ফেনীতে যাত্রীবাহী বাস থেকে ৭ রোহিঙ্গা আটক

ফেনী প্রতিনিধি
Thumbnail image
ফেনীতে আটক সাত রোহিঙ্গা (শিশুকে ছবিতে রাখা হয়নি)। ছবি: সংগৃহীত

ফেনীর মহিপালে এক শিশুসহ সাত রোহিঙ্গাকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার থেকে ছেড়ে আসা স্টারলাইন পরিবহনের একটি বাস থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন শিক্ষার্থীরা।

আটক ব্যক্তিরা হলেন রবিউল আলম, সৈয়দ নুর, ওমর ফারুক, রশিদ আহম্মদ, রুহুল আমিন, ইউনুছ ও এক শিশু।

পুলিশ সূত্রে জানা গেছে, ফেনী থেকে কয়েকজন শিক্ষার্থী কক্সবাজার ভ্রমণে যান। গতকাল শুক্রবার রাতে তাঁরা সেখান থেকে স্টারলাইন পরিবহনের একটি বাসে ফেরার পথে কয়েকজন যাত্রীর কথাবার্তা ও আচরণ দেখে রোহিঙ্গা বলে সন্দেহ হয়। পরে বাসটি ফেনীর মহিপালে পৌঁছালে শিক্ষার্থীরা তাদের আটক করে পুলিশে খবর দেয়।

এ ব্যাপারে ফেনী মডেল থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা আজকের পত্রিকাকে বলেন, শিক্ষার্থীরা মহিপাল এলাকায় এক শিশুসহ সাত রোহিঙ্গাকে আটকে রেখে খবর দিলে পুলিশ গিয়ে তাদের আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে তারা কোন রোহিঙ্গা ক্যাম্প থেকে এসেছে তা জানা যাবে। রোহিঙ্গাদের নির্দিষ্ট ক্যাম্প থেকে বাইরে যাওয়ার অনুমতি নেই। তারা সেই এলাকা ত্যাগ করলে আবার নির্ধারিত ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শপথ নিয়েই বাইডেনের নীতি বাতিল ও ১০০ নির্বাহী আদেশের ঘোষণা ট্রাম্পের

বিচার বিভাগের সমস্যা তুলে ধরলেন বিচারক, আনিসুল হক বললেন ‘সমস্যা কেটে যাবে’

শাহজালাল বিমানবন্দরে চাকরি নেননি মনোজ কুমার, বিজ্ঞাপনচিত্র নিয়ে বিভ্রান্তি

বিদ্যালয়ে একই পরিবারের ১৬ জনের চাকরি, তদন্তের নির্দেশ হাইকোর্টের

ভাতা নয়, সঞ্চয়পত্র কিনে দিচ্ছে সরকার

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত