নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীতে এক কিশোরীকে (১৬) ধর্ষণের মামলায় সৎবাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
আজ রোববার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক বেগম ফেরদৌস আরা এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি মো. মজিদের (৪৯) বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার ৯ নম্বর ওয়ার্ডে।
ট্রাইব্যুনালের কৌঁসুলি খন্দকার আরিফুল আলম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই মামলায় আদালত আসামি মো. মজিদকে নারী শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন। রায়ের সময় আসামি উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাঁকে কারাগারে পাঠানো হয়।
মামলা সূত্রে জানা গেছে, চট্টগ্রাম নগরের সদরঘাট থানাধীন মোগলটুলী এলাকায় ভাড়া বাসায় ভুক্তভোগী কিশোরী তার মা ও সৎবাবা মো. মজিদের সঙ্গে থাকত। কিশোরীর মা গৃহকর্মী ও মজিদ পেশায় চালক ছিলেন। কিশোরীর মা কাজের জন্য বাইরে চলে গেলে তার সৎবাবা বিভিন্ন সময় তাকে অশালীন কথাবার্তা বলাসহ কুপ্রস্তাব দিতেন।
২০১৭ সালে ৯ ডিসেম্বের বাসায় কেউ না থাকার সুযোগে মজিদ ওই কিশোরীকে ধর্ষণ করেন। এ সময় ঘটনাটি কাউকে বললে তাকে ও তার মাকে মেরে ফেলার হুমকি দিতেন। এরপর একাধিকবার তাকে ধর্ষণ করেন। ২০১৮ সালে ১ জুন ওই কিশোরী অসুস্থ হওয়ার পর চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি মায়ের কাছে ধরা পড়ে।
ওই বছরের ২ জুন চট্টগ্রাম নগরীর সদরঘাট থানায় ভুক্তভোগী কিশোরী বাদী হয়ে মজিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।
খন্দকার আরিফুল আলম বলেন, ২০১৯ সালে ১৯ ফেব্রুয়ারি এই মামলায় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচারকাজ শুরু করে।

চট্টগ্রাম নগরীতে এক কিশোরীকে (১৬) ধর্ষণের মামলায় সৎবাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
আজ রোববার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক বেগম ফেরদৌস আরা এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি মো. মজিদের (৪৯) বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার ৯ নম্বর ওয়ার্ডে।
ট্রাইব্যুনালের কৌঁসুলি খন্দকার আরিফুল আলম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই মামলায় আদালত আসামি মো. মজিদকে নারী শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন। রায়ের সময় আসামি উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাঁকে কারাগারে পাঠানো হয়।
মামলা সূত্রে জানা গেছে, চট্টগ্রাম নগরের সদরঘাট থানাধীন মোগলটুলী এলাকায় ভাড়া বাসায় ভুক্তভোগী কিশোরী তার মা ও সৎবাবা মো. মজিদের সঙ্গে থাকত। কিশোরীর মা গৃহকর্মী ও মজিদ পেশায় চালক ছিলেন। কিশোরীর মা কাজের জন্য বাইরে চলে গেলে তার সৎবাবা বিভিন্ন সময় তাকে অশালীন কথাবার্তা বলাসহ কুপ্রস্তাব দিতেন।
২০১৭ সালে ৯ ডিসেম্বের বাসায় কেউ না থাকার সুযোগে মজিদ ওই কিশোরীকে ধর্ষণ করেন। এ সময় ঘটনাটি কাউকে বললে তাকে ও তার মাকে মেরে ফেলার হুমকি দিতেন। এরপর একাধিকবার তাকে ধর্ষণ করেন। ২০১৮ সালে ১ জুন ওই কিশোরী অসুস্থ হওয়ার পর চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি মায়ের কাছে ধরা পড়ে।
ওই বছরের ২ জুন চট্টগ্রাম নগরীর সদরঘাট থানায় ভুক্তভোগী কিশোরী বাদী হয়ে মজিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।
খন্দকার আরিফুল আলম বলেন, ২০১৯ সালে ১৯ ফেব্রুয়ারি এই মামলায় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচারকাজ শুরু করে।

দেশে ভ্রমণপিপাসু মানুষের কাছে এখন সবচেয়ে প্রিয় গন্তব্য কক্সবাজার। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিলেট। সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশিদের বিদেশ ভ্রমণও বেড়েছে। সে হিসাবে দেশের গণ্ডি পেরিয়ে দেশি পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় গন্তব্য মালয়েশিয়া।
৫ মিনিট আগেরাজধানীতে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী নিহতের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক অনুসন্ধানে যন্ত্রাংশটিতে গুরুতর ত্রুটি চিহ্নিত হয়েছে। একই সঙ্গে অবকাঠামোর নকশাগত ত্রুটির কথাও বলা হয়েছে তদন্ত প্রতিবেদনে। এসব বিষয়ে অধিকতর তদন্ত করার কথা বলেছে কমিটি।
১০ মিনিট আগে
রাজধানীতে তুচ্ছ ঘটনায় মব সৃষ্টি করে শিক্ষানবিশ আইনজীবী নাঈম কিবরিয়াকে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন পাবনার আইনজীবীরা।
১ ঘণ্টা আগে
মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ল বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তবর্তী একটি বাড়ির শোয়ার কক্ষে। ওই গুলির খোসাটি উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে সীমান্তের ৩২ নম্বর পিলারের অদূরে ঘুমধুম বেতবুনিয়া সীমান্ত এলাকায়।
১ ঘণ্টা আগে