নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের বাকিপুর গ্রামের অটোরিকশা চালক মামুনুর রশিদকে (২০) হত্যার ঘটনায় তাঁর বন্ধু সোহাগকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত মামুন ও গ্রেপ্তারকৃত সোহাগ পেশায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক ছিলেন। পুলিশের হাতে গ্রেপ্তারের পর ঘটনাস্থলে গিয়ে হত্যাকাণ্ডের বিবরণ দিয়েছেন আসামি সোহাগ।
আজ রোববার বিকেলে বেগমগঞ্জ মডেল থানায় এক সংবাদ সম্মেলনে মামুন হত্যার ঘটনায় আসামি সোহাগকে গ্রেপ্তারের বিষয়ে ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, অটোরিকশা চালানোর সুবাদে গত ১ বছর পূর্বে মামুনুর রশিদের সঙ্গে পরিচয় হয় আরেক অটোরিকশা চালক সোহাগের। এরপর থেকে তাঁদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠে। পরবর্তীতে তাঁরা দুজন বিভিন্ন সময় একসঙ্গে গাঁজা সেবন করতেন। গত ২২ জানুয়ারি সোহাগ মোবাইলে মামুনকে জানায় রাতে তাঁরা একসঙ্গে গাঁজা সেবন করবেন। এর পরিপ্রেক্ষিতে মাধবসিংহ গ্রামের গাজী আলাউদ্দিনের বাড়ির পশ্চিম পাশের সুপারি বাগানে সিগারেট নিয়ে আসে সোহাগ। পরে দুজন মিলে গাঁজা সেবন করেন।
গাঁজা সেবন করার একপর্যায়ে সিগারেট নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এ সময় সোহাগকে স্যান্ডেল খুলে ছুঁড়ে মারেন মামুন। এতে ক্ষিপ্ত হয়ে একটি ইটের ভাঙা অংশ দিয়ে মামুনের মাথায় আঘাত করে এবং অন্ডকোষে লাথি মারে সোহাগ। এতে মাটিতে লুটিয়ে পড়লে ইটের টুকরাটি পাশের পুকুরে ফেলে পালিয়ে যান সোহাগ। গত ২৬ জানুয়ারি শুক্রবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই বাগান থেকে মামুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত মামুনের বাবা কবির হোসেন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেন।
তথ্যপ্রযুক্তির সহযোগিতায় পুলিশ গত ২৭ জানুয়ারি রাতে প্রথমে সুবর্ণচরে অভিযান চালিয়ে নিহত মামুনের বন্ধু সোহাগকে গ্রেপ্তার করে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মামুনের ব্যবহৃত জুতা, একটি মানিব্যাগ, ইটের টুকরা ও এক পুরিয়া গাঁজা উদ্ধার করে।
এদিকে আজ রোববার দুপুরে মামুন হত্যার প্রতিবাদে ও হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজগঞ্জ-ছয়ানী সড়কে অবস্থান নিয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। এ সময় একটি বিক্ষোভ মিছিলও করে স্থানীয়রা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, রাজগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর চৌধুরী সেলিম, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ফরিদসহ নিহতের পরিবার, স্বজন ও এলাকাবাসী। তাঁরা দ্রুত হত্যাকারী সোহাগসহ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের বাকিপুর গ্রামের অটোরিকশা চালক মামুনুর রশিদকে (২০) হত্যার ঘটনায় তাঁর বন্ধু সোহাগকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত মামুন ও গ্রেপ্তারকৃত সোহাগ পেশায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক ছিলেন। পুলিশের হাতে গ্রেপ্তারের পর ঘটনাস্থলে গিয়ে হত্যাকাণ্ডের বিবরণ দিয়েছেন আসামি সোহাগ।
আজ রোববার বিকেলে বেগমগঞ্জ মডেল থানায় এক সংবাদ সম্মেলনে মামুন হত্যার ঘটনায় আসামি সোহাগকে গ্রেপ্তারের বিষয়ে ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, অটোরিকশা চালানোর সুবাদে গত ১ বছর পূর্বে মামুনুর রশিদের সঙ্গে পরিচয় হয় আরেক অটোরিকশা চালক সোহাগের। এরপর থেকে তাঁদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠে। পরবর্তীতে তাঁরা দুজন বিভিন্ন সময় একসঙ্গে গাঁজা সেবন করতেন। গত ২২ জানুয়ারি সোহাগ মোবাইলে মামুনকে জানায় রাতে তাঁরা একসঙ্গে গাঁজা সেবন করবেন। এর পরিপ্রেক্ষিতে মাধবসিংহ গ্রামের গাজী আলাউদ্দিনের বাড়ির পশ্চিম পাশের সুপারি বাগানে সিগারেট নিয়ে আসে সোহাগ। পরে দুজন মিলে গাঁজা সেবন করেন।
গাঁজা সেবন করার একপর্যায়ে সিগারেট নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এ সময় সোহাগকে স্যান্ডেল খুলে ছুঁড়ে মারেন মামুন। এতে ক্ষিপ্ত হয়ে একটি ইটের ভাঙা অংশ দিয়ে মামুনের মাথায় আঘাত করে এবং অন্ডকোষে লাথি মারে সোহাগ। এতে মাটিতে লুটিয়ে পড়লে ইটের টুকরাটি পাশের পুকুরে ফেলে পালিয়ে যান সোহাগ। গত ২৬ জানুয়ারি শুক্রবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই বাগান থেকে মামুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত মামুনের বাবা কবির হোসেন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেন।
তথ্যপ্রযুক্তির সহযোগিতায় পুলিশ গত ২৭ জানুয়ারি রাতে প্রথমে সুবর্ণচরে অভিযান চালিয়ে নিহত মামুনের বন্ধু সোহাগকে গ্রেপ্তার করে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মামুনের ব্যবহৃত জুতা, একটি মানিব্যাগ, ইটের টুকরা ও এক পুরিয়া গাঁজা উদ্ধার করে।
এদিকে আজ রোববার দুপুরে মামুন হত্যার প্রতিবাদে ও হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজগঞ্জ-ছয়ানী সড়কে অবস্থান নিয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। এ সময় একটি বিক্ষোভ মিছিলও করে স্থানীয়রা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, রাজগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর চৌধুরী সেলিম, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ফরিদসহ নিহতের পরিবার, স্বজন ও এলাকাবাসী। তাঁরা দ্রুত হত্যাকারী সোহাগসহ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
২০ মিনিট আগে
নওগাঁয় ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ আব্দুস সালাম ওরফে শামিম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার কীর্তিপুর বাজারে একটি পিকআপে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
২ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৪ ঘণ্টা আগে