নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়রসহ তিনজনকে আইনি নোটিশ দিয়েছেন পাঁচ আইনজীবী। চট্টগ্রাম নগরের নালা-নর্দমা ও খালে পড়ে মারা যাওয়া ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে এই নোটিশ দেওয়া হয়। তাঁদের পক্ষে মোহাম্মদ রিদুয়ান নামের আরেক আইনজীবী মঙ্গলবার ডাকযোগে আইনি নোটিশটি পাঠান।
মেয়র ছাড়াও নোটিশ দেওয়া হয়েছে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিবকে। এ ছাড়া নোটিশের অনুলিপি দেওয়া হয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), চট্টগ্রাম জেলা প্রশাসক, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), আইন ও সালিশ কেন্দ্র এবং বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতিকে (বেলা)।
নোটিশ দেওয়া পাঁচ আইনজীবী হলেন—মোহাম্মদ ফজলুল সাব্বির, মো. এমরান হোসেন, মোহাম্মদ রিয়াজুর রহমান, জোবায়ের হোসেন ও মো. তাওহিদুল করিম।
নোটিশে বলা হয়েছে, সিটি করপোরেশনের অবহেলার কারণে নালা-নর্দমা ও খালে পড়ে মারা যাওয়া ব্যক্তিদের পরিবার এবং আহত ব্যক্তিদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। নগরের উন্মুক্ত নালা-নর্দমায় স্ল্যাব স্থাপন, ভাঙা স্ল্যাবগুলোকে অপসারণ করে নতুন স্ল্যাব স্থাপন এবং খালের পাড়ে নিরাপত্তাবেষ্টনী নির্মাণ করতে হবে। এ ছাড়া দুর্ঘটনাপ্রবণ ও মৃত্যুঝুঁকি রয়েছে এমন স্থানগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
সিটি করপোরেশনকে নোটিশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদ রিদুয়ান। তিনি বলেন, নোটিশ পাওয়ার ৬০ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।
গত তিন বছরে চট্টগ্রাম নগরের নালা ও খালে পড়ে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চলতি বছরে দুই শিশুসহ তিনজন মারা গেছেন। সিটি করপোরেশন সূত্র বলছে, পথচারীদের নিরাপদে চলাচলের জন্য গত তিন বছরে প্রায় ২৫ হাজার বর্গফুট স্ল্যাব মেরামত এবং নতুন করে নির্মাণ করা হয়েছে। আর ঝুঁকিপূর্ণ খালের পাড়ে ১৫ হাজার বর্গফুট রক্ষাপ্রাচীর নির্মাণ করা হয়েছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়রসহ তিনজনকে আইনি নোটিশ দিয়েছেন পাঁচ আইনজীবী। চট্টগ্রাম নগরের নালা-নর্দমা ও খালে পড়ে মারা যাওয়া ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে এই নোটিশ দেওয়া হয়। তাঁদের পক্ষে মোহাম্মদ রিদুয়ান নামের আরেক আইনজীবী মঙ্গলবার ডাকযোগে আইনি নোটিশটি পাঠান।
মেয়র ছাড়াও নোটিশ দেওয়া হয়েছে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিবকে। এ ছাড়া নোটিশের অনুলিপি দেওয়া হয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), চট্টগ্রাম জেলা প্রশাসক, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), আইন ও সালিশ কেন্দ্র এবং বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতিকে (বেলা)।
নোটিশ দেওয়া পাঁচ আইনজীবী হলেন—মোহাম্মদ ফজলুল সাব্বির, মো. এমরান হোসেন, মোহাম্মদ রিয়াজুর রহমান, জোবায়ের হোসেন ও মো. তাওহিদুল করিম।
নোটিশে বলা হয়েছে, সিটি করপোরেশনের অবহেলার কারণে নালা-নর্দমা ও খালে পড়ে মারা যাওয়া ব্যক্তিদের পরিবার এবং আহত ব্যক্তিদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। নগরের উন্মুক্ত নালা-নর্দমায় স্ল্যাব স্থাপন, ভাঙা স্ল্যাবগুলোকে অপসারণ করে নতুন স্ল্যাব স্থাপন এবং খালের পাড়ে নিরাপত্তাবেষ্টনী নির্মাণ করতে হবে। এ ছাড়া দুর্ঘটনাপ্রবণ ও মৃত্যুঝুঁকি রয়েছে এমন স্থানগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
সিটি করপোরেশনকে নোটিশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদ রিদুয়ান। তিনি বলেন, নোটিশ পাওয়ার ৬০ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।
গত তিন বছরে চট্টগ্রাম নগরের নালা ও খালে পড়ে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চলতি বছরে দুই শিশুসহ তিনজন মারা গেছেন। সিটি করপোরেশন সূত্র বলছে, পথচারীদের নিরাপদে চলাচলের জন্য গত তিন বছরে প্রায় ২৫ হাজার বর্গফুট স্ল্যাব মেরামত এবং নতুন করে নির্মাণ করা হয়েছে। আর ঝুঁকিপূর্ণ খালের পাড়ে ১৫ হাজার বর্গফুট রক্ষাপ্রাচীর নির্মাণ করা হয়েছে।

রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
১৪ মিনিট আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
২৯ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
৪৪ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
১ ঘণ্টা আগে