দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা উত্তর জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের পদযাত্রা পুলিশ ছত্রভঙ্গ করতে গেলে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়েছে। এতে চান্দিনা উপজেলা বিএনপি সভাপতি ও দুই পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্য হলেন- চান্দিনা থানায় কর্মরত কনস্টেবল শিপন হোসেন ও হাসান পারভেজ।
আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে মহাসড়কের চান্দিনা উপজেলার তীরচর ও দেবিদ্বার উপজেলার সীমান্তবর্তী এলাকা খাদঘর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক রণক্ষেত্রে পরিণত হয়।
বিএনপির দলীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা উত্তর জেলা বিএনপি নেতা-কর্মীরা দেবিদ্বারের খাদঘর এলাকায় পদযাত্রায় অংশ নিতে জড়ো হতে থাকে। বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলের নেতৃত্বে পদযাত্রাটি মহাসড়কে উঠলে প্রথমে পুলিশ এসে বাঁধা দেয়। এতে বিএনপির নেতা-কর্মীরা উত্তেজিত হয়ে পড়লে পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডা ও ধস্তাধস্তি শুরু হয়। পরে পুলিশ গুলিবর্ষণ ও লাঠিপেটা করলে পদযাত্রায় আসা নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় অন্তত বিএনপির ২৫ নেতা-কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপতি ও দেবিদ্বার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম, মহিলা দল নেতা তাছলিমা বেগম, আলেয়া বেগম। এদের মধ্যে তাছলিমা বেগমের মাথা এবং হাতে বন্দুকের বাঁটের আঘাতে মারাত্মক জখম হয়েছে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল (কুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
কুমিল্লা উত্তর জেলা বিএনপি সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সরকার বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়েছিলাম। পুলিশ আমাদের বাঁধা দিয়ে লাঠিপেটা ও গুলিবর্ষণ করে। এতে বিএনপির ২৫ নেতা-কর্মী আহত হয়েছে।’
বিএনপির আহত নেতা-কর্মীরা হলেন- চান্দিনা উপজেলা বিএনপি সভাপতি আতিকুল আলম শাওন, সাধারণ সম্পাদক কাজী আরশাদ, চান্দিনা উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন, যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল, যুবদল নেতা আলমগীর হোসেন, দেবিদ্বার উপজেলার সুলতানপুর গ্রামের যুবদল নেতা খোকন খাঁন, বনকোট গ্রামের সোহেল। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক মো. জসীম উদ্দিন, কুমিল্লা (উত্তর) জেলা বিএনপির অর্থ সম্পাদক আজহার মেম্বার, কুমিল্লা (উত্তর) জেলা মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম, কুমিল্লা (উত্তর) জেলা যুবদল নেতা ভিপি শাহীন, কুমিল্লা (উত্তর) জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু, দেবিদ্বার উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. রবিউল আউয়াল সাইফুল, উপজেলা যুবদলের আহ্বায়ক আবদুর রহমান, বিএনপি নেত্রী তাছলিমা বেগম, আলেয়া বেগম, রমজান হোসেনসহ আরও অন্তত ৪-৫ জন। আহতদের চান্দিনা, দেবিদ্বার ও দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন জানান, ‘বিএনপি নেতারা পদযাত্রার নামে মহাসড়কে অবরোধ করে অরাজকতার চেষ্টা করছিল। খবর পেয়ে চান্দিনা থানা দেবিদ্বারে ভানী ক্যাম্প পুলিশ তাঁদের মহাসড়ক থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু বিএনপির নেতা-কর্মীরা পুলিশের ওপর হামলা চালালে চান্দিনা থানার দুই পুলিশ সদস্যকে আহত হয়। পরে পুলিশ আত্মরক্ষার্থে ৮ রাউন্ড শটগান ও ১৩ রাউন্ড রাবার বুলেট ছুড়েছে।’

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা উত্তর জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের পদযাত্রা পুলিশ ছত্রভঙ্গ করতে গেলে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়েছে। এতে চান্দিনা উপজেলা বিএনপি সভাপতি ও দুই পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্য হলেন- চান্দিনা থানায় কর্মরত কনস্টেবল শিপন হোসেন ও হাসান পারভেজ।
আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে মহাসড়কের চান্দিনা উপজেলার তীরচর ও দেবিদ্বার উপজেলার সীমান্তবর্তী এলাকা খাদঘর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক রণক্ষেত্রে পরিণত হয়।
বিএনপির দলীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা উত্তর জেলা বিএনপি নেতা-কর্মীরা দেবিদ্বারের খাদঘর এলাকায় পদযাত্রায় অংশ নিতে জড়ো হতে থাকে। বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলের নেতৃত্বে পদযাত্রাটি মহাসড়কে উঠলে প্রথমে পুলিশ এসে বাঁধা দেয়। এতে বিএনপির নেতা-কর্মীরা উত্তেজিত হয়ে পড়লে পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডা ও ধস্তাধস্তি শুরু হয়। পরে পুলিশ গুলিবর্ষণ ও লাঠিপেটা করলে পদযাত্রায় আসা নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় অন্তত বিএনপির ২৫ নেতা-কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপতি ও দেবিদ্বার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম, মহিলা দল নেতা তাছলিমা বেগম, আলেয়া বেগম। এদের মধ্যে তাছলিমা বেগমের মাথা এবং হাতে বন্দুকের বাঁটের আঘাতে মারাত্মক জখম হয়েছে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল (কুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
কুমিল্লা উত্তর জেলা বিএনপি সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সরকার বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়েছিলাম। পুলিশ আমাদের বাঁধা দিয়ে লাঠিপেটা ও গুলিবর্ষণ করে। এতে বিএনপির ২৫ নেতা-কর্মী আহত হয়েছে।’
বিএনপির আহত নেতা-কর্মীরা হলেন- চান্দিনা উপজেলা বিএনপি সভাপতি আতিকুল আলম শাওন, সাধারণ সম্পাদক কাজী আরশাদ, চান্দিনা উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন, যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল, যুবদল নেতা আলমগীর হোসেন, দেবিদ্বার উপজেলার সুলতানপুর গ্রামের যুবদল নেতা খোকন খাঁন, বনকোট গ্রামের সোহেল। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক মো. জসীম উদ্দিন, কুমিল্লা (উত্তর) জেলা বিএনপির অর্থ সম্পাদক আজহার মেম্বার, কুমিল্লা (উত্তর) জেলা মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম, কুমিল্লা (উত্তর) জেলা যুবদল নেতা ভিপি শাহীন, কুমিল্লা (উত্তর) জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু, দেবিদ্বার উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. রবিউল আউয়াল সাইফুল, উপজেলা যুবদলের আহ্বায়ক আবদুর রহমান, বিএনপি নেত্রী তাছলিমা বেগম, আলেয়া বেগম, রমজান হোসেনসহ আরও অন্তত ৪-৫ জন। আহতদের চান্দিনা, দেবিদ্বার ও দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন জানান, ‘বিএনপি নেতারা পদযাত্রার নামে মহাসড়কে অবরোধ করে অরাজকতার চেষ্টা করছিল। খবর পেয়ে চান্দিনা থানা দেবিদ্বারে ভানী ক্যাম্প পুলিশ তাঁদের মহাসড়ক থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু বিএনপির নেতা-কর্মীরা পুলিশের ওপর হামলা চালালে চান্দিনা থানার দুই পুলিশ সদস্যকে আহত হয়। পরে পুলিশ আত্মরক্ষার্থে ৮ রাউন্ড শটগান ও ১৩ রাউন্ড রাবার বুলেট ছুড়েছে।’

নরসিংদীর পলাশ উপজেলায় ছাত্রদলের কর্মী জাহিদুল ইসলামকে (২৫) ছুরিকাঘাতে হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে র্যাব-১১ নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ও ক্যাম্প কমান্ডার আরিফুল ইসলাম এ তথ্য জানান।
৭ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান শাখাভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দুটি শিফটে অনুষ্ঠিত পরীক্ষার প্রথম শিফটে শিক্ষার্থীর উপস্থিতির হার ৯০ শতাংশ।
৩৫ মিনিট আগে
শিশু সাফায়াত বাড়ির উঠানে খেলা করছিল। কিছুক্ষণ পর আর কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির পাশের গর্তের পানিতে তার লাশ ভাসতে দেখা যায়। শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান, সে মারা গেছে।
১ ঘণ্টা আগে
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন অন্তত তিনজন। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলীয়ারা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে