আবু বকর ছিদ্দিক, চট্টগ্রাম

চট্টগ্রাম কাস্টমস হাউসে পাঁচ দফা কায়িক পরীক্ষা করে সাত মাসেও পণ্য খালাস নিতে পারেনি এক আমদানিকারক। অভিযোগ রয়েছে, এক শুল্ক কর্মকর্তা ‘অনৈতিক সুবিধা’ না পেয়ে কায়িক পরীক্ষার প্রতিবেদনে দ্বিগুণ ওজন দেখানোর কারণে এ সমস্যায় পড়েন আমদানিকারক। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের নির্দেশে ফের কায়িক পরীক্ষা করলে শুল্ক কর্মকর্তার অনিয়মের বিষয়টি ধরা পড়ে।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, পণ্যের পরিমাপ না করে ওজন অনেক বেশি দেখিয়ে অতিরিক্ত শুল্ক দাবি করা আইন ও বিধিবহির্ভূত। ফলে শুল্ক ভবন চট্টগ্রামের ভাবমূর্তি প্রশ্নের সম্মুখীন হয়েছে। এমন কার্যকলাপের বিষয়ে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে কাস্টমস হাউস কী ব্যবস্থা নিয়েছে তা সাত কার্যদিবসের মধ্যে ট্রাইব্যুনালকে জানাতে বলা হয়েছে।
গত বছরের জুনে ঢাকার আমদানিকারক মেসার্স ইসলাম ইন্টারন্যাশনাল দুই কন্টেইনার উইন্ডো গ্লাস আমদানি করে। আমদানিকারকের মনোনীত সিঅ্যান্ডএফ এজেন্ট ওই মাসের ৬ তারিখ চট্টগ্রাম কাস্টমস হাউসে নথিপত্র দাখিল করে। দৈবচয়নে চালানটি শতভাগ কায়িক পরীক্ষার জন্য নির্ধারিত হয়। মনোনীত সিঅ্যান্ডএফ এজেন্ট শুল্ক কর্মকর্তাদের নিয়ে শতভাগ কায়িক পরীক্ষার ব্যবস্থা করেন। দায়িত্বপ্রাপ্ত পরীক্ষণ কর্মকর্তা চট্টগ্রাম কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ সোহেল রানা তখন অনৈতিক সুবিধা দাবি করে বসেন বলে অভিযোগ সিঅ্যান্ডএফ এজেন্টের।
এজেন্ট জানায়, সুবিধা দিতে অস্বীকৃতি জানালে সোহেল রানা ২৯ হাজার ৫৪৬ কেজি পণ্যের বিপরীতে পরীক্ষণ প্রতিবেদনে ৬৫ হাজার ৪৩৭ দশমিক ৭৫ কেজি উল্লেখ করেন। এতে আমদানিকারককে অতিরিক্ত পণ্য ও মিথ্যা ঘোষণার দায়ে চট্টগ্রাম কাস্টমস কমিশনার ন্যায় নির্ণয় করে ৫৫ লাখ টাকা জরিমানা এবং ৩ লাখ টাকা ব্যক্তিগত জরিমানাসহ সর্বমোট ৫৮ লাখ টাকা জরিমানা করেন।
বিষয়টি নিয়ে আমদানিকারক গত বছরের ৩০ জুন চট্টগ্রাম কাস্টমস কমিশনারের কাছে আবেদন করলে তিনি সেটি গ্রহণ করেননি। গত বছর ২১ সেপ্টেম্বর আমদানিকারক কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালে অভিযোগ দেন। ট্রাইব্যুনালের নির্দেশে পুনরায় ওই চালানের কায়িক পরীক্ষা করলে দেখা যায় ৭১৭ কেজি পণ্য অতিরিক্ত পাওয়া যায়। এরপর ট্রাইব্যুনাল রায় দেন।
সিঅ্যান্ডএফ প্রতিনিধি মোহাম্মদ বেলাল হোসেন বলেন, ‘পাঁচবার কায়িক পরীক্ষা করে সাত মাসেও পণ্যের চালানটি খালাস করা সম্ভব হয়নি। এতে আমদানিকারক চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দুই কন্টেইনার পণ্যের বিপরীতে প্রতিদিন বন্দর চার্জ ও শিপিং এজেন্ট চার্জ গুনতে হচ্ছে।’
অভিযুক্ত পরীক্ষণ কর্মকর্তা চট্টগ্রাম কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ সোহেল রানার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সব পণ্য পরিমাপ করা সম্ভব হয়নি। স্কয়ার মিটারকে কেজিতে রূপান্তর করার কারণে পণ্যের ওজন বেশি হয়েছে।’ অনৈতিক সুবিধা চাওয়ার অভিযোগটি অস্বীকার করেন এ কর্মকর্তা।
তবে চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ ফখরুল আলম জানান, পরীক্ষণ কর্মকর্তা সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ সোহেল রানা কায়িক পরীক্ষার প্রতিবেদনে দ্বিগুণ পণ্য উল্লেখ করার কথা স্বীকার করেছেন। ট্রাইব্যুনালের নির্দেশে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা চলমান রয়েছে। আমদানিকারক দোষ স্বীকার করে আবেদনের পরিপ্রেক্ষিতে ন্যায় নির্ণয় করা হয়েছে বলেও উল্লেখ কমিশনার ফখরুল আলম।

