নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকার একটি বাসায় পরিবারের সদস্যদের জিম্মি করে দিনদুপুরে ডাকাতিচেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। এর আগে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে বাসার ভেতরে থাকা ডাকাত দলকে ছত্রভঙ্গ করে দেয়। পরে বাড়ির মালিক ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) লোকমান হাকিমকে ছুরিকাঘাতে আহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
পাঁচলাইশ থানার আল-হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুলের পাশের ‘আবুল খায়ের’ নামের একটি ভবনে আজ মঙ্গলবার বেলা ২টার দিকে ঘটনাটি ঘটেছে।
এ ঘটনায় আটক দুজন হলেন মো. আকাশ ও বায়েজিদ। তাঁদের মধ্যে আকাশ ওই বাসার গৃহকর্মী হিসেবে কাজ করেন। বায়েজিদও ওই বাসায় গৃহকর্মীর কাজ করতেন। বছর দুয়েক আগে তিনি চাকরি ছেড়েছেন।
স্থানীয় সূত্র বলেছে, ভবনটির মালিক লোকমান হাকিম শীর্ষস্থানীয় ব্যবসায়ী আবুল খায়েরের জামাতা। গত ৫ আগস্টের পর আন্দোলনের মুখে তাঁকে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের এমডির পদ থেকে সরিয়ে দেওয়া হয়। আহত লোকমানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ সাংবাদিকদের বলেন, দুষ্কৃতকারীরা ওই বাসার পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতির চেষ্টা চালায়। পুলিশ খবর পেয়ে ভবনটি ঘিরে ফেলে। পরিবারের জিম্মি সদস্যদের উদ্ধারের জন্য সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ডাকাতদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পরে আহত অবস্থায় বাড়ির মালিককে উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়, আরেকজন পালিয়ে যেতে সক্ষম হয়। এর আগে আরেকজনকে ধরা হয়েছে। তাকে থানায় সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ডাকাত দলটিতে অংশ নেওয়া একজন যুবক ওই ভবনে আগে গৃহকর্মীর কাজ করতেন। তাঁর তথ্যের ভিত্তিতে পূর্বপরিকল্পিতভাবেই এই ডাকাতির পরিকল্পনা করা হয়েছে।
স্থানীয়রা জানান, আজ বেলা ১১টার দিকে ডাকাত দল ওই ভবনে প্রবেশ করে। একপর্যায়ে চিৎকার-চেঁচামেচি শুনে স্থানীয়রা দুপুর ১২টার পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে। একপর্যায়ে তিন ডাকাত ওই ভবন থেকে পালানোর সময় একজনকে আটক করে স্থানীয়রা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। বেলা পৌনে ১টার দিকে ঘটনাস্থলে পুলিশ ও র্যাব সদস্যরা হাজির হন। সেনাবাহিনীও একপর্যায়ে ঘটনাস্থলে আসে। বেলা সোয়া ২টার দিকে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ভবনের ভেতরে অভিযান চালিয়ে আরও একজনকে আটক করেন। জিম্মিদশা থেকে লোকমান হাকিমকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকার একটি বাসায় পরিবারের সদস্যদের জিম্মি করে দিনদুপুরে ডাকাতিচেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। এর আগে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে বাসার ভেতরে থাকা ডাকাত দলকে ছত্রভঙ্গ করে দেয়। পরে বাড়ির মালিক ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) লোকমান হাকিমকে ছুরিকাঘাতে আহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
পাঁচলাইশ থানার আল-হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুলের পাশের ‘আবুল খায়ের’ নামের একটি ভবনে আজ মঙ্গলবার বেলা ২টার দিকে ঘটনাটি ঘটেছে।
এ ঘটনায় আটক দুজন হলেন মো. আকাশ ও বায়েজিদ। তাঁদের মধ্যে আকাশ ওই বাসার গৃহকর্মী হিসেবে কাজ করেন। বায়েজিদও ওই বাসায় গৃহকর্মীর কাজ করতেন। বছর দুয়েক আগে তিনি চাকরি ছেড়েছেন।
