মো. আকতারুজ্জামান, চৌদ্দগ্রাম (কুমিল্লা)

মালয়েশিয়াগামী ছোট ভাইকে কক্সবাজার থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে দিতে এসেছিলেন মো. হোসেনসহ তিনজন। ছোট ভাইকে বিদায় জানিয়ে বাড়ি ফেরার পথে কুমিল্লার চৌদ্দগ্রামে বাস উল্টে হতাহতের ঘটনায় মারা গেছেন তিনি।
নিহত মো. হোসেন কক্সবাজারের টেকনাফ উপজেলার মতিউর রহমানের ছেলে। চৌদ্দগ্রামের দুর্ঘটনায় হোসেনসহ ৫ যাত্রী নিহত ও ১৫ জন আহত হয়েছে।
নিহতের ভাই মো. ফিরোজ জানান, তাঁদের ছোট ভাই আকাশের মালয়েশিয়ার ফ্লাইট ছিল গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তাঁকে বিমানবন্দরে পৌঁছে দেওয়ার জন্য সঙ্গে আসেন বড় ভাই মো. হোসেন, মো. ফিরোজ ও তালতো ভাই মো. মুক্তার আহম্মেদ।
আকাশ বিমানে ওঠার পর গতকাল রাত ২টার দিকে ঢাকার সায়েদাবাদ থেকে রিলাক্স পরিবহনের বাসে বাড়ির উদ্দেশে রওনা দেন ফিরোজ, হোসেন ও মুক্তার। ফিরোজ বলেন, ‘পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বসন্তপুর এলাকায় পৌঁছালে আজ শুক্রবার সকাল ৭টার দিকে বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে। এসে আমার ভাই হোসেনসহ ৫ যাত্রী নিহত হন।’
ফিরোজ আরও বলেন, ‘আমার ভাই হোসেন নির্মাণ ঠিকাদার হিসেবে কাজ করতেন। ভাইয়ের আর বাড়ি ফেরা হলো না। দুর্ঘটনায় আমি হাতে ও মাথায় আঘাত পেয়েছি। আমার তালতো ভাইও আহত হয়েছেন।’
দুর্ঘটনায় নিহতদের মধ্যে আরও দুজনের পরিচয় পেয়েছে পুলিশ। তাঁরা হলেন নোয়াখালীর চাটখিল উপজেলার শাহাপুর গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে নাছির উদ্দিন পলাশ (৪০) এবং ঢাকা নর্থসাউথ ইউনিভার্সিটির এমবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী ও চট্টগ্রামের বাশখালীর বাহারছড়া গ্রামের নুরুল আবছারের ছেলে বদরুল হাসান রিয়াদ (২৬)।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রবিউল হাসান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহতদের মধ্যে ১০ জনকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৪ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ এস এম লোকমান হোসাইন বলেন, ‘ঢাকা থেকে চট্টগ্রামগামী রিলাক্স পরিবহনের ডাবল ডেকার বাস আজ সকাল ৭টার দিকে মহাসড়কের বসন্তপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে। এতে ৫ ব্যক্তি নিহত ও বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।’

মালয়েশিয়াগামী ছোট ভাইকে কক্সবাজার থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে দিতে এসেছিলেন মো. হোসেনসহ তিনজন। ছোট ভাইকে বিদায় জানিয়ে বাড়ি ফেরার পথে কুমিল্লার চৌদ্দগ্রামে বাস উল্টে হতাহতের ঘটনায় মারা গেছেন তিনি।
নিহত মো. হোসেন কক্সবাজারের টেকনাফ উপজেলার মতিউর রহমানের ছেলে। চৌদ্দগ্রামের দুর্ঘটনায় হোসেনসহ ৫ যাত্রী নিহত ও ১৫ জন আহত হয়েছে।
নিহতের ভাই মো. ফিরোজ জানান, তাঁদের ছোট ভাই আকাশের মালয়েশিয়ার ফ্লাইট ছিল গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তাঁকে বিমানবন্দরে পৌঁছে দেওয়ার জন্য সঙ্গে আসেন বড় ভাই মো. হোসেন, মো. ফিরোজ ও তালতো ভাই মো. মুক্তার আহম্মেদ।
আকাশ বিমানে ওঠার পর গতকাল রাত ২টার দিকে ঢাকার সায়েদাবাদ থেকে রিলাক্স পরিবহনের বাসে বাড়ির উদ্দেশে রওনা দেন ফিরোজ, হোসেন ও মুক্তার। ফিরোজ বলেন, ‘পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বসন্তপুর এলাকায় পৌঁছালে আজ শুক্রবার সকাল ৭টার দিকে বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে। এসে আমার ভাই হোসেনসহ ৫ যাত্রী নিহত হন।’
ফিরোজ আরও বলেন, ‘আমার ভাই হোসেন নির্মাণ ঠিকাদার হিসেবে কাজ করতেন। ভাইয়ের আর বাড়ি ফেরা হলো না। দুর্ঘটনায় আমি হাতে ও মাথায় আঘাত পেয়েছি। আমার তালতো ভাইও আহত হয়েছেন।’
দুর্ঘটনায় নিহতদের মধ্যে আরও দুজনের পরিচয় পেয়েছে পুলিশ। তাঁরা হলেন নোয়াখালীর চাটখিল উপজেলার শাহাপুর গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে নাছির উদ্দিন পলাশ (৪০) এবং ঢাকা নর্থসাউথ ইউনিভার্সিটির এমবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী ও চট্টগ্রামের বাশখালীর বাহারছড়া গ্রামের নুরুল আবছারের ছেলে বদরুল হাসান রিয়াদ (২৬)।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রবিউল হাসান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহতদের মধ্যে ১০ জনকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৪ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ এস এম লোকমান হোসাইন বলেন, ‘ঢাকা থেকে চট্টগ্রামগামী রিলাক্স পরিবহনের ডাবল ডেকার বাস আজ সকাল ৭টার দিকে মহাসড়কের বসন্তপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে। এতে ৫ ব্যক্তি নিহত ও বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।’

ভারত থেকে কারাভোগ শেষে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১৭ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধীন চাড়ালডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২১৯/২৯-আর-সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়।
২১ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে গুলিবিদ্ধ শিশু আফনান ও নাফ নদীতে মাইন বিস্ফোরণে আহত যুবক মো. হানিফের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি জেলা পরিষদের পক্ষ থেকেও আরও কিছু অনুদান দেওয়ার কথা জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে
ডা. মহিউদ্দিনকে কারাগার থেকে আজ আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান তাঁকে জুলাই আন্দোলনে মিরপুর থানার মাহফুজ আলম শ্রাবণ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
১ ঘণ্টা আগে
ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
২ ঘণ্টা আগে