
আজ শনিবার সন্ধ্যায় আজকের পত্রিকার কাছে বিষয়টি অস্বীকার করেন এম এ মোতালেব। এর আগে, আজ দুপুরে সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকীর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মঈনুলকে আটক করা হয়। তাঁর সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে পাঁচ লাখ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেবের সমর্থক বলে জানিয়েছেন। আর ওই টাকাগুলো ভোটারদের দেওয়ার জন্য বহন করছিলেন বলে জানান।
এদিকে অভিযানের সময় হাতেনাতে টাকাসহ ধরা পরলে মঈনুল ইসলাম ম্যাজিস্ট্রেটকে বিষয়টি ধামাচাপা দিতে ঘুষ প্রস্তাব করেন। তাঁর বিরুদ্ধে মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর আওতায় অভিযোগ গঠন করা হয়। একই সঙ্গে অভিযোগ স্বীকার করায় অভিযুক্তকে দণ্ডবিধি আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব বলেন, মঈনুল ইসলাম চৌধুরী নামে তাঁর কোনো সমর্থক নেই। আর ভোটারদের দেওয়ার জন্য টাকা বিতরণের কোনো প্রশ্নই আসে না।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ‘আমাদেরই একটি অংশ চায় না যাতে নির্বাচন ভালো হোক। তবে আগামী নির্বাচনে কী হবে, কী হবে না, তা ঠিক করবে তরুণরা।’
১৮ মিনিট আগে
ডিএনসিসি প্রশাসক বলেন, ভাড়া দেওয়ার আগে অবশ্যই বাড়িটি বসবাসের উপযোগী করে রাখতে হবে। বাড়িতে ইউটিলিটি সার্ভিসের (গ্যাস, বিদ্যুৎ ও পানি) নিরবচ্ছিন্ন সংযোগ ও প্রতিদিন গৃহস্থালি বর্জ্য সংগ্রহসহ অন্যান্য সব সুবিধা নিশ্চিত করতে হবে। তবে ইউটিলিটি সার্ভিসের ক্ষেত্রে যথাযথ বিলের বেশি বা লাভ নেওয়া যাবে না।
২৪ মিনিট আগে
বরিশালের হিজলা উপজেলা-সংলগ্ন মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ চার জেলের মধ্যে দুজনের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ মঙ্গলবার ভোর ৫টায় উপজেলার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামের পূর্ব পাশে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় তাঁদের লাশ উদ্ধার করা হয়। উদ্ধার জেলেরা হলেন মেহেন্দিগঞ্জ উপজেলার
৩৪ মিনিট আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আদালতের আদেশে স্থগিত হওয়ার প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রশিবির। আগামী জাতীয় নির্বাচনের আগেই শাকসু নির্বাচনের দাবি জানিয়েছে তারা।
১ ঘণ্টা আগে