স্থানীয় সূত্র বলেছে, ভবনটির মালিক লোকমান হাকিম শীর্ষস্থানীয় ব্যবসায়ী আবুল খায়েরের জামাতা। গত ৫ আগস্টের পর আন্দোলনের মুখে তাঁকে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের এমডির পদ থেকে সরিয়ে দেওয়া হয়। আহত লোকমানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ সাংবাদিকদের বলেন, দুষ্কৃতকারীরা ওই বাসার পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতির চেষ্টা চালায়। পুলিশ খবর পেয়ে ভবনটি ঘিরে ফেলে। পরিবারের জিম্মি সদস্যদের উদ্ধারের জন্য সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ডাকাতদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পরে আহত অবস্থায় বাড়ির মালিককে উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়, আরেকজন পালিয়ে যেতে সক্ষম হয়। এর আগে আরেকজনকে ধরা হয়েছে। তাকে থানায় সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ডাকাত দলটিতে অংশ নেওয়া একজন যুবক ওই ভবনে আগে গৃহকর্মীর কাজ করতেন। তাঁর তথ্যের ভিত্তিতে পূর্বপরিকল্পিতভাবেই এই ডাকাতির পরিকল্পনা করা হয়েছে।
স্থানীয়রা জানান, আজ বেলা ১১টার দিকে ডাকাত দল ওই ভবনে প্রবেশ করে। একপর্যায়ে চিৎকার-চেঁচামেচি শুনে স্থানীয়রা দুপুর ১২টার পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে। একপর্যায়ে তিন ডাকাত ওই ভবন থেকে পালানোর সময় একজনকে আটক করে স্থানীয়রা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। বেলা পৌনে ১টার দিকে ঘটনাস্থলে পুলিশ ও র্যাব সদস্যরা হাজির হন। সেনাবাহিনীও একপর্যায়ে ঘটনাস্থলে আসে। বেলা সোয়া ২টার দিকে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ভবনের ভেতরে অভিযান চালিয়ে আরও একজনকে আটক করেন। জিম্মিদশা থেকে লোকমান হাকিমকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।
পেট্রোল পাম্প, দুর্গাবাড়ী ও পঞ্চসার এলাকায় দীর্ঘদিন ধরে জমে থাকা পানিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। আর মানিকপুর ১০ তলা ভবন এলাকা থেকে সুপার মার্কেট পর্যন্ত রাস্তার পিচ উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। এতে গর্তে পানি জমে গিয়ে চলাচল হয়ে পড়েছে দুঃসাধ্য। সবচেয়ে নাজুক পরিস্থিতি দেখা গেছে মুন্সিগঞ্জ জেনারেল...
২৭ মিনিট আগেবাঁশের তৈরি কাঁচা বেড়ার গায়ে দুই হাত রেখে দাঁড়িয়ে আছেন মকবুল হোসেন। দৃষ্টি ছেলে আবু সাঈদের সমাধিস্থলের দিকে। আবু সাঈদের মা মনোয়ারা বেগম সমাধিস্থলের অদূরেই পুরোনো মাটির ঘরে বসে আছেন। হাতে সাঈদের পরনের শেষ কালো টি-শার্ট। কথা বলার জন্য এগিয়ে যেতেই কেঁদে উঠলেন মনোয়ারা বেগম।
৫ ঘণ্টা আগেগাজীপুর সিটি করপোরেশনে (গাসিক) ভূগর্ভস্থ সুপেয় পানি সরবরাহ প্রকল্পের দরপত্র মূল্যায়নে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্পের জন্য দর আহ্বান করা হয়েছিল ২০২৪ সালের সেপ্টেম্বরে। তবে সবচেয়ে কম দরদাতা প্রতিষ্ঠানকে বাদ দিয়ে কাজ দেওয়া হয়েছে তৃতীয় সর্বনিম্ন দরদাতাকে। এতে অতিরিক্ত ব্যয় হচ্ছে ৩ কোটি ৬৭ লাখ...
৫ ঘণ্টা আগেইসলামী আন্দোলন বাংলাদেশের মূল শক্তি চরমোনাই পীরের দরবার শরিফ ঘিরে। আর চরমোনাই এলাকাটির অবস্থান বরিশাল-৫ (নগর ও সদর) আসনে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটি হাতপাখা প্রতীকের দখলে নেওয়ার লক্ষ্যে মাঠে নেমেছে পীরের দল। সে জন্য তারা জামায়াতে ইসলামীর পর এবার ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে গড়ে ওঠা...
৫ ঘণ্টা আগে