চট্টগ্রাম কাস্টমস হাউসে পাঁচ দফা কায়িক পরীক্ষা করে সাত মাসেও পণ্য খালাস নিতে পারেনি এক আমদানিকারক। অভিযোগ রয়েছে, এক শুল্ক কর্মকর্তা ‘অনৈতিক সুবিধা’ না পেয়ে কায়িক পরীক্ষার প্রতিবেদনে দ্বিগুণ ওজন দেখানোর কারণে এ সমস্যায় পড়েন আমদানিকারক। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের নির্দেশে ফের কায়িক পরীক্ষা করলে শুল্ক কর্মকর্তার অনিয়মের বিষয়টি ধরা পড়ে।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, পণ্যের পরিমাপ না করে ওজন অনেক বেশি দেখিয়ে অতিরিক্ত শুল্ক দাবি করা আইন ও বিধিবহির্ভূত। ফলে শুল্ক ভবন চট্টগ্রামের ভাবমূর্তি প্রশ্নের সম্মুখীন হয়েছে। এমন কার্যকলাপের বিষয়ে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে কাস্টমস হাউস কী ব্যবস্থা নিয়েছে তা সাত কার্যদিবসের মধ্যে ট্রাইব্যুনালকে জানাতে বলা হয়েছে।
গত বছরের জুনে ঢাকার আমদানিকারক মেসার্স ইসলাম ইন্টারন্যাশনাল দুই কন্টেইনার উইন্ডো গ্লাস আমদানি করে। আমদানিকারকের মনোনীত সিঅ্যান্ডএফ এজেন্ট ওই মাসের ৬ তারিখ চট্টগ্রাম কাস্টমস হাউসে নথিপত্র দাখিল করে। দৈবচয়নে চালানটি শতভাগ কায়িক পরীক্ষার জন্য নির্ধারিত হয়। মনোনীত সিঅ্যান্ডএফ এজেন্ট শুল্ক কর্মকর্তাদের নিয়ে শতভাগ কায়িক পরীক্ষার ব্যবস্থা করেন। দায়িত্বপ্রাপ্ত পরীক্ষণ কর্মকর্তা চট্টগ্রাম কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ সোহেল রানা তখন অনৈতিক সুবিধা দাবি করে বসেন বলে অভিযোগ সিঅ্যান্ডএফ এজেন্টের।
এজেন্ট জানায়, সুবিধা দিতে অস্বীকৃতি জানালে সোহেল রানা ২৯ হাজার ৫৪৬ কেজি পণ্যের বিপরীতে পরীক্ষণ প্রতিবেদনে ৬৫ হাজার ৪৩৭ দশমিক ৭৫ কেজি উল্লেখ করেন। এতে আমদানিকারককে অতিরিক্ত পণ্য ও মিথ্যা ঘোষণার দায়ে চট্টগ্রাম কাস্টমস কমিশনার ন্যায় নির্ণয় করে ৫৫ লাখ টাকা জরিমানা এবং ৩ লাখ টাকা ব্যক্তিগত জরিমানাসহ সর্বমোট ৫৮ লাখ টাকা জরিমানা করেন।
বিষয়টি নিয়ে আমদানিকারক গত বছরের ৩০ জুন চট্টগ্রাম কাস্টমস কমিশনারের কাছে আবেদন করলে তিনি সেটি গ্রহণ করেননি। গত বছর ২১ সেপ্টেম্বর আমদানিকারক কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালে অভিযোগ দেন। ট্রাইব্যুনালের নির্দেশে পুনরায় ওই চালানের কায়িক পরীক্ষা করলে দেখা যায় ৭১৭ কেজি পণ্য অতিরিক্ত পাওয়া যায়। এরপর ট্রাইব্যুনাল রায় দেন।
সিঅ্যান্ডএফ প্রতিনিধি মোহাম্মদ বেলাল হোসেন বলেন, ‘পাঁচবার কায়িক পরীক্ষা করে সাত মাসেও পণ্যের চালানটি খালাস করা সম্ভব হয়নি। এতে আমদানিকারক চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দুই কন্টেইনার পণ্যের বিপরীতে প্রতিদিন বন্দর চার্জ ও শিপিং এজেন্ট চার্জ গুনতে হচ্ছে।’
অভিযুক্ত পরীক্ষণ কর্মকর্তা চট্টগ্রাম কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ সোহেল রানার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সব পণ্য পরিমাপ করা সম্ভব হয়নি। স্কয়ার মিটারকে কেজিতে রূপান্তর করার কারণে পণ্যের ওজন বেশি হয়েছে।’ অনৈতিক সুবিধা চাওয়ার অভিযোগটি অস্বীকার করেন এ কর্মকর্তা।
তবে চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ ফখরুল আলম জানান, পরীক্ষণ কর্মকর্তা সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ সোহেল রানা কায়িক পরীক্ষার প্রতিবেদনে দ্বিগুণ পণ্য উল্লেখ করার কথা স্বীকার করেছেন। ট্রাইব্যুনালের নির্দেশে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা চলমান রয়েছে। আমদানিকারক দোষ স্বীকার করে আবেদনের পরিপ্রেক্ষিতে ন্যায় নির্ণয় করা হয়েছে বলেও উল্লেখ কমিশনার ফখরুল আলম।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৬ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৬ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৬ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৬ ঘণ্টা আগে