
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার মহালক্ষীপাড়ার একটি পুকুর লাল শাপলার সৌন্দর্যে রঙিন হয়ে উঠেছে। যেন প্রকৃতি নিজ হাতে আঁকা এক শোভাময় চিত্রকর্ম। গ্রামটির দক্ষিণপাড়ার ভূঁইয়া বাড়ি ও শীল বাড়ির মাঝখানে অবস্থিত পুকুরটির দিকে তাকালেই চোখ আটকে যায়, মন হারিয়ে যায় শাপলার মায়ায়।
শুধু স্থানীয় নয়, আশপাশের এলাকা ও দূরদূরান্ত থেকেও প্রতিদিন ছুটে আসছেন অসংখ্য মানুষ। কেউ ছবি তুলছেন, কেউবা বসে প্রকৃতির নীরব সৌন্দর্য উপভোগ করছেন। ব্রাহ্মণপাড়া-শিদলাই ও মহালক্ষীপাড়া-ধান্যদৌল সড়কের পাশে হওয়ায় পথচারীরাও থমকে যান পুকুরটির মনোমুগ্ধকর দৃশ্য দেখেন।
স্থানীয়দের মতে, প্রায় আট বছর আগে এই পুকুরে একটি মাত্র লাল শাপলার গাছ রোপণ করা হয়। গীতা রানী রায়ের স্বামী হরিমন চন্দ্র রায়, যিনি পেশায় একজন কবিরাজ, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার অষ্টজঙ্গল এলাকা থেকে শাপলার একটি চারা এনে পুকুরে লাগান। সময়ের সঙ্গে সঙ্গে সেই একটি গাছ থেকেই গোটা পুকুর জুড়ে ছড়িয়ে পড়ে হাজারো শাপলা।
গীতা রানী রায় বলেন, ‘আমার স্বামীর ওষুধ তৈরির কাজে ফুলের দরকার হতো। তাই তিনি একটি শাপলার গাছ এনে পুকুরে লাগিয়েছিলেন। এখন সেই এক গাছ থেকেই পুরো পুকুর ভরে গেছে।’
এক দর্শনার্থী বলেন, ‘লাল শাপলা সচরাচর দেখা যায় না। এখানকার ফুলগুলো একেবারে আলাদা, মন ছুঁয়ে যায়।’
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোহাম্মদ সোহেল ভূঁইয়া বলেন, ‘এই পুকুরের শাপলা এখন আশপাশের মানুষের কাছে এক আনন্দের জায়গা হয়ে উঠেছে। আমি চাই, পুকুরটির চারপাশ উন্নয়ন করে এমন পরিবেশ তৈরি করতে, যাতে মানুষ নিরাপদে বসে সৌন্দর্য উপভোগ করতে পারেন।’
সবুজ পাতার ফাঁকে ফাঁকে ফুটে থাকা লাল শাপলাগুলো পুকুর জুড়ে সৃষ্টি করেছে অপূর্ব এক প্রাকৃতিক দৃশ্য। এই উপহার শুধু চোখ নয়, প্রশান্তি দেয় হৃদয়কেও। সামান্য পরিচর্যা করলে এটি হয়ে উঠতে পারে স্থানীয় পর্যটনের সম্ভাবনাময় একটি কেন্দ্র।

স্বেচ্ছাসেবক লীগের এই নেতাকে আজ রিমান্ড শুনানির জন্য কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবী ওবায়দুল ইসলাম রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।
১৯ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লার ব্যানার, ফেস্টুন পুড়িয়ে ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব ব্যানার, ফেস্টুন পোড়া
২২ মিনিট আগে
আবেদনে বলা হয়েছে, লে. কর্নেল (অব.) কাজী মমরেজ মাহমুদ দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে ৪৫ লাখ ১৫ হাজার টাকার সম্পদ গোপনের মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন বিবরণী দাখিল করে এবং জ্ঞাত আয়-বহির্ভূত ১৩ লাখ ৭৩ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জনপূর্বক দখলে রাখায় দুর্নীতি দমন কমিশন মামলা করেছে।
৪২ মিনিট আগে
ড. ফয়জুল হক বলেন, ‘এই দেশের বিড়ি বিক্রেতা, দাড়ি না রাখা মানুষ কিংবা সাধারণ মানুষ—তারা কি আমাদের ভোট দেবে না? ইসলাম সবার জন্য। আমার বক্তব্যকে মিসলিড করে উপস্থাপন করা হয়েছে। বাস্তবে এই বক্তব্য আমাদের জন্য দুই কোটি টাকার সমপরিমাণ মার্কেটিং হয়ে গেছে। এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি গিফট।’
১ ঘণ্টা আগে