নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম: দীর্ঘ দুই দশক পর হতে যাচ্ছে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন। আগামীকাল শনিবার নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ভার্চ্যুয়াল এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হবেন। গতকাল বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে সম্মেলনের সার্বিক প্রস্তুতি নিয়ে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন নগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এ এইচ এম জিয়া উদ্দিন।
জিয়া উদ্দিন জানান, এরই মধ্যে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দুবার সম্মেলনের তারিখ পেছানো হয়েছে। এরপর সীমিত পরিসরে ভার্চ্যুয়ালি সম্মেলন করার সিদ্ধান্ত হয়েছে। সম্মেলন সফল করতে ৫০১ সদস্যবিশিষ্ট চট্টগ্রাম মহানগর সম্মেলন প্রস্তুতি কমিটি এবং ১৪টি উপপরিষদ সব প্রস্তুতি সম্পন্ন করেছে।
আগামীকাল সকালে ভার্চ্যুয়ালি সম্মেলনের উদ্বোধন করবেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ। প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবুসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারাও সম্মেলনে যুক্ত থাকবেন। সম্মেলনে স্বাস্থ্যবিধি মেনে ২৫০ জন কাউন্সিলর ও ২৫০ জন ডেলিগেট উপস্থিত থাকবেন বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক কে বি এম শাহজাহান, সদস্যসচিব সালাউদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহসভাপতি ফারুক আমজাদ খান, জমির সিকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক এ কে এম আজিম, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, পাট ও বস্ত্রবিষয়ক সম্পাদক আশীষ কুমার সিংহ, উপপাট ও বস্ত্রবিষয়ক সম্পাদক তারেক মাহমুদ পাপ্পু।

চট্টগ্রাম: দীর্ঘ দুই দশক পর হতে যাচ্ছে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন। আগামীকাল শনিবার নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ভার্চ্যুয়াল এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হবেন। গতকাল বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে সম্মেলনের সার্বিক প্রস্তুতি নিয়ে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন নগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এ এইচ এম জিয়া উদ্দিন।
জিয়া উদ্দিন জানান, এরই মধ্যে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দুবার সম্মেলনের তারিখ পেছানো হয়েছে। এরপর সীমিত পরিসরে ভার্চ্যুয়ালি সম্মেলন করার সিদ্ধান্ত হয়েছে। সম্মেলন সফল করতে ৫০১ সদস্যবিশিষ্ট চট্টগ্রাম মহানগর সম্মেলন প্রস্তুতি কমিটি এবং ১৪টি উপপরিষদ সব প্রস্তুতি সম্পন্ন করেছে।
আগামীকাল সকালে ভার্চ্যুয়ালি সম্মেলনের উদ্বোধন করবেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ। প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবুসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারাও সম্মেলনে যুক্ত থাকবেন। সম্মেলনে স্বাস্থ্যবিধি মেনে ২৫০ জন কাউন্সিলর ও ২৫০ জন ডেলিগেট উপস্থিত থাকবেন বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক কে বি এম শাহজাহান, সদস্যসচিব সালাউদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহসভাপতি ফারুক আমজাদ খান, জমির সিকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক এ কে এম আজিম, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, পাট ও বস্ত্রবিষয়ক সম্পাদক আশীষ কুমার সিংহ, উপপাট ও বস্ত্রবিষয়ক সম্পাদক তারেক মাহমুদ পাপ্পু।

প্রতীক বরাদ্দের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভোটের প্রচার করায় রাজশাহী-২ (সদর) আসনের এবি পার্টির প্রার্থী মু. সাঈদ নোমানকে আদালতে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। রোববার (১৮ জানুয়ারি) তাঁকে সশরীর আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
৪৪ মিনিট আগে
‘আমি যদি ভোট পাওয়ার মতো কাজ করে থাকি, তাহলে আওয়ামী লীগের সমর্থকেরাও আমাকে ভোট দেবেন। এ বিষয়ে আমি নিশ্চিত, আওয়ামী লীগের সমর্থকদের শতভাগ ভোট পাব।’ পটুয়াখালীর দশমিনা উপজেলা বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় স্মরণসভা ও দোয়ার অনুষ্ঠানে এসব কথা বলেন ডাকসুর...
১ ঘণ্টা আগে
রিয়াজ মোল্লা জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার দিন একটি প্রয়োজনীয় কাগজ সময়মতো জমা না দেওয়ায় জেলা রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র গ্রহণ করেননি। এই কারণে তিনি হাইকোর্টে রিট করেন। হাইকোর্টের আদেশের ভিত্তিতে জেলা রিটার্নিং কর্মকর্তা তাঁর প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন।
২ ঘণ্টা আগে
নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য (এমপি) শাহ শহীদ সারোয়ার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানোর ঘটনায় বিস্ফোরক মামলায় বর্তমানে কারাগারে আছেন তিনি। কারাগারে বসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বৈধ হওয়ায়...
২ ঘণ্টা আগে