কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর আওয়ামী লীগের নবগঠিত কমিটিতে সাধারণ সম্পাদক পদপ্রার্থী সভাপতির পদ পেয়েছেন। কমিটির প্রচারপত্রে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম সরকারকে সভাপতি এবং ছাত্রলীগের সাবেক নেতা মো. রুস্তম খাঁকে সাধারণ সম্পাদক ঘোষণা করা করা হয়েছে। যদিও শফিকুল ইসলাম ছিলেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী।
আজ শনিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও আইনমন্ত্রী আনিসুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটি প্রকাশ করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে নেতা-কর্মীদের অনেকেই নবগঠিত কমিটি সম্পর্কে বিরূপ মন্তব্য করছেন। তাঁরা বলছেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম সরকার সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েও সভাপতি পদ পেলেন। একেই বলে ভাগ্য!
এদিকে আইনমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো. আলাউদ্দিন বাবু কসবা পৌর আওয়ামী লীগের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে ফেসবুক আইডিতে পোস্ট দিয়েছেন। পোস্টে অনুমোদনপত্রও প্রকাশ করেছেন তিনি।
গত ১ এপ্রিল কসবা পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন কসবা টি. আলী ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। সম্মেলনে পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. শফিকুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও আইনমন্ত্রী আনিসুল হক এমপি। ওই সভায় পৌর আওয়ামী লীগের কমিটি গঠনে আইনমন্ত্রীর ওপর দায়িত্ব ন্যস্ত করা হয়। দীর্ঘ ১ মাস ৬ দিন পর আজ দুপুরে নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।
সম্মেলনে সাধারণ সম্পাদক পদে ১০ জন এবং সভাপতি পদে ৪ জন প্রার্থী ছিলেন। তবে নবগঠিত কমিটির সভাপতি হয়েছেন মো. শফিকুল ইসলাম। যদিও কসবা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহকারীদের তালিকায় ৪ নম্বরে দেখা যাচ্ছে মো. শফিকুল ইসলামের নাম।
এ বিষয়ে জানতে চাইলে পৌর আওয়ামী লীগের নির্বাচন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ভজন শংকর আচার্য বলেন, ‘পৌর আওয়ামী লীগের কমিটি নির্ধারণের জন্য উপজেলার নেতৃবৃন্দ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও আইনমন্ত্রী আনিসুল হক এমপির ওপর দায়িত্ব ন্যস্ত করা হয়েছিল। তিনি দলের অভিভাবক হিসেবে এবং তাঁর অভিজ্ঞতা থেকে পর্যালোচনা করে এই কমিটি ঘোষণা করেছেন। আমি আইনমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানাই।’

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর আওয়ামী লীগের নবগঠিত কমিটিতে সাধারণ সম্পাদক পদপ্রার্থী সভাপতির পদ পেয়েছেন। কমিটির প্রচারপত্রে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম সরকারকে সভাপতি এবং ছাত্রলীগের সাবেক নেতা মো. রুস্তম খাঁকে সাধারণ সম্পাদক ঘোষণা করা করা হয়েছে। যদিও শফিকুল ইসলাম ছিলেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী।
আজ শনিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও আইনমন্ত্রী আনিসুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটি প্রকাশ করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে নেতা-কর্মীদের অনেকেই নবগঠিত কমিটি সম্পর্কে বিরূপ মন্তব্য করছেন। তাঁরা বলছেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম সরকার সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েও সভাপতি পদ পেলেন। একেই বলে ভাগ্য!
এদিকে আইনমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো. আলাউদ্দিন বাবু কসবা পৌর আওয়ামী লীগের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে ফেসবুক আইডিতে পোস্ট দিয়েছেন। পোস্টে অনুমোদনপত্রও প্রকাশ করেছেন তিনি।
গত ১ এপ্রিল কসবা পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন কসবা টি. আলী ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। সম্মেলনে পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. শফিকুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও আইনমন্ত্রী আনিসুল হক এমপি। ওই সভায় পৌর আওয়ামী লীগের কমিটি গঠনে আইনমন্ত্রীর ওপর দায়িত্ব ন্যস্ত করা হয়। দীর্ঘ ১ মাস ৬ দিন পর আজ দুপুরে নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।
সম্মেলনে সাধারণ সম্পাদক পদে ১০ জন এবং সভাপতি পদে ৪ জন প্রার্থী ছিলেন। তবে নবগঠিত কমিটির সভাপতি হয়েছেন মো. শফিকুল ইসলাম। যদিও কসবা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহকারীদের তালিকায় ৪ নম্বরে দেখা যাচ্ছে মো. শফিকুল ইসলামের নাম।
এ বিষয়ে জানতে চাইলে পৌর আওয়ামী লীগের নির্বাচন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ভজন শংকর আচার্য বলেন, ‘পৌর আওয়ামী লীগের কমিটি নির্ধারণের জন্য উপজেলার নেতৃবৃন্দ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও আইনমন্ত্রী আনিসুল হক এমপির ওপর দায়িত্ব ন্যস্ত করা হয়েছিল। তিনি দলের অভিভাবক হিসেবে এবং তাঁর অভিজ্ঞতা থেকে পর্যালোচনা করে এই কমিটি ঘোষণা করেছেন। আমি আইনমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানাই।’

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে তালুকদার ও খান পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়।
২৭ মিনিট আগে
গণ-অভ্যুত্থানের পরও এই গ্যাস সিন্ডিকেট ভাঙা সম্ভব হয়নি। বিভিন্ন অজুহাতে নতুন গ্যাস-সংযোগ বন্ধ থাকলেও তিতাস বিদ্যমান সংযোগগুলোতেও পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। এমনকি গ্যাস পর্যাপ্ত থাকা সত্ত্বেও সিন্ডিকেট ও রেস্তোরাঁ ব্যবসা দখল নিতে করপোরেট প্রতিষ্ঠান কৃত্রিমভাবে গ্যাস-সংকট তৈরি করেছে।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ট্রাকচাপায় তাজুল ইসলাম (৪৭) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার চান্দলা ইউনিয়নের সবুজপাড়া এলাকায় কুমিল্লা-মিরপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
সোমবার রাতে নবাবপুর মার্কেট থেকে কাজ শেষে হেঁটে বাসায় ফিরছিলেন ইব্রাহিম। জুরাইন বালুর মাঠ এলাকায় আসার পর সড়ক দুর্ঘটনায় আহত হন। খবর পেয়ে রাস্তা থেকে ইব্রাহিমকে উদ্ধার করে প্রথমে আদ-দ্বীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
২ ঘণ্টা আগে