বেলাল হোসাইন, রামগড় (খাগড়াছড়ি)

২০০১ সালে পৌরসভার স্বীকৃতি পায় খাগড়াছড়ির রামগড়। কাগজে-কলমে এটি দ্বিতীয় শ্রেণির একটি পৌরসভা। তবে প্রতিষ্ঠার ২০ বছরেও পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব চৌধুরীপাড়া প্রাথমিক বিদ্যালয় থেকে ও ৬ নম্বর ওয়ার্ডের ভতচন্দ্রপাড়া হয়ে বিজিবি ক্যাম্প পর্যন্ত এক কিলোমিটার সংযোগ সড়কটি কাঁচাই রয়ে গেছে।
সরেজমিনে জানা যায়, এই সড়ককে ঘিরে ৫০০ পরিবারের বসবাস। এসব এলাকা থেকে রামগড় সদরে এবং স্থানীয় দোকানপাটে যাওয়ার একমাত্র সড়ক এটি। প্রতিদিন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী ও কৃষক তাঁদের উৎপাদিত পণ্য নিয়ে এই সড়ক দিয়ে যাতায়াত করে থাকেন। পাহাড়ের পাশ বেঁয়ে যাওয়া উঁচু-নিচু এই সড়ক কখনো সংস্কার হয়নি, যার ফলে সড়কটির বেহাল দশা হয়েছে। শুষ্ক মৌসুমে কোনোভাবে চলাচল করলেও বর্ষাকালে কাদা হয়ে যাওয়ায় যাতায়াতে চরম ভোগান্তি সৃষ্টি হয়।
ভোগান্তি বিষয়ে বারবার আবেদন করার পরেও কোনো সংস্কার হয়নি। রাস্তাটি জনসাধারণের চলাচলের উপযোগী করে তৈরি করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
পূর্ব চৌধুরীপাড়ার স্থানীয় বাসিন্দা রিপন বলেন, `এই এলাকা চরম অবহেলিত। সড়কটি দিয়ে দীর্ঘদিন কষ্ট করে চলাচল করছি। এই রাস্তা সংস্কারে কর্তৃপক্ষের কোনো উদ্যোগ দেখছি না। স্থানীয় কাউন্সিলরকে অনেকবার জানানোর পরও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।'
ভতচন্দ্রপাড়ার বালিন্দ্র ত্রিপুরা জানান, এই সড়ক দিয়ে হেঁটে যাওয়াও কষ্টকর। উঁচুনিচু ও আঁকাবাঁকা মাটির সড়ক। পৌর কর্তৃপক্ষ কখনো এই সড়ক নির্মাণে এগিয়ে আসেনি। তিনি আরও জানান, এই এলাকায় ত্রিপুরা পরিবারের বসবাস বেশি। অধিকাংশই কৃষিকাজে জড়িত। সড়কের কারণে উৎপাদিত পণ্য বিক্রি করতে যেতেও কষ্ট হয়।
রামগড় পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জামাল শিকদার আজকের পত্রিকাকে জানান, জনগণের দুর্ভোগের কথা তিনি শুনেছেন। সড়কটি নগর প্রকল্পের আওতায় আনার জন্য আবেদন করা হয়েছে। বরাদ্দ পেলেই কাজ শুরু হবে।
রামগড় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ শামীম আজকের পত্রিকাকে জানান, এই ওয়ার্ডের জন্য সড়কটির গুরুত্ব অনেক। এই এলাকায় ২০০-৩০০ পাহাড়ি ও বাঙালি পরিবারের বসবাস। সড়কটি নির্মাণের জন্য পৌর কর্তৃপক্ষ থেকে শুরু করে জেলা পরিষদেও তিনি কয়েকবার তদবির করেছেন। প্রতিশ্রুতি দিলেও সড়কটি নির্মাণে কোনো বরাদ্দ দেওয়া হচ্ছে না।

২০০১ সালে পৌরসভার স্বীকৃতি পায় খাগড়াছড়ির রামগড়। কাগজে-কলমে এটি দ্বিতীয় শ্রেণির একটি পৌরসভা। তবে প্রতিষ্ঠার ২০ বছরেও পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব চৌধুরীপাড়া প্রাথমিক বিদ্যালয় থেকে ও ৬ নম্বর ওয়ার্ডের ভতচন্দ্রপাড়া হয়ে বিজিবি ক্যাম্প পর্যন্ত এক কিলোমিটার সংযোগ সড়কটি কাঁচাই রয়ে গেছে।
সরেজমিনে জানা যায়, এই সড়ককে ঘিরে ৫০০ পরিবারের বসবাস। এসব এলাকা থেকে রামগড় সদরে এবং স্থানীয় দোকানপাটে যাওয়ার একমাত্র সড়ক এটি। প্রতিদিন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী ও কৃষক তাঁদের উৎপাদিত পণ্য নিয়ে এই সড়ক দিয়ে যাতায়াত করে থাকেন। পাহাড়ের পাশ বেঁয়ে যাওয়া উঁচু-নিচু এই সড়ক কখনো সংস্কার হয়নি, যার ফলে সড়কটির বেহাল দশা হয়েছে। শুষ্ক মৌসুমে কোনোভাবে চলাচল করলেও বর্ষাকালে কাদা হয়ে যাওয়ায় যাতায়াতে চরম ভোগান্তি সৃষ্টি হয়।
ভোগান্তি বিষয়ে বারবার আবেদন করার পরেও কোনো সংস্কার হয়নি। রাস্তাটি জনসাধারণের চলাচলের উপযোগী করে তৈরি করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
পূর্ব চৌধুরীপাড়ার স্থানীয় বাসিন্দা রিপন বলেন, `এই এলাকা চরম অবহেলিত। সড়কটি দিয়ে দীর্ঘদিন কষ্ট করে চলাচল করছি। এই রাস্তা সংস্কারে কর্তৃপক্ষের কোনো উদ্যোগ দেখছি না। স্থানীয় কাউন্সিলরকে অনেকবার জানানোর পরও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।'
ভতচন্দ্রপাড়ার বালিন্দ্র ত্রিপুরা জানান, এই সড়ক দিয়ে হেঁটে যাওয়াও কষ্টকর। উঁচুনিচু ও আঁকাবাঁকা মাটির সড়ক। পৌর কর্তৃপক্ষ কখনো এই সড়ক নির্মাণে এগিয়ে আসেনি। তিনি আরও জানান, এই এলাকায় ত্রিপুরা পরিবারের বসবাস বেশি। অধিকাংশই কৃষিকাজে জড়িত। সড়কের কারণে উৎপাদিত পণ্য বিক্রি করতে যেতেও কষ্ট হয়।
রামগড় পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জামাল শিকদার আজকের পত্রিকাকে জানান, জনগণের দুর্ভোগের কথা তিনি শুনেছেন। সড়কটি নগর প্রকল্পের আওতায় আনার জন্য আবেদন করা হয়েছে। বরাদ্দ পেলেই কাজ শুরু হবে।
রামগড় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ শামীম আজকের পত্রিকাকে জানান, এই ওয়ার্ডের জন্য সড়কটির গুরুত্ব অনেক। এই এলাকায় ২০০-৩০০ পাহাড়ি ও বাঙালি পরিবারের বসবাস। সড়কটি নির্মাণের জন্য পৌর কর্তৃপক্ষ থেকে শুরু করে জেলা পরিষদেও তিনি কয়েকবার তদবির করেছেন। প্রতিশ্রুতি দিলেও সড়কটি নির্মাণে কোনো বরাদ্দ দেওয়া হচ্ছে না।

লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজ ছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৩ টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
১৮ মিনিট আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৮ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৮ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগে